নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই মাস জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ক্ষতবিক্ষত পুরো বাংলাদেশ। প্রবাসেও ছড়িয়ে পড়েছে এর ঢেউ। অথচ কানাডায় সাকিব আল হাসানের সামনে যখন প্রশ্নটি এল, বেশ ক্ষোভ ঝেড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল দর্শকের সঙ্গে সাকিবের বাগ্বিতণ্ডার একটি মুহূর্ত।
তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাশরাফি–সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায়। ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে দর্শক জানতে চাইলেন, চলমান পরিস্থিতিতে তিনি (সাকিব) কেন নীরব। সাকিব সরাসরি কোনো উত্তর না নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
কানাডায় ভক্ত-সমর্থকের সঙ্গে সাকিবের এই কথা-কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দর্শককে বলতে শোনা যায়, ‘আমি কথা বলছিলাম। আমি তো এমপি নই। নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি।’ তখন সাকিব কোনো উত্তর না দিয়ে বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেন।
এ বছরের জাতীয় সংসদ নির্বাচনে সাকিব সংসদ সদস্য (এমপি) হয়েছেন মাগুরা-১ আসন থেকে। আরেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ছয় বছর আগে সংসদ সদস্য হয়েছেন নড়াইল-২ আসন থেকে। সাকিবের মতো মাশরাফিও কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব আছেন।
বাংলা টাইগার্সে সাকিবের দলেই খেলছেন আরেক বাংলাদেশি শরীফুল। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। আজ রাতে সাকিব-শরীফুলরা খেলবেন সারে জাগুয়ার্সের বিপক্ষে।
জুলাই মাস জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ক্ষতবিক্ষত পুরো বাংলাদেশ। প্রবাসেও ছড়িয়ে পড়েছে এর ঢেউ। অথচ কানাডায় সাকিব আল হাসানের সামনে যখন প্রশ্নটি এল, বেশ ক্ষোভ ঝেড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল দর্শকের সঙ্গে সাকিবের বাগ্বিতণ্ডার একটি মুহূর্ত।
তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাশরাফি–সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায়। ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে দর্শক জানতে চাইলেন, চলমান পরিস্থিতিতে তিনি (সাকিব) কেন নীরব। সাকিব সরাসরি কোনো উত্তর না নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
কানাডায় ভক্ত-সমর্থকের সঙ্গে সাকিবের এই কথা-কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দর্শককে বলতে শোনা যায়, ‘আমি কথা বলছিলাম। আমি তো এমপি নই। নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি।’ তখন সাকিব কোনো উত্তর না দিয়ে বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেন।
এ বছরের জাতীয় সংসদ নির্বাচনে সাকিব সংসদ সদস্য (এমপি) হয়েছেন মাগুরা-১ আসন থেকে। আরেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ছয় বছর আগে সংসদ সদস্য হয়েছেন নড়াইল-২ আসন থেকে। সাকিবের মতো মাশরাফিও কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব আছেন।
বাংলা টাইগার্সে সাকিবের দলেই খেলছেন আরেক বাংলাদেশি শরীফুল। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। আজ রাতে সাকিব-শরীফুলরা খেলবেন সারে জাগুয়ার্সের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫