মাথিসা পাতিরানার সঙ্গে প্রতিযোগিতা তাহলে মোস্তাফিজুর রহমানের জমে উঠল। উইকেট নেওয়ার হিসাব না হয় বাদ দেওয়া হলো, পাতিরানা-ফিজের আসল প্রতিযোগিতা হচ্ছে চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ খেলার। সেই প্রতিযোগিতায় এগিয়ে রইলেন ফিজই।
চোটে পড়ায় ২০২৪ আইপিএলের শুরুতে পাতিরানা প্রথম কয়েক ম্যাচ খেলতে পারবেন না—টুর্নামেন্ট শুরুর আগেই জানা যায় এমন খবর। খেলতে পারেননি চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচ। তাতে আরসিবির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে ফিজ ২৯ রানে নেন ৪ উইকেট। এই ম্যাচের পর চেন্নাই দলে দ্রুত যোগ দেন পতিরানা। গুজরাট টাইটানসের বিপক্ষে গতকাল চিপকে লঙ্কান পেসার খেলেন শিবম দুবের বদলি হিসেবে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠলেও দুর্দান্ত বোলিং করেন পাতিরানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচ করে নেন ১ উইকেট। অন্যদিকে ফিজ প্রথম ম্যাচের মতো গুজরাটের বিপক্ষে মূল একাদশেই সুযোগ পান। নিজের ব্যক্তিগত প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে ১৭ ও ১৯তম ওভার—শেষের দিকের দুই ওভারে রশিদ খান, রাহুল তেওয়াতিয়ার উইকেট দুটি তুলে নেন ফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার শেষের দিকের ওভারে দেন ৭ রান। ফিজের চেয়ে পাতিরানা কম রান খরচ করলেও শেষের দিকে বোলিংয়ে পিছিয়ে গেছেন পাতিরানা। ১৮ ও ২০তম ওভার মিলিয়ে লঙ্কান পেসার ১৫ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ৭.৩৭। তবে দুই ম্যাচ তুলনা করলে পারফরম্যান্সে কিছুটা বৈপরীত্য দেখা যায় ফিজের। আরসিবির বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে ৭ রানে ৪ উইকেট নেন ফিজ। তবে ১৯তম ওভার বোলিংয়ে এসে ১৫ রান খরচ করেন তিনি। প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটির নেট রানরেট + ১.৯৫৯।
গুজরাটকে হারিয়েই ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই, যা চেন্নাইয়ের আইপিএল ইতিহাসে পঞ্চম শিরোপা। প্রতিটি শিরোপাই এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বাধীন চেন্নাইতে গত বছর ১২ ম্যাচে ৮ ইকোনমিতে পাতিরানা নেন ১৯ উইকেট।
আরও পড়ুন:
মাথিসা পাতিরানার সঙ্গে প্রতিযোগিতা তাহলে মোস্তাফিজুর রহমানের জমে উঠল। উইকেট নেওয়ার হিসাব না হয় বাদ দেওয়া হলো, পাতিরানা-ফিজের আসল প্রতিযোগিতা হচ্ছে চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ খেলার। সেই প্রতিযোগিতায় এগিয়ে রইলেন ফিজই।
চোটে পড়ায় ২০২৪ আইপিএলের শুরুতে পাতিরানা প্রথম কয়েক ম্যাচ খেলতে পারবেন না—টুর্নামেন্ট শুরুর আগেই জানা যায় এমন খবর। খেলতে পারেননি চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচ। তাতে আরসিবির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে ফিজ ২৯ রানে নেন ৪ উইকেট। এই ম্যাচের পর চেন্নাই দলে দ্রুত যোগ দেন পতিরানা। গুজরাট টাইটানসের বিপক্ষে গতকাল চিপকে লঙ্কান পেসার খেলেন শিবম দুবের বদলি হিসেবে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠলেও দুর্দান্ত বোলিং করেন পাতিরানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচ করে নেন ১ উইকেট। অন্যদিকে ফিজ প্রথম ম্যাচের মতো গুজরাটের বিপক্ষে মূল একাদশেই সুযোগ পান। নিজের ব্যক্তিগত প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে ১৭ ও ১৯তম ওভার—শেষের দিকের দুই ওভারে রশিদ খান, রাহুল তেওয়াতিয়ার উইকেট দুটি তুলে নেন ফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার শেষের দিকের ওভারে দেন ৭ রান। ফিজের চেয়ে পাতিরানা কম রান খরচ করলেও শেষের দিকে বোলিংয়ে পিছিয়ে গেছেন পাতিরানা। ১৮ ও ২০তম ওভার মিলিয়ে লঙ্কান পেসার ১৫ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ৭.৩৭। তবে দুই ম্যাচ তুলনা করলে পারফরম্যান্সে কিছুটা বৈপরীত্য দেখা যায় ফিজের। আরসিবির বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে ৭ রানে ৪ উইকেট নেন ফিজ। তবে ১৯তম ওভার বোলিংয়ে এসে ১৫ রান খরচ করেন তিনি। প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটির নেট রানরেট + ১.৯৫৯।
গুজরাটকে হারিয়েই ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই, যা চেন্নাইয়ের আইপিএল ইতিহাসে পঞ্চম শিরোপা। প্রতিটি শিরোপাই এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বাধীন চেন্নাইতে গত বছর ১২ ম্যাচে ৮ ইকোনমিতে পাতিরানা নেন ১৯ উইকেট।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫