ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়ে দলে ফিরতে আর তর সইছে না ডেভন কনওয়ের।
নিউজিল্যান্ড দল থেকে কনওয়ে অবশ্য বাদ পড়েননি। যে ফর্মে ছিলেন চোট ছাড়া বাদ পড়ার প্রশ্নই আসে না। ওই চোটই দল থেকে ছিটকে দিয়েছিল এই বাঁহাতি ওপেনারকে। চোটটা বলতে গেলে ‘হাত ধরে বিপদ ডেকে আনা’ বলতে যা বোঝায়, সেরকম।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা কনওয়ের। ৩৮ বলে ৪৬ রানের এক ইনিংসে সেমিফাইনালে ইংল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য তাড়ার প্রথম ভীতটা গড়ে দিয়েছিলেন তিনিই। বিপদও ডেকে আনেন এ ম্যাচে। দারুণ ইনিংসটা আরও বড় করতে না পারার হতাশায় আউট হয়ে ব্যাটে ঘুষি মেরে বসেন।
ঘুষি মেরে হাত ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলের হার দর্শক হিসেবে দেখতে হয়েছে কনওয়েকে। বিশ্বকাপ শেষে খেলতে পারেননি ভারতের বিপক্ষে সিরিজেও। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজকে তাই পাখির চোখ করছেন এই বাঁহাতি ওপেনার। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে আগামী মঙ্গল-বুধবারের ম্যাচের দলে আছেন কনওয়ে। দলে ফিরতে উন্মুখ হয়ে থাকা এই ওপেনার জানিয়েছেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি। আশা করি, খেলার জন্য আমি ফিট হতে পারব। আবারও ব্যাটিং শুরু করেছি। হাতের অবস্থা দেখছি। নিউজিল্যান্ড ইলেভেনের হয়ে খেলার জন্য আমি আশাবাদী।’
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়ে দলে ফিরতে আর তর সইছে না ডেভন কনওয়ের।
নিউজিল্যান্ড দল থেকে কনওয়ে অবশ্য বাদ পড়েননি। যে ফর্মে ছিলেন চোট ছাড়া বাদ পড়ার প্রশ্নই আসে না। ওই চোটই দল থেকে ছিটকে দিয়েছিল এই বাঁহাতি ওপেনারকে। চোটটা বলতে গেলে ‘হাত ধরে বিপদ ডেকে আনা’ বলতে যা বোঝায়, সেরকম।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা কনওয়ের। ৩৮ বলে ৪৬ রানের এক ইনিংসে সেমিফাইনালে ইংল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য তাড়ার প্রথম ভীতটা গড়ে দিয়েছিলেন তিনিই। বিপদও ডেকে আনেন এ ম্যাচে। দারুণ ইনিংসটা আরও বড় করতে না পারার হতাশায় আউট হয়ে ব্যাটে ঘুষি মেরে বসেন।
ঘুষি মেরে হাত ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলের হার দর্শক হিসেবে দেখতে হয়েছে কনওয়েকে। বিশ্বকাপ শেষে খেলতে পারেননি ভারতের বিপক্ষে সিরিজেও। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজকে তাই পাখির চোখ করছেন এই বাঁহাতি ওপেনার। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে আগামী মঙ্গল-বুধবারের ম্যাচের দলে আছেন কনওয়ে। দলে ফিরতে উন্মুখ হয়ে থাকা এই ওপেনার জানিয়েছেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি। আশা করি, খেলার জন্য আমি ফিট হতে পারব। আবারও ব্যাটিং শুরু করেছি। হাতের অবস্থা দেখছি। নিউজিল্যান্ড ইলেভেনের হয়ে খেলার জন্য আমি আশাবাদী।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫