নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
সকালে গা গরমের ফুটবল খেলতে গিয়ে মুখে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় মেহেদী হাসান মিরাজকে। যদিও সিটি স্ক্যানে খারাপ কিছু আসেনি। এরপর তাঁকে চোখের চিকিৎসকের কাছে পাঠানো হয়। সেখানের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল প্রথম ওয়ানডেতে নামার আগে আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মিরাজ আজ পর্যবেক্ষণে থাকবে। কাল সকালে তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। চোখের চিকিৎসক এই অবস্থা জানিয়েছে। বড় কিছু না, আশা করছি। চোখে রক্ত জমেছে। ভেতরে ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়া মানে খারাপ কিছু যে তা না। দুজন চিকিৎসক দেখেছেন, তাঁরা আজ পর্যন্ত দেখতে বলেছেন। এখন পর্যন্ত খেলবে কি খেলবে না কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। গত কদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম। যদিও আজ সকালে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। নেটে তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের বিপক্ষে বেশ সাবলীল খেলেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ব্যাটিংয়ের মাঝে এবং অনুশীলনের পরে চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কয়েকবার আলোচনা করতে দেখে গেছে তামিমকে। এই আলোচনার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে যান হাথুরুসিংহে।
তামিমের ফিটনেস নিয়ে এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তার (তামিম) স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, ফিটনেস নিয়ে নয়। আমার মনে হয়, তার ভাইরাস-জাতীয় কিছু সংক্রমণ হয়েছে। সে আজ ব্যাটিং ও ফিল্ডিং করবে। এরপর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব।’ গতকাল আয়ারল্যান্ড সিরিজের দল থেকেই ছিটকে গেছেন জাকির হাসান।
সকালে গা গরমের ফুটবল খেলতে গিয়ে মুখে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় মেহেদী হাসান মিরাজকে। যদিও সিটি স্ক্যানে খারাপ কিছু আসেনি। এরপর তাঁকে চোখের চিকিৎসকের কাছে পাঠানো হয়। সেখানের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল প্রথম ওয়ানডেতে নামার আগে আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মিরাজ আজ পর্যবেক্ষণে থাকবে। কাল সকালে তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। চোখের চিকিৎসক এই অবস্থা জানিয়েছে। বড় কিছু না, আশা করছি। চোখে রক্ত জমেছে। ভেতরে ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়া মানে খারাপ কিছু যে তা না। দুজন চিকিৎসক দেখেছেন, তাঁরা আজ পর্যন্ত দেখতে বলেছেন। এখন পর্যন্ত খেলবে কি খেলবে না কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। গত কদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম। যদিও আজ সকালে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। নেটে তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের বিপক্ষে বেশ সাবলীল খেলেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ব্যাটিংয়ের মাঝে এবং অনুশীলনের পরে চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কয়েকবার আলোচনা করতে দেখে গেছে তামিমকে। এই আলোচনার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে যান হাথুরুসিংহে।
তামিমের ফিটনেস নিয়ে এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তার (তামিম) স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, ফিটনেস নিয়ে নয়। আমার মনে হয়, তার ভাইরাস-জাতীয় কিছু সংক্রমণ হয়েছে। সে আজ ব্যাটিং ও ফিল্ডিং করবে। এরপর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব।’ গতকাল আয়ারল্যান্ড সিরিজের দল থেকেই ছিটকে গেছেন জাকির হাসান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫