কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে চলছে অস্থিতিশীল পরিস্থিতি। দেশের মানুষের অস্থির সময়ে কানাডায় ‘দারুণ সময়’ কাটছে সাকিব আল হাসানের। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির এমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব এখন অবস্থান করছেন কানাডায়। টরন্টোতে স্ত্রী-সন্তানদের নিয়ে আজ সাফারি পার্কে ঘুরতে গেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভ্রমণের একাধিক ছবি পোস্ট করেছেন শিশির। দেখা যাচ্ছে, সাকিব তাঁর ছেলেকে নিয়ে চালকের আসনে বসে ছবির জন্য পোজ দিচ্ছেন। সাকিবের স্ত্রী ক্যাপশন দিয়েছেন, ‘টরন্টোতে দারুণ দিন কেটেছে।’ স্টোরিতে জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রাণীর ছবিও রয়েছে।
সাকিব ভিন্ন টাইম জোন কিংবা ভিন্ন স্থানে থাকতে পারেন। সেখানে তিনি মনোরম পরিবেশে সময় কাটাতেই পারেন। কিন্তু এখন এ ধরনের ছবি প্রকাশের সঠিক সময় কি না, সে প্রশ্ন নেটিজেনদের। বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে এখনো সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া না জানানোয় বেশ সমালোচিত হয়েছেন তিনি।
বাংলাদেশ ছাড়িয়ে সুদূর প্রবাসেও ছড়িয়ে পড়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ঢেউ। তিনদিন আগে এ নিয়ে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে বাগবিতণ্ডাও হয়েছে সাকিবের। ব্রাম্পটনে গত মঙ্গলবার রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে সাকিবের কাছে প্রবাসী এক বাংলাদেশি জানতে চেয়েছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কেন তিনি (সাকিব) নীরব? উল্টো খেপে গিয়ে সেই ভক্তের কাছে বাংলাদেশ অলরাউন্ডার জানতে চান, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
বাংলা টাইগার্সে সাকিবের সঙ্গে খেলছেন শরীফুল ইসলাম। এই পেসার ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি প্রোফাইল পিকচারে নিজের ছবিও লাল করেছেন। শরীফুল, তাওহীদ হৃদয়সহ সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল সামাজিক ধ্যমে বার্তা দিয়েছেন। তবে সাকিবের মতো দেশে চলমান আন্দোলন নিয়ে এখনো নীরব বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেয়ালে তাঁর গ্রাফিতি এঁকে পরশু বুয়েটের শিক্ষার্থীরা যে উপহাস করেছেন, সেটিও হয়েছে ভাইরাল।
কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশে চলছে অস্থিতিশীল পরিস্থিতি। দেশের মানুষের অস্থির সময়ে কানাডায় ‘দারুণ সময়’ কাটছে সাকিব আল হাসানের। সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির এমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব এখন অবস্থান করছেন কানাডায়। টরন্টোতে স্ত্রী-সন্তানদের নিয়ে আজ সাফারি পার্কে ঘুরতে গেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভ্রমণের একাধিক ছবি পোস্ট করেছেন শিশির। দেখা যাচ্ছে, সাকিব তাঁর ছেলেকে নিয়ে চালকের আসনে বসে ছবির জন্য পোজ দিচ্ছেন। সাকিবের স্ত্রী ক্যাপশন দিয়েছেন, ‘টরন্টোতে দারুণ দিন কেটেছে।’ স্টোরিতে জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রাণীর ছবিও রয়েছে।
সাকিব ভিন্ন টাইম জোন কিংবা ভিন্ন স্থানে থাকতে পারেন। সেখানে তিনি মনোরম পরিবেশে সময় কাটাতেই পারেন। কিন্তু এখন এ ধরনের ছবি প্রকাশের সঠিক সময় কি না, সে প্রশ্ন নেটিজেনদের। বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে এখনো সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া না জানানোয় বেশ সমালোচিত হয়েছেন তিনি।
বাংলাদেশ ছাড়িয়ে সুদূর প্রবাসেও ছড়িয়ে পড়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ঢেউ। তিনদিন আগে এ নিয়ে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে বাগবিতণ্ডাও হয়েছে সাকিবের। ব্রাম্পটনে গত মঙ্গলবার রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে সাকিবের কাছে প্রবাসী এক বাংলাদেশি জানতে চেয়েছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কেন তিনি (সাকিব) নীরব? উল্টো খেপে গিয়ে সেই ভক্তের কাছে বাংলাদেশ অলরাউন্ডার জানতে চান, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
বাংলা টাইগার্সে সাকিবের সঙ্গে খেলছেন শরীফুল ইসলাম। এই পেসার ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি প্রোফাইল পিকচারে নিজের ছবিও লাল করেছেন। শরীফুল, তাওহীদ হৃদয়সহ সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল সামাজিক ধ্যমে বার্তা দিয়েছেন। তবে সাকিবের মতো দেশে চলমান আন্দোলন নিয়ে এখনো নীরব বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেয়ালে তাঁর গ্রাফিতি এঁকে পরশু বুয়েটের শিক্ষার্থীরা যে উপহাস করেছেন, সেটিও হয়েছে ভাইরাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫