নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংশয় ছিল আফগানিস্তানের কাছে প্রথমবার ধবলধোলাইয়ের। তবে শেষ ওয়ানডেতে আফগানদের আর সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। বোলারদের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক লিটন দাসের ফিফটিতে ৭ উইকেটের জয়ে সিরিজ শেষ করেছে স্বাগতিকেরা।
আফগানিস্তানের ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ওপেনিংয়ে বিপর্যয়। কোনো রান না করেই ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরেছেন মোহাম্মদ নাঈম। তিনে নামা নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টেকেননি। ফারুকির বলেই ১৫ বলে ১১ রান করে তিনি আউট হয়েছেন।
এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে জয়ের রাস্তাটা এগিয়ে নিয়েছেন লিটন দাস। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ৬১ রান। মোহাম্মদ নবীর বলে সাকিব আউট হলে এই জুটি ভাঙে। ৩৯ বলে ৫ চারে ৩৯ রান করেছেন সাকিব। তাওহীদ হৃদয়কে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন লিটন। অধিনায়ক ৫৩ ও হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। এদিন ইনিংসের শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন আফগান ব্যাটাররা। একপর্যায়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে আগের দুই ম্যাচে দাপট দেখানো আফগানরা।
প্রথম ৩ উইকেটের দুটিই তুলে নেন সিরিজে প্রথমবার খেলতে নামা পেসার শরীফুল ইসলাম। অন্য ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন তাসকিন আহমেদ। এরপর চাপ অব্যাহত রাখেন বাংলাদেশ বোলাররা। ৬৮ রানে ৭ উইকেট হারানো আফগানরা শেষ পর্যন্ত যে স্কোর ১০০ পার করেছে এর বড় কৃতিত্ব আজমতউল্লাহ ওমরজাইয়ের।
এক প্রান্তে নিঃসঙ্গ লড়াই চালিয়েছেন ওমরজাই। শেষ পর্যন্ত তাসকিনের বলে ৭১ বলে ৫৬ রানে থেমেছেন এই অলরাউন্ডার। আফগানদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরীফুল। ৯ ওভারে ২১ রান দিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল।
সংশয় ছিল আফগানিস্তানের কাছে প্রথমবার ধবলধোলাইয়ের। তবে শেষ ওয়ানডেতে আফগানদের আর সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। বোলারদের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক লিটন দাসের ফিফটিতে ৭ উইকেটের জয়ে সিরিজ শেষ করেছে স্বাগতিকেরা।
আফগানিস্তানের ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ওপেনিংয়ে বিপর্যয়। কোনো রান না করেই ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরেছেন মোহাম্মদ নাঈম। তিনে নামা নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টেকেননি। ফারুকির বলেই ১৫ বলে ১১ রান করে তিনি আউট হয়েছেন।
এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে জয়ের রাস্তাটা এগিয়ে নিয়েছেন লিটন দাস। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ৬১ রান। মোহাম্মদ নবীর বলে সাকিব আউট হলে এই জুটি ভাঙে। ৩৯ বলে ৫ চারে ৩৯ রান করেছেন সাকিব। তাওহীদ হৃদয়কে নিয়ে জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন লিটন। অধিনায়ক ৫৩ ও হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। এদিন ইনিংসের শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন আফগান ব্যাটাররা। একপর্যায়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে আগের দুই ম্যাচে দাপট দেখানো আফগানরা।
প্রথম ৩ উইকেটের দুটিই তুলে নেন সিরিজে প্রথমবার খেলতে নামা পেসার শরীফুল ইসলাম। অন্য ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন তাসকিন আহমেদ। এরপর চাপ অব্যাহত রাখেন বাংলাদেশ বোলাররা। ৬৮ রানে ৭ উইকেট হারানো আফগানরা শেষ পর্যন্ত যে স্কোর ১০০ পার করেছে এর বড় কৃতিত্ব আজমতউল্লাহ ওমরজাইয়ের।
এক প্রান্তে নিঃসঙ্গ লড়াই চালিয়েছেন ওমরজাই। শেষ পর্যন্ত তাসকিনের বলে ৭১ বলে ৫৬ রানে থেমেছেন এই অলরাউন্ডার। আফগানদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরীফুল। ৯ ওভারে ২১ রান দিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে