দাসুন শানাকার ব্যাট যেন ছুটছিল তরবারির মতো। গল টাইটানসের অধিনায়ক শেষের দিকে ঝড় তুলেছেন। অধিনায়কের শেষের দিকের ঝোড়ো ব্যাটিংয়ে গল ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় তাদের। চতুর্থ ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপাল্লেকে বোল্ড করেন শাহনওয়াজ দাহানি। এরপর উইকেটে আসেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন রাজাপক্ষে ও ওপেনার শেভন দানিয়েল। ২৬ বলে ৩৩ রান করা দানিয়েলকে এলবিডব্লু করে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাজাপক্ষে। ৩৪ বলে ৪৮ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ে গল টাইটানসের স্কোর ১২.২ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান। ১৪ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিব যখন বিদায় নেন, ১৭. ৩ ওভারে গলের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। লাহিরু সামারাকুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শানাকা। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৮১ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে ডাম্বুলা। ১.১ ওভারে ১ উইকেটে ২ রান করেছে ডাম্বুলা।
দাসুন শানাকার ব্যাট যেন ছুটছিল তরবারির মতো। গল টাইটানসের অধিনায়ক শেষের দিকে ঝড় তুলেছেন। অধিনায়কের শেষের দিকের ঝোড়ো ব্যাটিংয়ে গল ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় তাদের। চতুর্থ ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপাল্লেকে বোল্ড করেন শাহনওয়াজ দাহানি। এরপর উইকেটে আসেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন রাজাপক্ষে ও ওপেনার শেভন দানিয়েল। ২৬ বলে ৩৩ রান করা দানিয়েলকে এলবিডব্লু করে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাজাপক্ষে। ৩৪ বলে ৪৮ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ে গল টাইটানসের স্কোর ১২.২ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান। ১৪ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিব যখন বিদায় নেন, ১৭. ৩ ওভারে গলের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। লাহিরু সামারাকুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শানাকা। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৮১ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে ডাম্বুলা। ১.১ ওভারে ১ উইকেটে ২ রান করেছে ডাম্বুলা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫