প্রতিযোগিতামূলক ক্রিকেটে রবিন জেমস দাস যে কখনো সেঞ্চুরি পাননি, তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে তিনি সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার এবার পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডে চলমান ওয়ানডে কাপে তাঁর দল অনেক দিন পর পেল জয়।
রবিন ওয়ানডে কাপে খেলছেন এসেক্সের হয়ে। ট্রেন্ট ব্রিজে গত রাতে তিনি খেলেছেন নটিংহামশায়ারের বিপক্ষে। ২১৯ রান তাড়া করতে নেমে ৫.১ ওভারে ২ উইকেটে ২৯ রান হয়ে যায় এসেক্সের। ওপেনিংয়ে নামা রবিন এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন। তৃতীয় উইকেট জুটিতে নোহা থেইনের সঙ্গে ২২৮ বলে ১৮৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন রবিন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি রবিন পূর্ণ করার পাশাপাশি এসেক্স পেয়ে যায় ৭ উইকেটের জয়। ১১৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার। ৩৯ বল হাতে রেখে এই জয়ে চার ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল এসেক্স।
৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার সাতে এসেক্স। রবিনদের জয়ে নটিংহামশায়ারের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা সঙ্কুচিত হয়েছে। ৭ ম্যাচে নটিংহামশায়ারের পয়েন্ট এখন ৬, তাদের নেট রানরেট +০.৪৫৫। তাদের একমাত্র ম্যাচ পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ওয়ারউইকশায়ারের বিপক্ষে। রাগবি স্কুল গ্রাউন্ডে পরশু মুখোমুখি হবে নটিংহামশায়ার-ওয়ারউইকশায়ার। একই দিনে ব্রিস্টলে লেস্টারশায়ার খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে রয়েছে লেস্টারশায়ার ও গ্লুচেস্টারশায়ার।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। ২০১৮ সালে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে রবিন জেমস দাস যে কখনো সেঞ্চুরি পাননি, তা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এরই মধ্যে তিনি সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার এবার পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডে চলমান ওয়ানডে কাপে তাঁর দল অনেক দিন পর পেল জয়।
রবিন ওয়ানডে কাপে খেলছেন এসেক্সের হয়ে। ট্রেন্ট ব্রিজে গত রাতে তিনি খেলেছেন নটিংহামশায়ারের বিপক্ষে। ২১৯ রান তাড়া করতে নেমে ৫.১ ওভারে ২ উইকেটে ২৯ রান হয়ে যায় এসেক্সের। ওপেনিংয়ে নামা রবিন এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছেন। তৃতীয় উইকেট জুটিতে নোহা থেইনের সঙ্গে ২২৮ বলে ১৮৫ রানের জুটি গড়তে অবদান রেখেছেন রবিন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি রবিন পূর্ণ করার পাশাপাশি এসেক্স পেয়ে যায় ৭ উইকেটের জয়। ১১৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার। ৩৯ বল হাতে রেখে এই জয়ে চার ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল এসেক্স।
৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার সাতে এসেক্স। রবিনদের জয়ে নটিংহামশায়ারের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা সঙ্কুচিত হয়েছে। ৭ ম্যাচে নটিংহামশায়ারের পয়েন্ট এখন ৬, তাদের নেট রানরেট +০.৪৫৫। তাদের একমাত্র ম্যাচ পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ওয়ারউইকশায়ারের বিপক্ষে। রাগবি স্কুল গ্রাউন্ডে পরশু মুখোমুখি হবে নটিংহামশায়ার-ওয়ারউইকশায়ার। একই দিনে ব্রিস্টলে লেস্টারশায়ার খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে রয়েছে লেস্টারশায়ার ও গ্লুচেস্টারশায়ার।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। ২০১৮ সালে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫