ক্রীড়া ডেস্ক
গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। কখনো এগিয়ে থাকছে বাংলাদেশ, কখনো ম্যাচ হেলে পড়ছে শ্রীলঙ্কার দিকে। সব রোমাঞ্চ যেন অপেক্ষা করে আছে আজ শেষ দিনের জন্যই। যেখানে বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গে খেলছে বৃষ্টিও।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম জুটি বেঁধে এগোতে থাকেন দারুণভাবে। গলে গতকাল চতুর্থ দিনই জুটি বেঁধেছেন। তবে আজ পঞ্চম দিনে মুশফিকের ‘অদ্ভূতুড়ে’ এক রানআউটে ভেঙে যায় দারুণ এই জুটি। শান্ত-মুশফিকের জুটি ভাঙার পরপরই গ্রাউন্ড স্টাফরা ব্যস্ত হয়ে পড়েন গলের উইকেট ঢাকতে। কারণ, শ্রীলঙ্কার আকাশ কালো করে হঠাৎই বৃষ্টি নেমেছে। বৃষ্টির বাগড়ায় আপাতত খেলা বন্ধ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭৬ ওভারে ৪ উইকেটে ২৩৭ রান করেছে বাংলাদেশ। লিডসহ সফরকারীদের স্কোর ২৪৭ রান।
পঞ্চম দিনে এখন পর্যন্ত ১৯ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে সময় যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন, ৯০ ওভার খেলা নিয়ে সংশয় রয়েছে। এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিল ৬১ ওভার। সেদিনের ২৯ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। তবে আজ পঞ্চম দিনে হঠাৎ বৃষ্টি নামায় বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্রয়ের সম্ভাবনাই এখন বেশি। ক্রিকইনফো জানিয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ সময় বেলা ১টায় খেলা শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শেষ দিনের খেলা।
দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৩ উইকেটে ১৭৭ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শান্ত-মুশফিক এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে তাঁরা ১৯১ বলে ১০৯ রানের জুটি গড়েন। যেখানে ৭৬তম ওভারের শেষ বলে প্রবাথ জয়াসুরিয়াকে মিড অনে ঠেলে দ্রুত সিঙ্গেল নিতে যান মুশফিক। নন স্ট্রাইক প্রান্তে থারিন্দু রত্নায়েকে সরাসরি থ্রো করেন। অল্পের জন্য রানআউট থেকে বাঁচতে পারেননি তিনি।
রানআউটে কাটা পড়ে ২৮তম টেস্ট ফিফটি থেকে ১ রান দূরে থাকতে আউট হয়েছেন মুশফিক। ১০২ বলে ৪ চারে ৪৯ রান করেন তিনি। বাংলাদেশের তারকা ক্রিকেটার আউট হওয়ার পর হঠাৎই নামে বৃষ্টি। তড়িঘড়ি করে মাঠ ছাড়তে হয় সবাইকে।
গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। কখনো এগিয়ে থাকছে বাংলাদেশ, কখনো ম্যাচ হেলে পড়ছে শ্রীলঙ্কার দিকে। সব রোমাঞ্চ যেন অপেক্ষা করে আছে আজ শেষ দিনের জন্যই। যেখানে বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গে খেলছে বৃষ্টিও।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম জুটি বেঁধে এগোতে থাকেন দারুণভাবে। গলে গতকাল চতুর্থ দিনই জুটি বেঁধেছেন। তবে আজ পঞ্চম দিনে মুশফিকের ‘অদ্ভূতুড়ে’ এক রানআউটে ভেঙে যায় দারুণ এই জুটি। শান্ত-মুশফিকের জুটি ভাঙার পরপরই গ্রাউন্ড স্টাফরা ব্যস্ত হয়ে পড়েন গলের উইকেট ঢাকতে। কারণ, শ্রীলঙ্কার আকাশ কালো করে হঠাৎই বৃষ্টি নেমেছে। বৃষ্টির বাগড়ায় আপাতত খেলা বন্ধ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭৬ ওভারে ৪ উইকেটে ২৩৭ রান করেছে বাংলাদেশ। লিডসহ সফরকারীদের স্কোর ২৪৭ রান।
পঞ্চম দিনে এখন পর্যন্ত ১৯ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে সময় যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন, ৯০ ওভার খেলা নিয়ে সংশয় রয়েছে। এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিল ৬১ ওভার। সেদিনের ২৯ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। তবে আজ পঞ্চম দিনে হঠাৎ বৃষ্টি নামায় বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট ড্রয়ের সম্ভাবনাই এখন বেশি। ক্রিকইনফো জানিয়েছে, মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ সময় বেলা ১টায় খেলা শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে শেষ দিনের খেলা।
দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৩ উইকেটে ১৭৭ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শান্ত-মুশফিক এগোতে থাকেন সাবলীলভাবেই। চতুর্থ উইকেটে তাঁরা ১৯১ বলে ১০৯ রানের জুটি গড়েন। যেখানে ৭৬তম ওভারের শেষ বলে প্রবাথ জয়াসুরিয়াকে মিড অনে ঠেলে দ্রুত সিঙ্গেল নিতে যান মুশফিক। নন স্ট্রাইক প্রান্তে থারিন্দু রত্নায়েকে সরাসরি থ্রো করেন। অল্পের জন্য রানআউট থেকে বাঁচতে পারেননি তিনি।
রানআউটে কাটা পড়ে ২৮তম টেস্ট ফিফটি থেকে ১ রান দূরে থাকতে আউট হয়েছেন মুশফিক। ১০২ বলে ৪ চারে ৪৯ রান করেন তিনি। বাংলাদেশের তারকা ক্রিকেটার আউট হওয়ার পর হঠাৎই নামে বৃষ্টি। তড়িঘড়ি করে মাঠ ছাড়তে হয় সবাইকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে