কদিন আগে বিপিএল নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের একটি মন্তব্য বেশ বিতর্ক ছড়িয়েছে দেশের ক্রিকেটে।
বর্তমানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ না করেই অন্য লিগে খেলতে যান খেলোয়াড়েরা। খেলোয়াড়দের এমন দৌড়াদৌড়িকে 'সার্কাস' বলে মনে করেন হাথুরু। এতে তিনি এতটাই বিরক্ত, বিপিএল দেখার সময় মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন! বিপিএল নিয়ে এমন মন্তব্য করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের কোচ।
হাথুরুর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি বিসিবির ৷ হাথুরুর মন্তব্যের বিতর্কের রেশ থাকতেই তাঁর সঙ্গে অবশ্য একমত হলেন রমিজ রাজা। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা পাকিস্তানি কিংবদন্তির মতে, খেলোয়াড়দের এক লিগ শেষ না করে আরেক লিগে খেলতে যাওয়ার রীতি বন্ধ হওয়া উচিত। দুই দিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত (এক লিগ থেকে আরেক লিগে খেলতে চলে যাওয়া) এখানে আনুগত্যের বিষয়টি চলে আসে, তাই না? এটা ছন্দ আর দলের সমন্বয় নষ্ট করে। কেউ এটা চাইবে না।’
নিজের উদাহরণ টেনে এর ব্যাখ্যাও দিয়েছেন রমিজ রাজা। ৬১ বছর বয়সী জনপ্রিয় এ ধারাভাষ্যকার বলেছেন, ‘যদি খেলার প্রতিশ্রুতি থাকে, যেমন ধরুন, আমি এখানে এসেছি বিপিএলকে প্রতিশ্রুতি দেওয়ায়। এরপর পিএসএলে পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ারও প্রস্তাব পেলাম। আমি বললাম, না। আমি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। খেলোয়াড়দেরও একইভাবে চিন্তা করা উচিত।’
এর আগে বিপিএলের উদাহরণ দিয়ে খেলোয়াড়দের দৌড়াদৌড়ির বিষয়ে হাথুরু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘বর্তমান সিস্টেমের সঙ্গে আমার একটা বড় ইস্যু আছে। আইসিসির এটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট শেষ না করেই অন্য টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারাবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।’
কদিন আগে বিপিএল নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের একটি মন্তব্য বেশ বিতর্ক ছড়িয়েছে দেশের ক্রিকেটে।
বর্তমানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ না করেই অন্য লিগে খেলতে যান খেলোয়াড়েরা। খেলোয়াড়দের এমন দৌড়াদৌড়িকে 'সার্কাস' বলে মনে করেন হাথুরু। এতে তিনি এতটাই বিরক্ত, বিপিএল দেখার সময় মাঝেমধ্যে টিভি বন্ধ করে দেন! বিপিএল নিয়ে এমন মন্তব্য করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের কোচ।
হাথুরুর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি বিসিবির ৷ হাথুরুর মন্তব্যের বিতর্কের রেশ থাকতেই তাঁর সঙ্গে অবশ্য একমত হলেন রমিজ রাজা। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা পাকিস্তানি কিংবদন্তির মতে, খেলোয়াড়দের এক লিগ শেষ না করে আরেক লিগে খেলতে যাওয়ার রীতি বন্ধ হওয়া উচিত। দুই দিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পিসিবি সভাপতি বলেছেন, ‘আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত (এক লিগ থেকে আরেক লিগে খেলতে চলে যাওয়া) এখানে আনুগত্যের বিষয়টি চলে আসে, তাই না? এটা ছন্দ আর দলের সমন্বয় নষ্ট করে। কেউ এটা চাইবে না।’
নিজের উদাহরণ টেনে এর ব্যাখ্যাও দিয়েছেন রমিজ রাজা। ৬১ বছর বয়সী জনপ্রিয় এ ধারাভাষ্যকার বলেছেন, ‘যদি খেলার প্রতিশ্রুতি থাকে, যেমন ধরুন, আমি এখানে এসেছি বিপিএলকে প্রতিশ্রুতি দেওয়ায়। এরপর পিএসএলে পুরো টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ারও প্রস্তাব পেলাম। আমি বললাম, না। আমি আগেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। খেলোয়াড়দেরও একইভাবে চিন্তা করা উচিত।’
এর আগে বিপিএলের উদাহরণ দিয়ে খেলোয়াড়দের দৌড়াদৌড়ির বিষয়ে হাথুরু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘বর্তমান সিস্টেমের সঙ্গে আমার একটা বড় ইস্যু আছে। আইসিসির এটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কিছু নিয়মকানুন থাকতে হবে। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্ট শেষ না করেই অন্য টুর্নামেন্ট খেলছে। এটা একটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারাবে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে