ক্রীড়া ডেস্ক
শারজায় গত রাতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড। অনবদ্য এই সেঞ্চুরির পর তামিম ইকবালের কথা মনে পড়েছে ইমনের।
বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে এত দিন সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিমের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। দীর্ঘ ৯ বছর পর গত রাতে ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়লেন তিনি। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও ইমন করেছেন আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচে। ইমন এই কীর্তিটা গড়েছেন ২২ বছর বয়সে।
৫৪ বলে ১০০ রান করে শারজায় আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন ইমন। ম্যাচ শেষে ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সেঞ্চুরি হয়েছে আজ (গত রাতে)। তাই ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাইয়ের প্রথম সেঞ্চুরি ছিল। আমার এটা দ্বিতীয় ছিল। সব মিলিয়ে তাই ভালো লাগছে। তার পরে আমার নাম এসেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।’
ধর্মশালায় ২০১৬ সালে তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। ধর্মশালায় তামিম যখন সেঞ্চুরি করেছিলেন, ইমন তখন ছিলেন ১৩ বছর বয়সী কিশোর। ৯ বছর আগে তামিমের সেই সেঞ্চুরি এখনো ইমনের মনে গেঁথে আছে। তামিমের সেঞ্চুরি প্রসঙ্গে ইমন বলেন, ‘তামিম ভাইয়ের সেঞ্চুরিটা মনে আছে। ওমানের বিপক্ষে করেছিলেন। তাঁর (তামিম) সব খেলা দেখি সব সময়। তাই মনে ছিল।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি ইমন গতকাল করেছেন ২৮ বলে। স্বভাবসুলভ বিস্ফোরক ব্যাটিং চালিয়ে গেলেও অন্য প্রান্তে সতীর্থরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। ম্যাচের পরিস্থিতি যা-ই হোক, নিজের খেলার ধরন বদলাননি ইমন। ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘উইকেট যখন পড়ছিল, তখন নিজের ইনটেন্ট না বদলানোর চেষ্টা করছিলাম। আমার যে শক্তির জায়গা, সেটার জন্য সব সময় অপেক্ষা করছিলাম। তবে এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক প্রান্ত থেকে উইকেট পড়ছে। আমাকে ইনিংস বড় করতে হবে। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পেরেছি। আলহামদুলিল্লাহ।’
অনবদ্য সেঞ্চুরি করা ইমনকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ইমনকে অভিনন্দন জানিয়েছেন তামিম। মুশফিক নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মাশা আল্লাহ। অভিনন্দন ভাই। ইনশা আল্লাহ এরপর আরও হবে।’ ইমনকে নিয়ে লিটন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘পারভেজ হোসেন ইমনের অসাধারণ সেঞ্চুরি।’
৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০০ রান করেছেন ইমন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও তিনি নিজের করে নিলেন। বিধ্বংসী সেঞ্চুরির পথে এই রেকর্ডে ইমন পেছনে ফেলেছেন রিশাদ হোসেনকে। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।
আরও পড়ুন:
রেকর্ড গড়া এই সেঞ্চুরি দীর্ঘদিন মনে রাখবেন ইমন
শারজায় গত রাতে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। সেঞ্চুরিতে ভেঙে দিয়েছেন একাধিক রেকর্ড। অনবদ্য এই সেঞ্চুরির পর তামিম ইকবালের কথা মনে পড়েছে ইমনের।
বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে এত দিন সেঞ্চুরির কীর্তিটা ছিল শুধু তামিমের। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে। দীর্ঘ ৯ বছর পর গত রাতে ইমনের ব্যাটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড গড়লেন তিনি। এমনকি বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির কীর্তিটাও ইমন করেছেন আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচে। ইমন এই কীর্তিটা গড়েছেন ২২ বছর বয়সে।
৫৪ বলে ১০০ রান করে শারজায় আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন ইমন। ম্যাচ শেষে ২২ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সেঞ্চুরি হয়েছে আজ (গত রাতে)। তাই ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাইয়ের প্রথম সেঞ্চুরি ছিল। আমার এটা দ্বিতীয় ছিল। সব মিলিয়ে তাই ভালো লাগছে। তার পরে আমার নাম এসেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।’
ধর্মশালায় ২০১৬ সালে তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন। ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। ধর্মশালায় তামিম যখন সেঞ্চুরি করেছিলেন, ইমন তখন ছিলেন ১৩ বছর বয়সী কিশোর। ৯ বছর আগে তামিমের সেই সেঞ্চুরি এখনো ইমনের মনে গেঁথে আছে। তামিমের সেঞ্চুরি প্রসঙ্গে ইমন বলেন, ‘তামিম ভাইয়ের সেঞ্চুরিটা মনে আছে। ওমানের বিপক্ষে করেছিলেন। তাঁর (তামিম) সব খেলা দেখি সব সময়। তাই মনে ছিল।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি ইমন গতকাল করেছেন ২৮ বলে। স্বভাবসুলভ বিস্ফোরক ব্যাটিং চালিয়ে গেলেও অন্য প্রান্তে সতীর্থরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। ম্যাচের পরিস্থিতি যা-ই হোক, নিজের খেলার ধরন বদলাননি ইমন। ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘উইকেট যখন পড়ছিল, তখন নিজের ইনটেন্ট না বদলানোর চেষ্টা করছিলাম। আমার যে শক্তির জায়গা, সেটার জন্য সব সময় অপেক্ষা করছিলাম। তবে এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক প্রান্ত থেকে উইকেট পড়ছে। আমাকে ইনিংস বড় করতে হবে। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পেরেছি। আলহামদুলিল্লাহ।’
অনবদ্য সেঞ্চুরি করা ইমনকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ইমনকে অভিনন্দন জানিয়েছেন তামিম। মুশফিক নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মাশা আল্লাহ। অভিনন্দন ভাই। ইনশা আল্লাহ এরপর আরও হবে।’ ইমনকে নিয়ে লিটন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘পারভেজ হোসেন ইমনের অসাধারণ সেঞ্চুরি।’
৫৪ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০০ রান করেছেন ইমন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তিটাও তিনি নিজের করে নিলেন। বিধ্বংসী সেঞ্চুরির পথে এই রেকর্ডে ইমন পেছনে ফেলেছেন রিশাদ হোসেনকে। সিলেটে গত বছর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদ মেরেছিলেন ৭ ছক্কা।
আরও পড়ুন:
রেকর্ড গড়া এই সেঞ্চুরি দীর্ঘদিন মনে রাখবেন ইমন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে