নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই সহজ জয় পেলেও বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লিটন দাস–মোসাদ্দেক হোসেনদের পারফরম্যান্স। অভিজ্ঞদের কাঁধে ভর করেই আসলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশে। দুই ম্যাচেরই নায়ক মুশফিকুর রহিম দলের তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়া শিখতে বলেছেন।
সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ। লিটন-মোসাদ্দেক-আফিফদেরও এভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান মুশফিকের। এটি না হলে অভিজ্ঞদের ওপর চাপ বেশি পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান।
কাল ম্যাচশেষে মুশফিক বলেছেন, ‘ওদের জন্য ভালো সুযোগ ছিল। ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু হিসাবি হলে আরও ভালো করবে। এসব উইকেটে আরেকটু হিসেব করেই খেলতে হবে। কখন কম ঝুঁকি নিয়ে খেলবে, কখন বেশি—এটা নিজেকেও বুঝতে হবে। আশা করি তারা সময়ের সঙ্গে আরও পরিণত হবে। খুবই খুশি হবে যদি ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিতে পারে। না হলে দেখা যাবে সব চাপ আমাদের (অভিজ্ঞদের) ওপর চলে আসছে। তখন আসলে কঠিন হয়ে যাবে।’
মুশফিক আশাবাদী, দ্রুত চাপ নেওয়ার কাজটা রপ্ত করে ফেলবেন লিটনেরা, ‘আমি মনে করি ওরা দ্রুতই অবদান রাখা শুরু করবে। আর সেটা হলে আমরা বিশেষ করে ওয়ানডেতে আরও ভালো দল হয়ে যাব।’
ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই সহজ জয় পেলেও বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লিটন দাস–মোসাদ্দেক হোসেনদের পারফরম্যান্স। অভিজ্ঞদের কাঁধে ভর করেই আসলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশে। দুই ম্যাচেরই নায়ক মুশফিকুর রহিম দলের তরুণ ক্রিকেটারদের দ্রুত দায়িত্ব নেওয়া শিখতে বলেছেন।
সিরিজের দুই ম্যাচেই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ। লিটন-মোসাদ্দেক-আফিফদেরও এভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান মুশফিকের। এটি না হলে অভিজ্ঞদের ওপর চাপ বেশি পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান।
কাল ম্যাচশেষে মুশফিক বলেছেন, ‘ওদের জন্য ভালো সুযোগ ছিল। ওরা চেষ্টা করেছে। কিন্তু ওরা আরেকটু হিসাবি হলে আরও ভালো করবে। এসব উইকেটে আরেকটু হিসেব করেই খেলতে হবে। কখন কম ঝুঁকি নিয়ে খেলবে, কখন বেশি—এটা নিজেকেও বুঝতে হবে। আশা করি তারা সময়ের সঙ্গে আরও পরিণত হবে। খুবই খুশি হবে যদি ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা নিতে পারে। না হলে দেখা যাবে সব চাপ আমাদের (অভিজ্ঞদের) ওপর চলে আসছে। তখন আসলে কঠিন হয়ে যাবে।’
মুশফিক আশাবাদী, দ্রুত চাপ নেওয়ার কাজটা রপ্ত করে ফেলবেন লিটনেরা, ‘আমি মনে করি ওরা দ্রুতই অবদান রাখা শুরু করবে। আর সেটা হলে আমরা বিশেষ করে ওয়ানডেতে আরও ভালো দল হয়ে যাব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫