নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে এখনো বাকি ১০ দিনের মতো। মূল দল এখনো না দিলেও ১৭ সদস্যের প্রাথমিক দল আজ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে নেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো দুই তারকা ক্রিকেটার।
জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে নেই সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে চট্টগ্রাম পর্বে পাওয়া যাবে না বলে বোঝা গেছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এ সময় সাকিবের কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানান লিপু। ডিপিএলে সাকিবের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব সুপার লিগে উঠেছে। সাকিবকে নিয়ে সংবাদমাধ্যমকে লিপু বলেন, ‘তার (সাকিব) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের ফল হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে। বাংলাদেশে এলে ডিপিএলে এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চান, তিনি যেভাবে চান। তারপরে আমরা অবশ্যই চাইব, যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষের দিকে খেলার সুযোগ তিনি পান।’
চট্টগ্রামে ৩ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আইপিএলে ব্যস্ত থাকা মোস্তাফিজ ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন। দেশে ফিরবেন ২ মে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিজের না খেলার সম্ভাবনা বেশি দেখছেন লিপু। বিসিবি নির্বাচক বলেন, ‘আমার ধারণা প্রথম ম্যাচে তিনি থাকবেন না। তিনি আসবেন তারপর আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। তারপরে বোঝার চেষ্টা করব।’
বিসিবির দেওয়া ১৭ সদস্যের প্রাথমিক দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আছেন দলের নিয়মিত মুখ। এই দলে আছেন কখনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা তানজিদ হাসান তামিম। ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে। ৫৮৫ রান করে ডিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন ইমন। লম্বা সময় পর ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২০২৩ বিশ্বকাপের পর ছয় মাসে বিপিএল, ডিপিএলে সাকিব খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটাই সাকিবের সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে টেস্টে করেন ৫১ রান, যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই ৩৬ রান করেছেন। বোলিংয়ে নেন ৪ উইকেট।
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে এখনো বাকি ১০ দিনের মতো। মূল দল এখনো না দিলেও ১৭ সদস্যের প্রাথমিক দল আজ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে নেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো দুই তারকা ক্রিকেটার।
জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে নেই সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে চট্টগ্রাম পর্বে পাওয়া যাবে না বলে বোঝা গেছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এ সময় সাকিবের কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানান লিপু। ডিপিএলে সাকিবের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব সুপার লিগে উঠেছে। সাকিবকে নিয়ে সংবাদমাধ্যমকে লিপু বলেন, ‘তার (সাকিব) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের ফল হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে। বাংলাদেশে এলে ডিপিএলে এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চান, তিনি যেভাবে চান। তারপরে আমরা অবশ্যই চাইব, যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষের দিকে খেলার সুযোগ তিনি পান।’
চট্টগ্রামে ৩ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। আইপিএলে ব্যস্ত থাকা মোস্তাফিজ ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন। দেশে ফিরবেন ২ মে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ফিজের না খেলার সম্ভাবনা বেশি দেখছেন লিপু। বিসিবি নির্বাচক বলেন, ‘আমার ধারণা প্রথম ম্যাচে তিনি থাকবেন না। তিনি আসবেন তারপর আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। তারপরে বোঝার চেষ্টা করব।’
বিসিবির দেওয়া ১৭ সদস্যের প্রাথমিক দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আছেন দলের নিয়মিত মুখ। এই দলে আছেন কখনোই আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা তানজিদ হাসান তামিম। ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দলে। ৫৮৫ রান করে ডিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন ইমন। লম্বা সময় পর ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
২০২৩ বিশ্বকাপের পর ছয় মাসে বিপিএল, ডিপিএলে সাকিব খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটাই সাকিবের সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে টেস্টে করেন ৫১ রান, যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই ৩৬ রান করেছেন। বোলিংয়ে নেন ৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫