নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে আজ ঘোষণা হয়েছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছয় ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালা, কলকাতা আর পুনেতে দুটি করে বাংলাদেশের ৯ ম্যাচের ছয়টি হবে। বিশ্বকাপে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সূচি প্রকাশের পর আইসিসিকে তামিম বলেছেন, ‘আমাদের যে দলটা বিশ্বকাপে খেলবে, সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’
ভারতে খেলতে পারা সব সময় আনন্দের জানিয়ে তামিম আরও বলেছেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। সমর্থকদের উপচে পড়া সমর্থন, দারুণ সব স্টেডিয়াম ও ক্রিকেট নিয়ে সমর্থকদের জানাশোনা, অন্যরকম এক অভিজ্ঞতাই হবে। পৃথিবীর যে প্রান্তেই আমরা খেলি না কেন, সব সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পাই।’
দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচ জেতা খুব একটা সহজ হবে বলে মনে করেন না তামিম। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের কাঠামোই এমন যে এখানে নির্ভার থাকার সুযোগ নেই। সব দলই এখানে কঠিন। কোনো ম্যাচই সহজ হবে না। এটাই (বিশ্বকাপ) চূড়ান্ত মঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কারণ, সাদা বলে এর চেয়ে চ্যালেঞ্জের কিছু নেই, যেখানে ধারাবাহিকভাবে আপনার টেম্পারামেন্ট ও ম্যাচের কোন সময়ে কীভাবে উতরে যেতে হবে সেটার সর্বোচ্চ পরীক্ষা নেয়।’
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর ভারত পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর কোয়ালিফায়ার ১ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে
অবশেষে আজ ঘোষণা হয়েছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সূচি। ছয় ভেন্যুতে নিজেদের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালা, কলকাতা আর পুনেতে দুটি করে বাংলাদেশের ৯ ম্যাচের ছয়টি হবে। বিশ্বকাপে নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সূচি প্রকাশের পর আইসিসিকে তামিম বলেছেন, ‘আমাদের যে দলটা বিশ্বকাপে খেলবে, সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’
ভারতে খেলতে পারা সব সময় আনন্দের জানিয়ে তামিম আরও বলেছেন, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। সমর্থকদের উপচে পড়া সমর্থন, দারুণ সব স্টেডিয়াম ও ক্রিকেট নিয়ে সমর্থকদের জানাশোনা, অন্যরকম এক অভিজ্ঞতাই হবে। পৃথিবীর যে প্রান্তেই আমরা খেলি না কেন, সব সময় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পাই।’
দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ম্যাচ জেতা খুব একটা সহজ হবে বলে মনে করেন না তামিম। তিনি বলেছেন, ‘টুর্নামেন্টের কাঠামোই এমন যে এখানে নির্ভার থাকার সুযোগ নেই। সব দলই এখানে কঠিন। কোনো ম্যাচই সহজ হবে না। এটাই (বিশ্বকাপ) চূড়ান্ত মঞ্চ। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কারণ, সাদা বলে এর চেয়ে চ্যালেঞ্জের কিছু নেই, যেখানে ধারাবাহিকভাবে আপনার টেম্পারামেন্ট ও ম্যাচের কোন সময়ে কীভাবে উতরে যেতে হবে সেটার সর্বোচ্চ পরীক্ষা নেয়।’
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ অক্টোবর আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টোবর ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর ভারত পুনে
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর কোয়ালিফায়ার ১ কলকাতা
৩১ অক্টোবর পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর কোয়ালিফায়ার ২ দিল্লি
১২ নভেম্বর অস্ট্রেলিয়া পুনে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫