নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে মিনিস্টার ঢাকা বিদায় নিয়েছে প্লে-অফের আগেই। দল বাদ পড়লেও টুর্নামেন্টে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। প্রথমবারের মতো ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
আজ সোমবার এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে খুলনার ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যকক্ষে আসেন তামিম। তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে সম্বোধন করে ধারাভাষ্য রুমে স্বাগত জানান ‘ভয়েস অব বাংলাদেশ খ্যাত’ আতহার আলী খান। তাঁর স্বাগতের জবাবে তামিম বলেন, ‘আপনি বলেছেন আমি আপনার প্রিয় ক্রিকেটার। আমিও বলতে চাই আপনাকে যে, আপনিও আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার। ছোট থেকে আপনাকে দেখে বড় হয়েছি। সব সময় আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন।’
অবশ্য এর আগে সঞ্চালনার অভিজ্ঞতা আছে তামিমের। করোনা মহামারির সময় ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডা দিয়েছিলেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েও নগদের একটি অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় তামিমকে।
এবারের বিপিএলে ৯ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪০৭ রান করেন তামিম। ৫৮ দশমিক ১৪ গড়ে ও ১৩২ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তাঁর দল ঢাকা অবশ্য ব্যর্থ। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট ছিল তাদের।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে মিনিস্টার ঢাকা বিদায় নিয়েছে প্লে-অফের আগেই। দল বাদ পড়লেও টুর্নামেন্টে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। প্রথমবারের মতো ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
আজ সোমবার এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে খুলনার ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যকক্ষে আসেন তামিম। তামিমকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে সম্বোধন করে ধারাভাষ্য রুমে স্বাগত জানান ‘ভয়েস অব বাংলাদেশ খ্যাত’ আতহার আলী খান। তাঁর স্বাগতের জবাবে তামিম বলেন, ‘আপনি বলেছেন আমি আপনার প্রিয় ক্রিকেটার। আমিও বলতে চাই আপনাকে যে, আপনিও আমার অন্যতম প্রিয় ধারাভাষ্যকার। ছোট থেকে আপনাকে দেখে বড় হয়েছি। সব সময় আপনি বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন।’
অবশ্য এর আগে সঞ্চালনার অভিজ্ঞতা আছে তামিমের। করোনা মহামারির সময় ফেসবুক লাইভে ক্রিকেটারদের সঙ্গে লাইভ আড্ডা দিয়েছিলেন তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়েও নগদের একটি অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় তামিমকে।
এবারের বিপিএলে ৯ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে ৪০৭ রান করেন তামিম। ৫৮ দশমিক ১৪ গড়ে ও ১৩২ দশমিক ৫৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও তাঁর দল ঢাকা অবশ্য ব্যর্থ। ১০ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৯ পয়েন্ট ছিল তাদের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫