নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিক পোথাস। ৪৯ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পোথাস সাকিব আল হাসানদের সঙ্গে যুক্ত হবেন আগামী মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরে। এক যুগের বেশি কোচিং পেশার সঙ্গে যুক্ত পোথাস। প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) ও শ্রীলঙ্কা দলের সঙ্গে (২০১৭-২০১৮)। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন পোথাস।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন পোথাস। খুব বেশি সমৃদ্ধ নয় তাঁর ক্যারিয়ার। এক ইনিংস ব্যাটিংয়ে করেছেন কেবল ২৪ রান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৮ ম্যাচ খেলে ৪০.৮৫ গড়ে ১১ হাজার ৪৩৮ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’তে আছে ২৩৬ ম্যাচে ৪৫৬৭ রান।
বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পোথাস হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচের দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে এবং সামনে কাজ করবেন ভেবে দারুণ উচ্ছ্বসিত পোথাস। তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের গভীরে ও বিভিন্ন পর্যায়ে ছুটে বেড়ানো হবে অনন্য। আমি বিশ্বাস করি আমাদের সামনে কিছু রোমাঞ্চকর বছর অপেক্ষায় আছে।’
বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিক পোথাস। ৪৯ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পোথাস সাকিব আল হাসানদের সঙ্গে যুক্ত হবেন আগামী মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরে। এক যুগের বেশি কোচিং পেশার সঙ্গে যুক্ত পোথাস। প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) ও শ্রীলঙ্কা দলের সঙ্গে (২০১৭-২০১৮)। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন পোথাস।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন পোথাস। খুব বেশি সমৃদ্ধ নয় তাঁর ক্যারিয়ার। এক ইনিংস ব্যাটিংয়ে করেছেন কেবল ২৪ রান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৮ ম্যাচ খেলে ৪০.৮৫ গড়ে ১১ হাজার ৪৩৮ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’তে আছে ২৩৬ ম্যাচে ৪৫৬৭ রান।
বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পোথাস হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচের দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে এবং সামনে কাজ করবেন ভেবে দারুণ উচ্ছ্বসিত পোথাস। তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের গভীরে ও বিভিন্ন পর্যায়ে ছুটে বেড়ানো হবে অনন্য। আমি বিশ্বাস করি আমাদের সামনে কিছু রোমাঞ্চকর বছর অপেক্ষায় আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫