অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।
খালেদের আফসোস, আরও ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’
জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’
২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’
অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।
খালেদের আফসোস, আরও ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’
জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’
২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫