নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটবল বিশ্বকাপ পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপে না থাকলেও উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশ। প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়কে সমর্থনের কোনো কমতি রাখছেন না সমর্থকেরা। এই উন্মাদনার বাইরে নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। গতকাল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল শেষে নিজের ফুটবল প্রীতির কথা জানিয়েছেন পাপন।
ব্যস্ততার ফাঁকেও কাতার বিশ্বকাপে ভালোভাবেই নজর রাখছেন পাপন। বিসিবি সভাপতির প্রিয় দল ব্রাজিল। কীভাবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির সমর্থক হয়েছেন, সে গল্প শুনিয়েছেন পাপন, ‘এবার একটা খেলাও মিস করিনি, আজকে (গতকাল) শুধু দেখতে পারিনি। আমি আসলে ছোটবেলা থেকে যে জিতত, সে দলকে সমর্থন করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন সবাই বলত ‘‘ব্রাজিল, ব্রাজিল…. ।’’ তখন থেকে আমিও ব্রাজিল। এমন না যে, আমি খেলা দেখে পছন্দ করে একটা দলকে ঠিক করেছি।’
ব্রাজিলের সমর্থক হলেও কাতার বিশ্বকাপে ফ্রান্সের খেলা মনে ধরেছে পাপনের। তাঁর কাছে, দুই ম্যাচের দুইটি জেতা ফ্রান্সকেই ফেবারিট মনে হচ্ছে, ‘এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখলাম, ফ্রান্সকে ফেবারিট মনে হয়েছে আমার। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন করবই। তবে ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে।’
প্রিয় দল ব্রাজিল হলেও পাপন লিওনেল মেসির ভক্ত। মেসির সঙ্গে ছবি থাকার কথাও জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘মেসি সেরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মেসির ভক্ত। (ক্রিস্টিয়ানো) রোনালদোকেও আমি পছন্দ করি। মেসির সঙ্গে দেখা হয়েছে, ছবিও আছে। নেইমারের সঙ্গে অবশ্য কোনো ছবি নেই।’
আর্জেন্টিনা দলটাকে পুরোপুরি মেসির নির্ভর মনে হচ্ছে পাপনের, ‘আর্জেন্টিনা সাংঘাতিক একটা দল, মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে, এক মেসিকে দিয়ে একটা দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে সেরকম চোখে পড়েনি। অবশ্য আর্জেন্টিনা দলও ভালো। তবে কাপ ব্রাজিলেরই জেতা উচিত।’
ফুটবল বিশ্বকাপ পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপে না থাকলেও উন্মাদনায় পিছিয়ে নেই বাংলাদেশ। প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়কে সমর্থনের কোনো কমতি রাখছেন না সমর্থকেরা। এই উন্মাদনার বাইরে নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। গতকাল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল শেষে নিজের ফুটবল প্রীতির কথা জানিয়েছেন পাপন।
ব্যস্ততার ফাঁকেও কাতার বিশ্বকাপে ভালোভাবেই নজর রাখছেন পাপন। বিসিবি সভাপতির প্রিয় দল ব্রাজিল। কীভাবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির সমর্থক হয়েছেন, সে গল্প শুনিয়েছেন পাপন, ‘এবার একটা খেলাও মিস করিনি, আজকে (গতকাল) শুধু দেখতে পারিনি। আমি আসলে ছোটবেলা থেকে যে জিতত, সে দলকে সমর্থন করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন সবাই বলত ‘‘ব্রাজিল, ব্রাজিল…. ।’’ তখন থেকে আমিও ব্রাজিল। এমন না যে, আমি খেলা দেখে পছন্দ করে একটা দলকে ঠিক করেছি।’
ব্রাজিলের সমর্থক হলেও কাতার বিশ্বকাপে ফ্রান্সের খেলা মনে ধরেছে পাপনের। তাঁর কাছে, দুই ম্যাচের দুইটি জেতা ফ্রান্সকেই ফেবারিট মনে হচ্ছে, ‘এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখলাম, ফ্রান্সকে ফেবারিট মনে হয়েছে আমার। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন করবই। তবে ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে।’
প্রিয় দল ব্রাজিল হলেও পাপন লিওনেল মেসির ভক্ত। মেসির সঙ্গে ছবি থাকার কথাও জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘মেসি সেরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মেসির ভক্ত। (ক্রিস্টিয়ানো) রোনালদোকেও আমি পছন্দ করি। মেসির সঙ্গে দেখা হয়েছে, ছবিও আছে। নেইমারের সঙ্গে অবশ্য কোনো ছবি নেই।’
আর্জেন্টিনা দলটাকে পুরোপুরি মেসির নির্ভর মনে হচ্ছে পাপনের, ‘আর্জেন্টিনা সাংঘাতিক একটা দল, মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে, এক মেসিকে দিয়ে একটা দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে সেরকম চোখে পড়েনি। অবশ্য আর্জেন্টিনা দলও ভালো। তবে কাপ ব্রাজিলেরই জেতা উচিত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫