ক্রীড়া ডেস্ক
রংপুরের এনামুল হকের বলে তামিম ইকবালের বোল্ড হওয়ার ছবি গতকালই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। তামিমকে নিয়ে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। তবে তারকাদের কাছে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা ভালোই জানা। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ ছুঁয়েছেন নতুন এক মাইলফলক।
জাতীয় লিগ টি-টোয়েন্টিতে (এনসিএল) রংপুরের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তামিমের চট্টগ্রাম। ২৪ ঘণ্টা না পেরোতেই সিলেট একাডেমি মাঠে আজ আবার নেমেছে চট্টগ্রাম। তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে সিলেটকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিল চট্টগ্রাম।
সিলেট একাডেমি মাঠে বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল সিলেট-চট্টগ্রাম ম্যাচ। কিন্তু ঘন কুয়াশা ও আউটফিল্ড ভেজা থাকায় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। দেরিতে শুরুর কারণে ৫ ওভার কমিয়ে ম্যাচের দৈর্ঘ্য ১৫ ওভারে নামিয়ে আনা হয়। ১৫ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তামিম। ২৭ বলে ফিফটি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে পঞ্চাশতম ফিফটি করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তামিম।
চট্টগ্রামের ইনিংসে আজ সর্বোচ্চ ৬৫ রান এসেছে তামিমের ব্যাটে। ৩৩ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন মাহমুদুল হাসান জয়। ১৭ বলে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। শেষ পর্যন্ত ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে চট্টগ্রাম। সিলেটের খালেদ আহমেদ নিয়েছেন ৪ উইকেট। ৩ ওভার বোলিং করে খরচ করেন ১৯ রান।
১৪৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। ১.৩ ওভারে ৩ উইকেটে ১৪ রানে পরিণত হয় দলটি। ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ওপেনার জিসান আলম আজ শূন্য রানে বিদায় নিয়েছেন। অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিব-এই দুই ব্যাটারও ডাক মেরেছেন।
ওপেনার তৌফিক হাসান তুষার একপ্রান্তে থেকে বেধড়ক পেটালেও সতীর্থরা তাঁকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। চতুর্থ উইকেটে ওয়াসিফ আকবর ও তুষারের ৭৯ রানের জুটিটাই ম্যাচে সিলেটের সর্বোচ্চ রানের জুটি। ৪০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দলটি ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। বলার মতো ইনিংস খেলতে পেরেছেন তুষার। ৩৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ৭৬ রান। চট্টগ্রামের হাসান মুরাদ, নাঈম হাসান নিয়েছেন ৩টি করে উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তামিম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সকালে খুলনা-বরিশাল ম্যাচটি হয়েছে লো-স্কোরিং থ্রিলার। ক্যাচ মিস হয়েছে মুড়ি-মুড়কির মতো।এই ম্যাচে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে খুলনা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে খুলনা করেছে ১৩০ রান। জয়ের লক্ষ্যে নেমে বরিশালও হারিয়েছে ৯ উইকেট। তারা পুরো ২০ ওভার ব্যাটিং করে ১২৯ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে। ম্যাচসেরা হয়েছেন খুলনার মেহেদী হাসান রানা। ৪ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন রানা।
রংপুরের এনামুল হকের বলে তামিম ইকবালের বোল্ড হওয়ার ছবি গতকালই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। তামিমকে নিয়ে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। তবে তারকাদের কাছে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা ভালোই জানা। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ ছুঁয়েছেন নতুন এক মাইলফলক।
জাতীয় লিগ টি-টোয়েন্টিতে (এনসিএল) রংপুরের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তামিমের চট্টগ্রাম। ২৪ ঘণ্টা না পেরোতেই সিলেট একাডেমি মাঠে আজ আবার নেমেছে চট্টগ্রাম। তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে সিলেটকে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিল চট্টগ্রাম।
সিলেট একাডেমি মাঠে বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল সিলেট-চট্টগ্রাম ম্যাচ। কিন্তু ঘন কুয়াশা ও আউটফিল্ড ভেজা থাকায় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। দেরিতে শুরুর কারণে ৫ ওভার কমিয়ে ম্যাচের দৈর্ঘ্য ১৫ ওভারে নামিয়ে আনা হয়। ১৫ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তামিম। ২৭ বলে ফিফটি করে স্বীকৃত টি-টোয়েন্টিতে পঞ্চাশতম ফিফটি করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তামিম।
চট্টগ্রামের ইনিংসে আজ সর্বোচ্চ ৬৫ রান এসেছে তামিমের ব্যাটে। ৩৩ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন মাহমুদুল হাসান জয়। ১৭ বলে মেরেছেন ৩ চার ও ২ ছক্কা। শেষ পর্যন্ত ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে চট্টগ্রাম। সিলেটের খালেদ আহমেদ নিয়েছেন ৪ উইকেট। ৩ ওভার বোলিং করে খরচ করেন ১৯ রান।
১৪৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। ১.৩ ওভারে ৩ উইকেটে ১৪ রানে পরিণত হয় দলটি। ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ওপেনার জিসান আলম আজ শূন্য রানে বিদায় নিয়েছেন। অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিব-এই দুই ব্যাটারও ডাক মেরেছেন।
ওপেনার তৌফিক হাসান তুষার একপ্রান্তে থেকে বেধড়ক পেটালেও সতীর্থরা তাঁকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। চতুর্থ উইকেটে ওয়াসিফ আকবর ও তুষারের ৭৯ রানের জুটিটাই ম্যাচে সিলেটের সর্বোচ্চ রানের জুটি। ৪০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দলটি ১৪.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। বলার মতো ইনিংস খেলতে পেরেছেন তুষার। ৩৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ৭৬ রান। চট্টগ্রামের হাসান মুরাদ, নাঈম হাসান নিয়েছেন ৩টি করে উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তামিম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সকালে খুলনা-বরিশাল ম্যাচটি হয়েছে লো-স্কোরিং থ্রিলার। ক্যাচ মিস হয়েছে মুড়ি-মুড়কির মতো।এই ম্যাচে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে খুলনা। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে খুলনা করেছে ১৩০ রান। জয়ের লক্ষ্যে নেমে বরিশালও হারিয়েছে ৯ উইকেট। তারা পুরো ২০ ওভার ব্যাটিং করে ১২৯ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছে। ম্যাচসেরা হয়েছেন খুলনার মেহেদী হাসান রানা। ৪ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন রানা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫