নেদারল্যান্ডসের ব্যাটার টিম প্রিঙ্গলকে শেষ বলে বোল্ড করে বাংলাদেশকে ২৫ রানের জয় এনে দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের জয়ের আগে অবশ্য একটা সময় ম্যাচটা ডাচদের হাতেই ছিল। তবে রিশাদ হোসেন এক ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। যেমনটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিশাদ। ৩০ বলে ৫৬ রান প্রয়োজন ছিল ডাচদের। হাতে ছিল ৭ উইকেট। এমন সময় রিশাদের ওপর আস্থা রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দারুণ দিয়েছেন এই লেগ স্পিনার।
১৫তম ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে নেদারল্যান্ডসের দুই ব্যাটার সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও বাস ডি লিডকে তুলে নিলেন রিশাদ। আর তাতেই ম্যাচের চিত্র গেল পাল্টে। নিজের কাজটা যে তখনো শেষ করেননি উদীয়মান স্পিনার। ফিরতি ওভারে দলটির অধিনায়ক ও সেট ব্যাটার স্কট এডওয়ার্ডসকে আউট করে জয়ের পথটা মসৃণ করে দেন তিনি।
রিশাদের সেই ধাক্কা পরে আর সামলে উঠতে পারিনি নেদারল্যান্ডস। এ সময়েই আবার দুর্দান্ত স্লোয়ার ও কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে বাংলাদেশের ২৫ রানের জয়ের ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিশাদ।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ শেষে সতীর্থদের কাছ থেকে প্রশংসায় ভেসেছেন রিশাদ। ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা সাকিব আল হাসান তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নির্দ্বিধায় বলেছেন, ‘রিশাদ ওই ওভারে যেভাবে বোলিং করেছে, দুটি উইকেট নিয়েছে, সেটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
ম্যাচ শেষে মিক্সড জোন রিশাদ জানিয়েছেন, অধিনায়ক শান্ত তাঁকে বিশ্বাস জুগিয়েছেন। তিনি বলেছেন, ‘শান্ত ভাই আমাকে অনেক আশ্বাস দিয়েছেন যে, তুই পারবি, ইনশা আল্লাহ চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশা আল্লাহ আমরা আরও ভালো কিছু করব।’
নিজেদের পারফরম্যান্স নিয়ে আনন্দের কথাও জানিয়েছেন রিশাদ। তিনি বলেছেন, ‘সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে। আমারও ভালো লাগা কাজ করছে। অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। সবার শরীরী ভাষা এবং প্রচেষ্টা ছিল, সেটা অনেক ভালো লেগেছে। ইনশা আল্লাহ চেষ্টা করব আরও কীভাবে উন্নতি করা যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। চিন্তা করেছি, এখান থেকে একটা-দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে। আমি শুধু এটা করার চেষ্টা করেছি।’
নেদারল্যান্ডসের ব্যাটার টিম প্রিঙ্গলকে শেষ বলে বোল্ড করে বাংলাদেশকে ২৫ রানের জয় এনে দিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের জয়ের আগে অবশ্য একটা সময় ম্যাচটা ডাচদের হাতেই ছিল। তবে রিশাদ হোসেন এক ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। যেমনটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিশাদ। ৩০ বলে ৫৬ রান প্রয়োজন ছিল ডাচদের। হাতে ছিল ৭ উইকেট। এমন সময় রিশাদের ওপর আস্থা রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দারুণ দিয়েছেন এই লেগ স্পিনার।
১৫তম ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে নেদারল্যান্ডসের দুই ব্যাটার সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও বাস ডি লিডকে তুলে নিলেন রিশাদ। আর তাতেই ম্যাচের চিত্র গেল পাল্টে। নিজের কাজটা যে তখনো শেষ করেননি উদীয়মান স্পিনার। ফিরতি ওভারে দলটির অধিনায়ক ও সেট ব্যাটার স্কট এডওয়ার্ডসকে আউট করে জয়ের পথটা মসৃণ করে দেন তিনি।
রিশাদের সেই ধাক্কা পরে আর সামলে উঠতে পারিনি নেদারল্যান্ডস। এ সময়েই আবার দুর্দান্ত স্লোয়ার ও কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সব মিলিয়ে বাংলাদেশের ২৫ রানের জয়ের ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিশাদ।
দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ শেষে সতীর্থদের কাছ থেকে প্রশংসায় ভেসেছেন রিশাদ। ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা সাকিব আল হাসান তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নির্দ্বিধায় বলেছেন, ‘রিশাদ ওই ওভারে যেভাবে বোলিং করেছে, দুটি উইকেট নিয়েছে, সেটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
ম্যাচ শেষে মিক্সড জোন রিশাদ জানিয়েছেন, অধিনায়ক শান্ত তাঁকে বিশ্বাস জুগিয়েছেন। তিনি বলেছেন, ‘শান্ত ভাই আমাকে অনেক আশ্বাস দিয়েছেন যে, তুই পারবি, ইনশা আল্লাহ চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশা আল্লাহ আমরা আরও ভালো কিছু করব।’
নিজেদের পারফরম্যান্স নিয়ে আনন্দের কথাও জানিয়েছেন রিশাদ। তিনি বলেছেন, ‘সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে। আমারও ভালো লাগা কাজ করছে। অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে। সবার শরীরী ভাষা এবং প্রচেষ্টা ছিল, সেটা অনেক ভালো লেগেছে। ইনশা আল্লাহ চেষ্টা করব আরও কীভাবে উন্নতি করা যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। চিন্তা করেছি, এখান থেকে একটা-দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে। আমি শুধু এটা করার চেষ্টা করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫