Ajker Patrika

বাংলাদেশ সিরিজ দিয়ে দলে ফিরতে উন্মুখ কনওয়ে

বাংলাদেশ সিরিজ দিয়ে দলে ফিরতে উন্মুখ কনওয়ে

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়ে দলে ফিরতে আর তর সইছে না ডেভন কনওয়ের।

নিউজিল্যান্ড দল থেকে কনওয়ে অবশ্য বাদ পড়েননি। যে ফর্মে ছিলেন চোট ছাড়া বাদ পড়ার প্রশ্নই আসে না। ওই চোটই দল থেকে ছিটকে দিয়েছিল এই বাঁহাতি ওপেনারকে। চোটটা বলতে গেলে ‘হাত ধরে বিপদ ডেকে আনা’ বলতে যা বোঝায়, সেরকম।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা কনওয়ের। ৩৮ বলে ৪৬ রানের এক ইনিংসে সেমিফাইনালে ইংল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য তাড়ার প্রথম ভীতটা গড়ে দিয়েছিলেন তিনিই। বিপদও ডেকে আনেন এ ম্যাচে। দারুণ ইনিংসটা আরও বড় করতে না পারার হতাশায় আউট হয়ে ব্যাটে ঘুষি মেরে বসেন। 
 
ঘুষি মেরে হাত ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলের হার দর্শক হিসেবে দেখতে হয়েছে কনওয়েকে। বিশ্বকাপ শেষে খেলতে পারেননি ভারতের বিপক্ষে সিরিজেও। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজকে তাই পাখির চোখ করছেন এই বাঁহাতি ওপেনার। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী মঙ্গল-বুধবারের ম্যাচের দলে আছেন কনওয়ে। দলে ফিরতে উন্মুখ হয়ে থাকা এই ওপেনার জানিয়েছেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি। আশা করি, খেলার জন্য আমি ফিট হতে পারব। আবারও ব্যাটিং শুরু করেছি। হাতের অবস্থা দেখছি। নিউজিল্যান্ড ইলেভেনের হয়ে খেলার জন্য আমি আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত