মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তামিম ইকবাল। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারেও তামিমের ছিল এটা সর্বশেষ ম্যাচ। সেই মিরপুরেই প্রায় চার মাস পর মাঠের ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ফেরার ম্যাচেই জয় পেয়েছেন তিনি।
তামিম এবার ফিরেছেন অধিনায়ক হয়েই। ২০২৪ বিপিএলে তিনি নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালকে। বিকেলের ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। রংপুরে খেলছেন সাকিব আল হাসান। সাকিবের রংপুরের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বরিশাল। সেই জয়টাও এসেছে বেশ সহজে। তামিমের নেতৃত্বাধীন বরিশালের দারুণ বোলিংয়ে রংপুর করেছে ১৩৪ রান। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বরিশাল। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে তাঁর (তামিম) কাছে এসেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার তখন বলেন, ‘এগুলো খুব বেশি উপভোগ করি না। ওয়ার্ম আপ শেষ হবে, আরামসে বসে থাকব। ব্যাটিং হয়েছে, ফিল্ডিং হয়েছে, যেয়ে খেলব। অধিনায়ক থাকলে কাগজে সই করো, টস করো। টসে কী হবে, জিতব, হারব। বহু ঝামেলা।’
বরিশালের আগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭ ওয়ানডে ও ১ টেস্ট নেতৃত্ব দিয়েছেন তিনি। তামিমকে নেতৃত্বের যে দায়িত্ব বরিশাল দিয়েছেন, তা সঠিকভাবে পালন করার ইচ্ছে প্রকাশ করেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনো তা-ই আছে। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছ থেকে। আমি চেষ্টা করব সে দায়িত্বটা ভালোভাবে পালন করতে। হ্যাঁ, একটু অন্য রকম অবশ্যই মনে হয়েছে টস করতে গিয়ে।’
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তামিম ইকবাল। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারেও তামিমের ছিল এটা সর্বশেষ ম্যাচ। সেই মিরপুরেই প্রায় চার মাস পর মাঠের ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ফেরার ম্যাচেই জয় পেয়েছেন তিনি।
তামিম এবার ফিরেছেন অধিনায়ক হয়েই। ২০২৪ বিপিএলে তিনি নেতৃত্ব দিচ্ছেন ফরচুন বরিশালকে। বিকেলের ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স। রংপুরে খেলছেন সাকিব আল হাসান। সাকিবের রংপুরের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বরিশাল। সেই জয়টাও এসেছে বেশ সহজে। তামিমের নেতৃত্বাধীন বরিশালের দারুণ বোলিংয়ে রংপুর করেছে ১৩৪ রান। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় বরিশাল। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন তামিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলে তাঁর (তামিম) কাছে এসেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার তখন বলেন, ‘এগুলো খুব বেশি উপভোগ করি না। ওয়ার্ম আপ শেষ হবে, আরামসে বসে থাকব। ব্যাটিং হয়েছে, ফিল্ডিং হয়েছে, যেয়ে খেলব। অধিনায়ক থাকলে কাগজে সই করো, টস করো। টসে কী হবে, জিতব, হারব। বহু ঝামেলা।’
বরিশালের আগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭ ওয়ানডে ও ১ টেস্ট নেতৃত্ব দিয়েছেন তিনি। তামিমকে নেতৃত্বের যে দায়িত্ব বরিশাল দিয়েছেন, তা সঠিকভাবে পালন করার ইচ্ছে প্রকাশ করেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনো তা-ই আছে। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছ থেকে। আমি চেষ্টা করব সে দায়িত্বটা ভালোভাবে পালন করতে। হ্যাঁ, একটু অন্য রকম অবশ্যই মনে হয়েছে টস করতে গিয়ে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫