ক্রীড়া ডেস্ক
গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার রোগটা বহু পুরোনো। ২০২৪ সালে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হারার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিচ্ছেন ব্যাটারদের।
৩৩৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৩ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। এমন পরিস্থিতিতে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ৩৬ ও ৪৩ রানের দুটি জুটি হলেও সেটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশ থেমে যায় ১৩২ রানে। এই দলটি প্রথম ইনিংসে দ্বিগুণেরও বেশি রান করেছিল ঠিকই। তবে সেখানেও দেখা গেছে থিতু হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার মতো ঘটনা। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। দুই ইনিংসেই খারাপ হয়েছে। সব মিলিয়ে আমাদের ভালো করতে হবে।’
তাসকিন আহমেদ তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তাতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫২ রানে। এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের একটা পর্যায়ে স্কোর হয়েছিল ৭ উইকেটে ২৬১ রান। এমন পরিস্থিতিতে অষ্টম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন কিমার রোচ ও জাস্টিন গ্রিভস। যা উইন্ডিজকে ৪৫০ রান করতে অনেক অবদান রেখেছে। মিরাজ বলেন, ‘আমার মতে বোলিংটা ভালো করেছি আমরা। তাসকিন ৬ উইকেট পেয়েছে। তবে তাদের দারুণ একটা জুটি হয়েছে। সেই ১৪০ রানের জুটিটাই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট।’
বাংলাদেশের ওপেনারদের দ্রুত ড্রেসিংরুমে যাওয়ার ঘটনা ঘটেছে এবারও। মাহমুদুল হাসান জয় (১১) ও জাকির হাসান (১৫) ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে আউট হওয়ার পর সেখান থেকে শিক্ষা নেননি কেউই। যেখানে জাকির দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। মুমিনুল হক প্রথম ইনিংসে ফিফটি করলেও দ্বিতীয় ইনিংসে (১১) বিদায় নিয়েছেন দ্রুত।
মিরাজ অ্যান্টিগা টেস্টে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন (৪৬ বলে ৪৫ রান)। থিতু হয়ে আউট হয়েছেন লিটনও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘পরের ম্যাচের আগে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। উন্নতি করতে হবে আমাদের। নিজেদের মধ্যে আমরা কথাবার্তা বলব। ভালো পেসার আছে। বোলিং ভালো করেছে। এই কন্ডিশনে আমাদের অনেক ভালো স্পিনারও রয়েছে।’
জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই ফাইনালে ওঠার সুযোগ নেই।
গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার রোগটা বহু পুরোনো। ২০২৪ সালে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হারার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিচ্ছেন ব্যাটারদের।
৩৩৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৩ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। এমন পরিস্থিতিতে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ৩৬ ও ৪৩ রানের দুটি জুটি হলেও সেটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশ থেমে যায় ১৩২ রানে। এই দলটি প্রথম ইনিংসে দ্বিগুণেরও বেশি রান করেছিল ঠিকই। তবে সেখানেও দেখা গেছে থিতু হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার মতো ঘটনা। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। দুই ইনিংসেই খারাপ হয়েছে। সব মিলিয়ে আমাদের ভালো করতে হবে।’
তাসকিন আহমেদ তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তাতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫২ রানে। এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের একটা পর্যায়ে স্কোর হয়েছিল ৭ উইকেটে ২৬১ রান। এমন পরিস্থিতিতে অষ্টম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন কিমার রোচ ও জাস্টিন গ্রিভস। যা উইন্ডিজকে ৪৫০ রান করতে অনেক অবদান রেখেছে। মিরাজ বলেন, ‘আমার মতে বোলিংটা ভালো করেছি আমরা। তাসকিন ৬ উইকেট পেয়েছে। তবে তাদের দারুণ একটা জুটি হয়েছে। সেই ১৪০ রানের জুটিটাই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট।’
বাংলাদেশের ওপেনারদের দ্রুত ড্রেসিংরুমে যাওয়ার ঘটনা ঘটেছে এবারও। মাহমুদুল হাসান জয় (১১) ও জাকির হাসান (১৫) ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে আউট হওয়ার পর সেখান থেকে শিক্ষা নেননি কেউই। যেখানে জাকির দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। মুমিনুল হক প্রথম ইনিংসে ফিফটি করলেও দ্বিতীয় ইনিংসে (১১) বিদায় নিয়েছেন দ্রুত।
মিরাজ অ্যান্টিগা টেস্টে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন (৪৬ বলে ৪৫ রান)। থিতু হয়ে আউট হয়েছেন লিটনও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘পরের ম্যাচের আগে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। উন্নতি করতে হবে আমাদের। নিজেদের মধ্যে আমরা কথাবার্তা বলব। ভালো পেসার আছে। বোলিং ভালো করেছে। এই কন্ডিশনে আমাদের অনেক ভালো স্পিনারও রয়েছে।’
জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই ফাইনালে ওঠার সুযোগ নেই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫