নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৪ সালের পর বাংলাদেশ নিজেদের মাঠে মাত্র দুটি ওয়ানডে সিরিজে হেরেছে। এই দুই হারের সঙ্গেই জড়িয়ে আছে ইংল্যান্ড। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন জস বাটলাররা। এর আগে ২০১৬ সালেও নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ।
প্রথম ওয়ানডের চেয়ে আজ উইকেট ছিল ভালো। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ৩২৬ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশকে ছুড়ে দেয় ইংল্যান্ড। কিন্তু নিজেদের কন্ডিশনে সেই সুযোগ কাজে লাগাতে একদমই ব্যর্থ হয়েছে স্বাগতিকেরা। ৪৪.৪ ওভারে ১৯৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
৩২৭ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে স্বাগতিক ব্যাটারদের রীতিমতো ভড়কে দেন স্যাম কারান। ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন। বোলিংয়ে ইনিংসের প্রথম ওভার করতে এসেই তুলে নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট। দুজনে আউট হন রানের খাতা খোলার আগেই। তৃতীয় ওভারে কারান তুলে নেন মুশফিকুর রহিমের উইকেটও।
ম্যাচের কঠিন চাপটা এসে পড়ে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানের কাঁধে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে সাবধানেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ২১ তম ওভারে তামিম ইকবালকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন ইংল্যান্ডকে। দলের ৮৮ রানের মাথায় জেমস ভিন্সকে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন তামিম। ৬৫ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। সাকিব-তামিমের জুটিতে আসে ৭৯ রান।
এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন সাকিব। সাকিব তুলে নেন ওয়ানডেতে ৫১ তম ফিফটিও। কিন্তু ফিফটির পর ইনিংস লম্বা করতে পারেননি সাকিবও। ৫৮ রানে আদিল রশিদের বলে লং-অফে স্যাম কারানকে ক্যাচ দিয়ে ফেরেন ড্রেসিং রুমে।
ষষ্ঠ উইকেটে আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ ভালোই টানছিলেন দলকে। কিন্তু ৩৮ রানের জুটি গড়ে পর পরই ফেরেন দুজনে। আফিফ ২৩ ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৩২ রান। এরপর তাসকিন আহমেদের ব্যাট থেকে আসে ২১ রান।
ইংল্যান্ডের হয়ে ২৯ রান দিয়ে কারান ৪টি ও আদিল রশিদ ৪৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে জেসন রয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অসাধারণ ব্যাটিংয়ে ওয়ানডেতে ১২ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রয়। অন্য ব্যাটাররা উইকেটে এসে খাবি খেলেও সাবলীল ব্যাটিং চালিয়ে গেছেন ইংল্যান্ডের এই ওপেনার। সাকিবের এলবিডব্লিউর শিকার হওয়ার আগে খেলে গেছেন ১২৪ বলে ১৩৪ রানের দারুণ এক ইনিংস।
শুরুর দিকে বল বেশি খেললেও শেষ দিকে পুষিয়ে দিয়েছেন বাটলারও। ৬৪ বলে করেছেন ৭৬ রান। মঈন আলীর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪২ রান। আটে ব্যাটিংয়ে নেমে ৩ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন স্যাম কারান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ১০ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজ ৭৩ রান দিয়ে নেন ২ উইকেট।
২০১৪ সালের পর বাংলাদেশ নিজেদের মাঠে মাত্র দুটি ওয়ানডে সিরিজে হেরেছে। এই দুই হারের সঙ্গেই জড়িয়ে আছে ইংল্যান্ড। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন জস বাটলাররা। এর আগে ২০১৬ সালেও নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ।
প্রথম ওয়ানডের চেয়ে আজ উইকেট ছিল ভালো। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ৩২৬ রানের বিশাল লক্ষ্য বাংলাদেশকে ছুড়ে দেয় ইংল্যান্ড। কিন্তু নিজেদের কন্ডিশনে সেই সুযোগ কাজে লাগাতে একদমই ব্যর্থ হয়েছে স্বাগতিকেরা। ৪৪.৪ ওভারে ১৯৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
৩২৭ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে স্বাগতিক ব্যাটারদের রীতিমতো ভড়কে দেন স্যাম কারান। ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন। বোলিংয়ে ইনিংসের প্রথম ওভার করতে এসেই তুলে নেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট। দুজনে আউট হন রানের খাতা খোলার আগেই। তৃতীয় ওভারে কারান তুলে নেন মুশফিকুর রহিমের উইকেটও।
ম্যাচের কঠিন চাপটা এসে পড়ে অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানের কাঁধে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে সাবধানেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ২১ তম ওভারে তামিম ইকবালকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন ইংল্যান্ডকে। দলের ৮৮ রানের মাথায় জেমস ভিন্সকে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন তামিম। ৬৫ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। সাকিব-তামিমের জুটিতে আসে ৭৯ রান।
এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন সাকিব। সাকিব তুলে নেন ওয়ানডেতে ৫১ তম ফিফটিও। কিন্তু ফিফটির পর ইনিংস লম্বা করতে পারেননি সাকিবও। ৫৮ রানে আদিল রশিদের বলে লং-অফে স্যাম কারানকে ক্যাচ দিয়ে ফেরেন ড্রেসিং রুমে।
ষষ্ঠ উইকেটে আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ ভালোই টানছিলেন দলকে। কিন্তু ৩৮ রানের জুটি গড়ে পর পরই ফেরেন দুজনে। আফিফ ২৩ ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৩২ রান। এরপর তাসকিন আহমেদের ব্যাট থেকে আসে ২১ রান।
ইংল্যান্ডের হয়ে ২৯ রান দিয়ে কারান ৪টি ও আদিল রশিদ ৪৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
এর আগে জেসন রয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অসাধারণ ব্যাটিংয়ে ওয়ানডেতে ১২ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন রয়। অন্য ব্যাটাররা উইকেটে এসে খাবি খেলেও সাবলীল ব্যাটিং চালিয়ে গেছেন ইংল্যান্ডের এই ওপেনার। সাকিবের এলবিডব্লিউর শিকার হওয়ার আগে খেলে গেছেন ১২৪ বলে ১৩৪ রানের দারুণ এক ইনিংস।
শুরুর দিকে বল বেশি খেললেও শেষ দিকে পুষিয়ে দিয়েছেন বাটলারও। ৬৪ বলে করেছেন ৭৬ রান। মঈন আলীর ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪২ রান। আটে ব্যাটিংয়ে নেমে ৩ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন স্যাম কারান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ১০ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজ ৭৩ রান দিয়ে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে