হোঁচট খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা-ই যেন এবারের এশিয়া কাপে দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শুরুতেই। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে বিধ্বস্ত করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের পেসার ফেসবুকে লিখেছেন, ‘আফগানদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়ে টাইগাররা পয়েন্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।’ বাংলাদেশের বিশাল জয়ে শান্ত-মিরাজের প্রশংসা করেছেন শরীফুল ইসলাম। শান্ত করেছেন ১০৪ রান ও ১১২ রান করেছেন মিরাজ। শরীফুল ফেসবুকে পোস্ট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ও মিরাজ ভাইয়ের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৩৪ রানের স্কোর গড়তে পেরেছে। বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ তারা সামলেছেন।’
এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে +০.৩৭৩ নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার সম্ভাবনা নেই।
হোঁচট খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা-ই যেন এবারের এশিয়া কাপে দেখাল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দলের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শুরুতেই। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে বিধ্বস্ত করে সুপার ফোর নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ৮৯ রানের বিশাল জয়ের পর মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে পোস্ট করেছেন, ‘এশিয়া কাপ জমে গেছে। অভিনন্দন বাংলাদেশ।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানদের বিপক্ষে ৮৯ রানের দুর্দান্ত জয়ে টাইগাররা দুটি মূল্যবান পয়েন্ট পেয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। বাংলাদেশের পেসার ফেসবুকে লিখেছেন, ‘আফগানদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয়ে টাইগাররা পয়েন্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।’ বাংলাদেশের বিশাল জয়ে শান্ত-মিরাজের প্রশংসা করেছেন শরীফুল ইসলাম। শান্ত করেছেন ১০৪ রান ও ১১২ রান করেছেন মিরাজ। শরীফুল ফেসবুকে পোস্ট করেছেন, ‘টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ও মিরাজ ভাইয়ের দুই সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৩৪ রানের স্কোর গড়তে পেরেছে। বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ তারা সামলেছেন।’
এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে +০.৩৭৩ নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫