কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স ছিল না সাকিব আল হাসানের। ব্যর্থতার ছাপ বজায় থাকল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনোটিতেই জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ টেক্সাস সুপার কিংসের বিপক্ষে শুরু হয় নাইট রাইডার্সের মিশন। শুরুর ম্যাচে জ্বলে উঠতে পারেননি অলরাউন্ডার সাকিব। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ৩ চারে ১৮ রান করেছেন। বোলিংয়ে উইকেট পেলেও ছিলেন খুবই খরুচে। ৩ ওভারে ৩২ রান খরচ করে নেন ১ উইকেট।
সাকিব ব্যর্থ হলেও তাঁর দল লস অ্যাঞ্জেলেস পেয়েছে ১২ রানের জয়। ১৬৩ রানের লক্ষ্যে নেমে ৮.৪ ওভারে ১ উইকেটে ৬৪ রানে পৌঁছে যায় টেক্সাস সুপার কিংস। নবম ওভারের পঞ্চম বলে অ্যারন হার্ডিকে ফেরান সাকিব। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও হার্ডির ২৬ বলে ৩৪ রানের জুটি। হার্ডি কাট শট খেলতে গিয়ে লস অ্যাঞ্জেলেস উইকেটরক্ষক উন্মুক্ত চাঁদের তালুবন্দী হয়েছেন।
তৃতীয় উইকেটে কনওয়ে ও জশুয়া ট্রম্প গড়েন ২৭ বলে ৩৮ রানের জুটি। ১৪তম ওভারের দ্বিতীয় বলে কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন আলি খান। ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন কনওয়ে। এর পরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে টেক্সাসের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানে আটকে যায় তারা। ম্যাচ-সেরা হয়েছেন লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান। ৪ ওভারে ৩৩ রানে নেন ৪ উইকেট।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাাটিংয়ের আমন্ত্রণ পেয়ে লস অ্যাঞ্জেলেস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৬২ রান। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ। ৪৫ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। মার্কাস স্টয়নিস, হার্ডি, জিয়া-উল-হক—টেক্সাসের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়েছেন।
কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স ছিল না সাকিব আল হাসানের। ব্যর্থতার ছাপ বজায় থাকল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ব্যাটিং-বোলিং কোনোটিতেই জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ টেক্সাস সুপার কিংসের বিপক্ষে শুরু হয় নাইট রাইডার্সের মিশন। শুরুর ম্যাচে জ্বলে উঠতে পারেননি অলরাউন্ডার সাকিব। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ১৩ বলে ৩ চারে ১৮ রান করেছেন। বোলিংয়ে উইকেট পেলেও ছিলেন খুবই খরুচে। ৩ ওভারে ৩২ রান খরচ করে নেন ১ উইকেট।
সাকিব ব্যর্থ হলেও তাঁর দল লস অ্যাঞ্জেলেস পেয়েছে ১২ রানের জয়। ১৬৩ রানের লক্ষ্যে নেমে ৮.৪ ওভারে ১ উইকেটে ৬৪ রানে পৌঁছে যায় টেক্সাস সুপার কিংস। নবম ওভারের পঞ্চম বলে অ্যারন হার্ডিকে ফেরান সাকিব। তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও হার্ডির ২৬ বলে ৩৪ রানের জুটি। হার্ডি কাট শট খেলতে গিয়ে লস অ্যাঞ্জেলেস উইকেটরক্ষক উন্মুক্ত চাঁদের তালুবন্দী হয়েছেন।
তৃতীয় উইকেটে কনওয়ে ও জশুয়া ট্রম্প গড়েন ২৭ বলে ৩৮ রানের জুটি। ১৪তম ওভারের দ্বিতীয় বলে কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙেন আলি খান। ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন কনওয়ে। এর পরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে টেক্সাসের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রানে আটকে যায় তারা। ম্যাচ-সেরা হয়েছেন লস অ্যাঞ্জেলেসের পেসার আলি খান। ৪ ওভারে ৩৩ রানে নেন ৪ উইকেট।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাাটিংয়ের আমন্ত্রণ পেয়ে লস অ্যাঞ্জেলেস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৬২ রান। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন চাঁদ। ৪৫ বলের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। মার্কাস স্টয়নিস, হার্ডি, জিয়া-উল-হক—টেক্সাসের এই তিন বোলার দুটি করে উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫