শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ম্যাচ হারের জন্য বাজে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ছয় ওভারে ২ উইকেটে করেছিল ৪৮ রান, যার মধ্যে ছিল ১০ চার। তবে শুরুর এই ধারাবাহিকতা বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি। এমনকি পরের ১৪ ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেননি জ্যোতি-স্বর্ণা আকতাররা। ৩৪ বলে ২৮ রান করেন জ্যোতি। আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ করে ৮ উইকেটে ১২৬ রান।
পাওয়ারপ্লের ব্যাটিং পরবর্তীতে ধরে রাখতে না পারার আক্ষেপ জ্যোতির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, পাওয়ারপ্লেতে আমাদের ব্যাটিং ভালো ছিল। কিন্তু ছয় ওভারের পর আমরা কোনো বাউন্ডারি মারতে পারিনি। এটাই আমাদের ভুগিয়েছে। শেষ পাঁচ ওভারে ১৫-২০ রান কম হয়েছে এবং অনেক উইকেট হারিয়েছি।’
১২৭ রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার শুরুটা ছিল নড়বড়ে। ২৫ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। যেখানে তিনটা উইকেটই নিয়েছেন মারুফা আকতার। মারুফার প্রশংসা করে জ্যোতি বলেন, ‘মারুফা আজ দারুণ বোলিং করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সে মাত্র এল এবং দেখিয়ে দিল দলে সে কতটা গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি বাংলাদেশের মেয়েরা। ম্যাচ হারের জন্য বাজে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ছয় ওভারে ২ উইকেটে করেছিল ৪৮ রান, যার মধ্যে ছিল ১০ চার। তবে শুরুর এই ধারাবাহিকতা বাংলাদেশ আর ধরে রাখতে পারেনি। এমনকি পরের ১৪ ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেননি জ্যোতি-স্বর্ণা আকতাররা। ৩৪ বলে ২৮ রান করেন জ্যোতি। আর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ করে ৮ উইকেটে ১২৬ রান।
পাওয়ারপ্লের ব্যাটিং পরবর্তীতে ধরে রাখতে না পারার আক্ষেপ জ্যোতির। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, পাওয়ারপ্লেতে আমাদের ব্যাটিং ভালো ছিল। কিন্তু ছয় ওভারের পর আমরা কোনো বাউন্ডারি মারতে পারিনি। এটাই আমাদের ভুগিয়েছে। শেষ পাঁচ ওভারে ১৫-২০ রান কম হয়েছে এবং অনেক উইকেট হারিয়েছি।’
১২৭ রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার শুরুটা ছিল নড়বড়ে। ২৫ রানে ৩ উইকেট হারায় লঙ্কানরা। যেখানে তিনটা উইকেটই নিয়েছেন মারুফা আকতার। মারুফার প্রশংসা করে জ্যোতি বলেন, ‘মারুফা আজ দারুণ বোলিং করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে সে মাত্র এল এবং দেখিয়ে দিল দলে সে কতটা গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫