ক্রীড়া ডেস্ক
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরেই গত বছর শিরোপা জেতে রংপুর রাইডার্স। দলটি এবার নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। এবারও রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স জিএসএলের জন্য গত রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সোহানের নেতৃত্বাধীন দলে আছেন দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। সৌম্য গতবার রংপুরকে চ্যাম্পিয়ন করাতে অসাধারণ অবদান রেখেছিলেন। ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা—দুটি পুরস্কারই জিতেছিলেন তিনি। ৫ ম্যাচে ২ ফিফটিতে ১৮৮ রান করেছিলেন সৌম্য। তবে এই দলে জায়গা হয়নি শেখ মেহেদী হাসানের। জিএসএলের প্রথম আসরে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
মেহেদীকে জিএসএলের দলে না রাখার কারণ হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। কারণ, ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএল। অন্যদিকে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিন টি-টোয়েন্টি। সেক্ষেত্রে সৌম্য রংপুর দলে থাকলেও জিএসএল বাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে। সূত্রে জানা গেছে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের কারণে রংপুরের দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
সোহানের নেতৃত্বাধীন রংপুরে জিএসএলে দেশিদের মধ্যে আরও আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। ২০২৪-২৫ বিপিএলে অঙ্কন, রাব্বি টি-টোয়েন্টির চাহিদাসম্পন্ন ইনিংস খেলেছিলেন। রাকিবুল হাসান বাঁহাতের ঘূর্ণিতে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন।
২০২৫ জিএসএলে রংপুরে সাত বিদেশির মধ্যে তিন বিদেশিই পাকিস্তানের। সেই তিন পাকিস্তানি হলেন ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ ও খাজা নাফে। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান আছেন সুপার লিগের দলে। ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি ও যুক্তরাষ্ট্র থেকে হারমিত সিং আছেন রংপুরের দলে।
তিন পাকিস্তানি রংপুরের জিএসএল শিরোপা ধরে রাখার মিশনে থাকলেও অলরাউন্ডার খুশদিল শাহর জায়গা হয়নি। ২০২৪-২৫ বিপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ে রংপুরকে অনেক ম্যাচ জিতিয়েছিলেন। পাশাপাশি তাঁর বাঁ হাতের ঘূর্ণিজাদু তো ছিলই। সবশেষ বিপিএলে ইফতিখার আহমেদ, আকিফ জাভেদও খেলেছিলেন রংপুরের হয়ে। খাজার দল ছিল চিটাগং কিংস।
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুরের দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাইল মায়ার্স, তাবরেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরেই গত বছর শিরোপা জেতে রংপুর রাইডার্স। দলটি এবার নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। এবারও রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স জিএসএলের জন্য গত রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সোহানের নেতৃত্বাধীন দলে আছেন দুই বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। সৌম্য গতবার রংপুরকে চ্যাম্পিয়ন করাতে অসাধারণ অবদান রেখেছিলেন। ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা—দুটি পুরস্কারই জিতেছিলেন তিনি। ৫ ম্যাচে ২ ফিফটিতে ১৮৮ রান করেছিলেন সৌম্য। তবে এই দলে জায়গা হয়নি শেখ মেহেদী হাসানের। জিএসএলের প্রথম আসরে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
মেহেদীকে জিএসএলের দলে না রাখার কারণ হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। কারণ, ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে জিএসএল। অন্যদিকে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিন টি-টোয়েন্টি। সেক্ষেত্রে সৌম্য রংপুর দলে থাকলেও জিএসএল বাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে। সূত্রে জানা গেছে, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের কারণে রংপুরের দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
সোহানের নেতৃত্বাধীন রংপুরে জিএসএলে দেশিদের মধ্যে আরও আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। ২০২৪-২৫ বিপিএলে অঙ্কন, রাব্বি টি-টোয়েন্টির চাহিদাসম্পন্ন ইনিংস খেলেছিলেন। রাকিবুল হাসান বাঁহাতের ঘূর্ণিতে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন।
২০২৫ জিএসএলে রংপুরে সাত বিদেশির মধ্যে তিন বিদেশিই পাকিস্তানের। সেই তিন পাকিস্তানি হলেন ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ ও খাজা নাফে। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান আছেন সুপার লিগের দলে। ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি ও যুক্তরাষ্ট্র থেকে হারমিত সিং আছেন রংপুরের দলে।
তিন পাকিস্তানি রংপুরের জিএসএল শিরোপা ধরে রাখার মিশনে থাকলেও অলরাউন্ডার খুশদিল শাহর জায়গা হয়নি। ২০২৪-২৫ বিপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ে রংপুরকে অনেক ম্যাচ জিতিয়েছিলেন। পাশাপাশি তাঁর বাঁ হাতের ঘূর্ণিজাদু তো ছিলই। সবশেষ বিপিএলে ইফতিখার আহমেদ, আকিফ জাভেদও খেলেছিলেন রংপুরের হয়ে। খাজার দল ছিল চিটাগং কিংস।
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুরের দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাইল মায়ার্স, তাবরেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে