Ajker Patrika

বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব পেলেন নিক পোথাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫: ০৯
বাংলাদেশের সহকারী কোচের দায়িত্ব পেলেন নিক পোথাস

বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিক পোথাস। ৪৯ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পোথাস সাকিব আল হাসানদের সঙ্গে যুক্ত হবেন আগামী মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরে। এক যুগের বেশি কোচিং পেশার সঙ্গে যুক্ত পোথাস। প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) ও শ্রীলঙ্কা দলের সঙ্গে (২০১৭-২০১৮)। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন পোথাস।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন পোথাস। খুব বেশি সমৃদ্ধ নয় তাঁর ক্যারিয়ার। এক ইনিংস ব্যাটিংয়ে করেছেন কেবল ২৪ রান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৮ ম্যাচ খেলে ৪০.৮৫ গড়ে ১১ হাজার ৪৩৮ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’তে আছে ২৩৬ ম্যাচে ৪৫৬৭ রান।

বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পোথাস হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচের দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে এবং সামনে কাজ করবেন ভেবে দারুণ উচ্ছ্বসিত পোথাস। তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের গভীরে ও বিভিন্ন পর্যায়ে ছুটে বেড়ানো হবে অনন্য। আমি বিশ্বাস করি আমাদের সামনে কিছু রোমাঞ্চকর বছর অপেক্ষায় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত