নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দলে যুক্ত করা হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে। তৃতীয় টি–টোয়েন্টির একাদশে সুযোগ হলে দুজনের অভিষেক হবে। এর আগে রাব্বী দেশের হয়ে টেস্ট খেললেও ইমনের এখনো সেই সুযোগ মেলেনি। আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৮ উইকেটে বড় ব্যবধানে হারের সঙ্গে বাংলাদেশের হতাশা বাড়িয়েছে মোস্তাফিজুর রহমানের চোট। আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন মোস্তাফিজ। সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েছেন ফিজ। চোট সমস্যা আছে শরীফুল ইসলামেরও। ফিজ শেষ টি–টোয়েন্টিতে খেলতে পারবেন কিনা তা জানা যাবে আগামীকাল রোববার। তবে যা খবর, শেষ টি–টোয়েন্টিতে বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শরীফুলকে নিয়েও অনিশ্চয়তা আছে। এ জন্য এখন যেহেতু করোনা নেগেটিভ হলেই খেলা যাবে, তাই রাব্বীকে দ্রুত দলে যুক্ত করা হলো।
অন্যদিকে ইমনের তো এই সিরিজে খেলা এক প্রকার অনুমিতই ছিল। ৭ নভেম্বর থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যে সাত তরুণকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন সেই দলে ছিলেন ইমনও। অবশ্য রাব্বিও ছিলেন সেই দলে। সিরিজ শুরুর আগে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইমনকে তৈরি করতেও দেখা গেছে। কিন্তু পরে অদ্ভুতভাবে ইমনকে দল থেকে বাদ দেওয়া হয়। পরে জানা যায় ওপেনিংয়ে ডানহাতি–বাঁহাতি সমন্বয় মেলাতে মোহাম্মদ নাঈমের সঙ্গে সাইফ হাসানকে দলে রাখা হয়েছে।
কিন্তু প্রথম দুই টি–টোয়েন্টিতে একেবারেই ভরসা দিতে পারেননি সাইফ। দুই টি–টোয়েন্টিতে ৯ বল খেলে করেছেন সাকল্য ১ রান। এর চেয়ে এই ওপেনারের আউট হওয়ার ধরন নিয়েও বেশ প্রশ্ন উঠেছে। এতেই যেন ঘুম ভেঙেছে নির্বাচকদের। শেষ ম্যাচে তাই হয়তো সাইফের জায়গায় ঘরোয়া ক্রিকেটে টি–টোয়েন্টি মেজাজে ব্যাটিং করার সুনাম থাকা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ইমনকে বাজিয়ে দেখতে চাইছে তাঁরা।
পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দলে যুক্ত করা হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে। তৃতীয় টি–টোয়েন্টির একাদশে সুযোগ হলে দুজনের অভিষেক হবে। এর আগে রাব্বী দেশের হয়ে টেস্ট খেললেও ইমনের এখনো সেই সুযোগ মেলেনি। আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৮ উইকেটে বড় ব্যবধানে হারের সঙ্গে বাংলাদেশের হতাশা বাড়িয়েছে মোস্তাফিজুর রহমানের চোট। আজ ২.১ ওভার বল করেই মাঠ ছাড়েন এই বাঁহাতি পেসার। পরে জানা যায়, চোটের কারণে মাঠ ছেড়েছেন মোস্তাফিজ। সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েছেন ফিজ। চোট সমস্যা আছে শরীফুল ইসলামেরও। ফিজ শেষ টি–টোয়েন্টিতে খেলতে পারবেন কিনা তা জানা যাবে আগামীকাল রোববার। তবে যা খবর, শেষ টি–টোয়েন্টিতে বাঁহাতি পেসারের খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। শরীফুলকে নিয়েও অনিশ্চয়তা আছে। এ জন্য এখন যেহেতু করোনা নেগেটিভ হলেই খেলা যাবে, তাই রাব্বীকে দ্রুত দলে যুক্ত করা হলো।
অন্যদিকে ইমনের তো এই সিরিজে খেলা এক প্রকার অনুমিতই ছিল। ৭ নভেম্বর থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যে সাত তরুণকে নিয়ে অনুশীলন শুরু করেছিলেন সেই দলে ছিলেন ইমনও। অবশ্য রাব্বিও ছিলেন সেই দলে। সিরিজ শুরুর আগে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইমনকে তৈরি করতেও দেখা গেছে। কিন্তু পরে অদ্ভুতভাবে ইমনকে দল থেকে বাদ দেওয়া হয়। পরে জানা যায় ওপেনিংয়ে ডানহাতি–বাঁহাতি সমন্বয় মেলাতে মোহাম্মদ নাঈমের সঙ্গে সাইফ হাসানকে দলে রাখা হয়েছে।
কিন্তু প্রথম দুই টি–টোয়েন্টিতে একেবারেই ভরসা দিতে পারেননি সাইফ। দুই টি–টোয়েন্টিতে ৯ বল খেলে করেছেন সাকল্য ১ রান। এর চেয়ে এই ওপেনারের আউট হওয়ার ধরন নিয়েও বেশ প্রশ্ন উঠেছে। এতেই যেন ঘুম ভেঙেছে নির্বাচকদের। শেষ ম্যাচে তাই হয়তো সাইফের জায়গায় ঘরোয়া ক্রিকেটে টি–টোয়েন্টি মেজাজে ব্যাটিং করার সুনাম থাকা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ইমনকে বাজিয়ে দেখতে চাইছে তাঁরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫