বাজেভাবে হেরে ২০২৩ এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বাজে হারে মূলত ব্যাটারদেরই দুষছেন সাকিব আল হাসান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটিতে। এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন শান্ত-মুশফিকুর রহিম। তবে মুশফিকের বিদায়েই মূলত ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয তুলে নেয় শ্রীলঙ্কা। সাকিবের মতে, স্কোর কমপক্ষে ২০০ ছাড়ানো উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। এটা ৩০০ রানের উইকেট ছিল না। তবে আমাদের ২২০-২৩০ রান করতে হতো।’
এবারের এশিয়া কাপে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে ছিটকে গেছেন লিটন দাস। অভিজ্ঞ দুই ওপেনারের অনুপস্থিতিতে আজ ওপেনিং করেছেন নাঈম শেখ ও তানজিদ তামিম। যার মধ্যে তানজিদের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাক মেরেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেলেন নতুন তামিম। শান্ত, হৃদয়, মুশফিক, নাঈম-এই চার ব্যাটারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন সাকিব, ‘আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়েও আমরা ভালো কিছু করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’
বাজেভাবে হেরে ২০২৩ এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কোনোটিতেই লঙ্কানদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বাজে হারে মূলত ব্যাটারদেরই দুষছেন সাকিব আল হাসান।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়ের ৫৯ রানের জুটিতে। এরপর পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন শান্ত-মুশফিকুর রহিম। তবে মুশফিকের বিদায়েই মূলত ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। রান তাড়া করতে নেমে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয তুলে নেয় শ্রীলঙ্কা। সাকিবের মতে, স্কোর কমপক্ষে ২০০ ছাড়ানো উচিত ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ। এটা ৩০০ রানের উইকেট ছিল না। তবে আমাদের ২২০-২৩০ রান করতে হতো।’
এবারের এশিয়া কাপে আগে থেকেই ছিলেন না তামিম ইকবাল। শেষ মুহূর্তে এসে ছিটকে গেছেন লিটন দাস। অভিজ্ঞ দুই ওপেনারের অনুপস্থিতিতে আজ ওপেনিং করেছেন নাঈম শেখ ও তানজিদ তামিম। যার মধ্যে তানজিদের অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ডাক মেরেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেলেন নতুন তামিম। শান্ত, হৃদয়, মুশফিক, নাঈম-এই চার ব্যাটারই শুধু দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিংয়ে আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল বলে মনে করেন সাকিব, ‘আরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়েও আমরা ভালো কিছু করতে পারিনি। সামনে আমাদের বড় ম্যাচ আসছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫