নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল হঠাৎই একটা পোস্ট দিয়ে জিমি সিডন্স জানিয়েছেন, আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে থাকছেন না। জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এ ব্যাপারে গতকাল ব্যাখ্যা না দিলেও আজ প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিডন্সের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তাঁর সার্ভিস নেবে বিসিবি।
বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির সঙ্গে সিডন্সের যে চুক্তি, সেখানে তার যে কাজের ধরন, সেখানে বলা আছে বিসিবির ব্যাটিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। আমরা তার সার্ভিস বিভিন্ন পর্যায়ে নেব। আমরা যখন যেখানে অনুভব করব তার সার্ভিসটা আমাদের দরকার, সেখানে নেব।’
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা যোগ করেন ‘শুরুতে তাকে আমাদের জাতীয় দলের সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরবর্তীতে জিমিও (সিডন্স) আগ্রহ দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার। তার সঙ্গে কথাবার্তা ও সবকিছু থেকেই মূলত এটা হয়েছে।’
গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন সিডন্স। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এক বছরের কিছু বেশি সময় কাজ করার পর তিনি আর এ দায়িত্বে থাকছেন না।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সিডন্স লেখেন, ‘সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।’
অস্ট্রেলিয়ান কোচ পোস্টে আরও লেখেন, ‘আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশির ভাগ স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে উন্মুখ আছি আমি।’
সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এরপরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল হঠাৎই একটা পোস্ট দিয়ে জিমি সিডন্স জানিয়েছেন, আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে থাকছেন না। জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এ ব্যাপারে গতকাল ব্যাখ্যা না দিলেও আজ প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিডন্সের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তাঁর সার্ভিস নেবে বিসিবি।
বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির সঙ্গে সিডন্সের যে চুক্তি, সেখানে তার যে কাজের ধরন, সেখানে বলা আছে বিসিবির ব্যাটিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। আমরা তার সার্ভিস বিভিন্ন পর্যায়ে নেব। আমরা যখন যেখানে অনুভব করব তার সার্ভিসটা আমাদের দরকার, সেখানে নেব।’
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা যোগ করেন ‘শুরুতে তাকে আমাদের জাতীয় দলের সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরবর্তীতে জিমিও (সিডন্স) আগ্রহ দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার। তার সঙ্গে কথাবার্তা ও সবকিছু থেকেই মূলত এটা হয়েছে।’
গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন সিডন্স। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এক বছরের কিছু বেশি সময় কাজ করার পর তিনি আর এ দায়িত্বে থাকছেন না।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সিডন্স লেখেন, ‘সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।’
অস্ট্রেলিয়ান কোচ পোস্টে আরও লেখেন, ‘আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশির ভাগ স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে উন্মুখ আছি আমি।’
সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এরপরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫