ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক, প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল হয়ে উঠেছেন অমাবস্যার চাঁদ। ক্রিকেটটা এখন তিনি খেলতেই নামেন কালেভদ্রে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে তিনি মাঠে নামলেন ২১৯ দিন পর। তবে হাসেনি তাঁর ব্যাট।
টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের প্রথম মৌসুমে তামিম খেলছেন চট্টগ্রামের হয়ে। আজ শুরু হওয়া টুর্নামেন্টে তাঁর দল খেলছে রংপুরের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ তামিম। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তামিমকে বোল্ড করেছেন মোহাম্মদ এনামুল হক।
তামিম অবশ্য চট্টগ্রামের অধিনায়ক নন এনসিএলে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আলী চৌধুরী। শুরুর ম্যাচে দলটি আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবে খেলছে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেটে ২৬ রান করেছে রংপুর।
এনসিএলের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম সবশেষ খেলেছেন এ বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংক সেই ম্যাচ জিতেছিল ১৯৯ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট তো দূরে থাক, প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম ইকবাল হয়ে উঠেছেন অমাবস্যার চাঁদ। ক্রিকেটটা এখন তিনি খেলতেই নামেন কালেভদ্রে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে তিনি মাঠে নামলেন ২১৯ দিন পর। তবে হাসেনি তাঁর ব্যাট।
টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের প্রথম মৌসুমে তামিম খেলছেন চট্টগ্রামের হয়ে। আজ শুরু হওয়া টুর্নামেন্টে তাঁর দল খেলছে রংপুরের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ব্যর্থ তামিম। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তামিমকে বোল্ড করেছেন মোহাম্মদ এনামুল হক।
তামিম অবশ্য চট্টগ্রামের অধিনায়ক নন এনসিএলে। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আলী চৌধুরী। শুরুর ম্যাচে দলটি আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করেছে চট্টগ্রাম। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবে খেলছে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেটে ২৬ রান করেছে রংপুর।
এনসিএলের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিম সবশেষ খেলেছেন এ বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংক সেই ম্যাচ জিতেছিল ১৯৯ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫