মাউন্ট মঙ্গানুইতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই বাংলাদেশ করত আরেক ইতিহাস। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতত বাংলাদেশ। তবে বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। তাতে বাড়ল বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা।
নেপিয়ারের মতো আজ মাউন্ট মঙ্গানুইতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই শরীফুল ইসলাম তুলে নিয়েছেন ওপেনার ফিন অ্যালেনের উইকেট। নিউজিল্যান্ডের ১.২ ওভারে ১ উইকেটে ৯ রান হওয়ার পর ঝোড়ো ব্যাটিং করেন আরেক ওপেনার টিম সাইফার্ট। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান করে নিউজিল্যান্ড। ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪০ রান করা সাইফার্টকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর রান তোলার গতি ধীর হয়ে যাওয়া কিউইদের স্কোর ১১ ওভার শেষে হয়েছে ২ উইকেট ৭২ রান। স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য শেষ সময় বলা হয়েছিল স্থানীয় সময় রাত ১০টা ২৮ মিনিট পর্যন্ত। তবে ৩৩ মিনিট আগে (স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ এখনো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। নিউজিল্যান্ডের কাছে এখন চ্যালেঞ্জ তিন ম্যাচে সিরিজে সমতা ফেরানো। পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছেন রিশাদ হোসেন। বৃষ্টি প্রসঙ্গে তাঁর কাছে জিজ্ঞেস করা হলে বাংলাদেশি লেগস্পিনার বলেন, ‘আমরা শুরুতে জেতার জন্য নেমেছিলাম। বৃষ্টি সৃষ্টিকর্তার ওপর, আমাদের কিছু করার নাই। আমি চেষ্টা করেছি, বাকি সব আপনারা দেখেছেন। কোনো কিছু নিয়ে আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ্। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফেরার।’
একই মাঠ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিততে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তৃতীয় টি-টোয়েন্টি প্রসঙ্গে রিশাদ বলেন, আমাদের সবার বিশ্বাস শতভাগ আছে। আপনারাও আমাদের ওপর বিশ্বাস রাখবেন।’
এবারের নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশ করেছে চক্রপূরণ। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। যার মধ্যে দুটি ‘প্রথম’ এই সফরেই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে, টি-টোয়েন্টি—সীমিত ওভারের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশ পেয়েছে এবারই।
মাউন্ট মঙ্গানুইতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই বাংলাদেশ করত আরেক ইতিহাস। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতত বাংলাদেশ। তবে বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি। তাতে বাড়ল বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা।
নেপিয়ারের মতো আজ মাউন্ট মঙ্গানুইতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই শরীফুল ইসলাম তুলে নিয়েছেন ওপেনার ফিন অ্যালেনের উইকেট। নিউজিল্যান্ডের ১.২ ওভারে ১ উইকেটে ৯ রান হওয়ার পর ঝোড়ো ব্যাটিং করেন আরেক ওপেনার টিম সাইফার্ট। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান করে নিউজিল্যান্ড। ২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪০ রান করা সাইফার্টকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর রান তোলার গতি ধীর হয়ে যাওয়া কিউইদের স্কোর ১১ ওভার শেষে হয়েছে ২ উইকেট ৭২ রান। স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য শেষ সময় বলা হয়েছিল স্থানীয় সময় রাত ১০টা ২৮ মিনিট পর্যন্ত। তবে ৩৩ মিনিট আগে (স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ এখনো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। নিউজিল্যান্ডের কাছে এখন চ্যালেঞ্জ তিন ম্যাচে সিরিজে সমতা ফেরানো। পরিত্যক্ত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছেন রিশাদ হোসেন। বৃষ্টি প্রসঙ্গে তাঁর কাছে জিজ্ঞেস করা হলে বাংলাদেশি লেগস্পিনার বলেন, ‘আমরা শুরুতে জেতার জন্য নেমেছিলাম। বৃষ্টি সৃষ্টিকর্তার ওপর, আমাদের কিছু করার নাই। আমি চেষ্টা করেছি, বাকি সব আপনারা দেখেছেন। কোনো কিছু নিয়ে আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ্। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফেরার।’
একই মাঠ মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিততে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তৃতীয় টি-টোয়েন্টি প্রসঙ্গে রিশাদ বলেন, আমাদের সবার বিশ্বাস শতভাগ আছে। আপনারাও আমাদের ওপর বিশ্বাস রাখবেন।’
এবারের নিউজিল্যান্ড সফরেই বাংলাদেশ করেছে চক্রপূরণ। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। যার মধ্যে দুটি ‘প্রথম’ এই সফরেই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদের (নিউজিল্যান্ড) বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে, টি-টোয়েন্টি—সীমিত ওভারের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশ পেয়েছে এবারই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫