টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। র্যাঙ্কিংয়ের শীর্ষে কখনো অস্ট্রেলিয়া থাকছে, আবার কখনো অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠছে ভারত। এবার ভারতকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া।
বার্ষিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। এক ধাপ পিছিয়ে ভারত এখন দুইয়ে অবস্থান করছে। এশিয়া মহাদেশের দলটির রেটিং পয়েন্ট ১২০। টেস্ট র্যাঙ্কিংয়ে পরিবর্তন শুধু এটুকুই। ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তিন ও চারে থাকা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৫ ও ১০৩। পয়েন্ট টেবিলের প্রথম চার দলেরই শুধু ১০০-এর বেশি রেটিং পয়েন্ট। ৯৬, ৮৯, ৮৩ ও ৮২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ, ছয়, সাত ও আটে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট র্যাঙ্কিংয়ের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন দল জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। কোনো রেটিং পয়েন্ট না পাওয়া আফগানরা পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। ১০ ও ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ২৩ ও ১৫।
বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছে ২০২১-এর মে থেকে ২০২৪-এর মে মাস পর্যন্ত। যেখানে প্রথম দুই বছরের (২০২১-এর মে থেকে ২০২৩-এর মে) পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরা হয়েছে। আর ২০২৩-এর মে থেকে ২০২৪-এর মে মাসের পারফরম্যান্স পূর্ণমান হিসেবে ধরা হয়েছে। গত তিন বছর ব্যবধানে ভারত দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।২০১৯-২১ চক্রে ভারত রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ডের কাছে হেরে। পরের চক্রে (২০২১-২৩) ভারতকে কাঁদিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে গত বছরের ৭ থেকে ১১ জুন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনাল। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যায় ভারত।
টেস্টে শীর্ষস্থান হারালেও সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই সবার ওপরে ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের রেটিং পয়েন্ট ১২২ ও ২৬৪। ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম দশ দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ। ১১৬ ও ১১২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই ও তিনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৩১।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং
দল রেটিং পয়েন্ট
১. অস্ট্রেলিয়া ১২৪
২. ভারত ১২০
৩. ইংল্যান্ড ১০৫
৪. দক্ষিণ আফ্রিকা ১০৩
৫. নিউজিল্যান্ড ৯৬
৬. পাকিস্তান ৮৯
৭. শ্রীলঙ্কা ৮৩
৮. ওয়েস্ট ইন্ডিজ ৮২
৯. বাংলাদেশ ৫৩
১০. জিম্বাবুয়ে ২৩
১১. আয়ারল্যান্ড ১৫
১২. আফগানিস্তান ০
টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। র্যাঙ্কিংয়ের শীর্ষে কখনো অস্ট্রেলিয়া থাকছে, আবার কখনো অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠছে ভারত। এবার ভারতকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া।
বার্ষিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। এক ধাপ পিছিয়ে ভারত এখন দুইয়ে অবস্থান করছে। এশিয়া মহাদেশের দলটির রেটিং পয়েন্ট ১২০। টেস্ট র্যাঙ্কিংয়ে পরিবর্তন শুধু এটুকুই। ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তিন ও চারে থাকা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৫ ও ১০৩। পয়েন্ট টেবিলের প্রথম চার দলেরই শুধু ১০০-এর বেশি রেটিং পয়েন্ট। ৯৬, ৮৯, ৮৩ ও ৮২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ, ছয়, সাত ও আটে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট র্যাঙ্কিংয়ের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিন দল জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। কোনো রেটিং পয়েন্ট না পাওয়া আফগানরা পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। ১০ ও ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ২৩ ও ১৫।
বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করা হয়েছে ২০২১-এর মে থেকে ২০২৪-এর মে মাস পর্যন্ত। যেখানে প্রথম দুই বছরের (২০২১-এর মে থেকে ২০২৩-এর মে) পারফরম্যান্সকে ৫০ শতাংশ ধরা হয়েছে। আর ২০২৩-এর মে থেকে ২০২৪-এর মে মাসের পারফরম্যান্স পূর্ণমান হিসেবে ধরা হয়েছে। গত তিন বছর ব্যবধানে ভারত দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।২০১৯-২১ চক্রে ভারত রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ডের কাছে হেরে। পরের চক্রে (২০২১-২৩) ভারতকে কাঁদিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে গত বছরের ৭ থেকে ১১ জুন হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের ফাইনাল। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে যায় ভারত।
টেস্টে শীর্ষস্থান হারালেও সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই সবার ওপরে ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের রেটিং পয়েন্ট ১২২ ও ২৬৪। ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথম দশ দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ। ১১৬ ও ১১২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুই ও তিনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৩১।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং
দল রেটিং পয়েন্ট
১. অস্ট্রেলিয়া ১২৪
২. ভারত ১২০
৩. ইংল্যান্ড ১০৫
৪. দক্ষিণ আফ্রিকা ১০৩
৫. নিউজিল্যান্ড ৯৬
৬. পাকিস্তান ৮৯
৭. শ্রীলঙ্কা ৮৩
৮. ওয়েস্ট ইন্ডিজ ৮২
৯. বাংলাদেশ ৫৩
১০. জিম্বাবুয়ে ২৩
১১. আয়ারল্যান্ড ১৫
১২. আফগানিস্তান ০
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫