নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবার আইপিএল খেলতে গতকাল ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কারণে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এ ক্রিকেটার।
আগামী মাসে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের দল। এ জন্য আবারও আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। ৫ মে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
লিটনকে ২ দিনের বেশি ছুটি দেওয়া হয়েছে জানিয়ে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ওখানে যখন পৌঁছার করার কথা দল (২ মে), লিটন খুব সম্ভবত ৫ তারিখে যোগ দেবে। আমরা এর সঙ্গে রাজি হয়েছি। মনে হয় একটা খেলা আছে (কলকাতার)।’ আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ নির্দিষ্ট সময়ে যোগ দেবে।’
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে যাওয়ার আগে। ওটা প্রধান কোচই (চন্ডিকা হাথুরুসিংহে) ঠিক করেছেন, সিলেটে হলে ভালো। ঢাকা থেকে বাইরের একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছে। সে জন্য ওখানে ঠিক করা হয়েছে।’
৯ মে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। জালাল ইউনুস বললেন, ‘১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছাবে। ওখানে অনুশীলন আছে, এর পর একটা প্রস্তুতি ম্যাচ আছে ৫ তারিখ। ওরা চেয়েছিল সংক্ষিপ্ত করতে, আমরা চেয়েছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আগে আরো অনুশীলন করতে। প্রধান কোচ বলেছিলেন, আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। আমরা আরও কিছুদিন যোগ করেছি। দ্রুত একটু পরিবেশ বোঝার জন্য।’
প্রথমবার আইপিএল খেলতে গতকাল ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের কারণে টুর্নামেন্টের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের এ ক্রিকেটার।
আগামী মাসে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের দল। এ জন্য আবারও আইপিএল ছেড়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। ৫ মে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
লিটনকে ২ দিনের বেশি ছুটি দেওয়া হয়েছে জানিয়ে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ওখানে যখন পৌঁছার করার কথা দল (২ মে), লিটন খুব সম্ভবত ৫ তারিখে যোগ দেবে। আমরা এর সঙ্গে রাজি হয়েছি। মনে হয় একটা খেলা আছে (কলকাতার)।’ আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারে তিনি যোগ করেন, ‘মোস্তাফিজ নির্দিষ্ট সময়ে যোগ দেবে।’
আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করে বাংলাদেশ দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে যাওয়ার আগে। ওটা প্রধান কোচই (চন্ডিকা হাথুরুসিংহে) ঠিক করেছেন, সিলেটে হলে ভালো। ঢাকা থেকে বাইরের একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছে। সে জন্য ওখানে ঠিক করা হয়েছে।’
৯ মে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। জালাল ইউনুস বললেন, ‘১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছাবে। ওখানে অনুশীলন আছে, এর পর একটা প্রস্তুতি ম্যাচ আছে ৫ তারিখ। ওরা চেয়েছিল সংক্ষিপ্ত করতে, আমরা চেয়েছিলাম ম্যাচ শুরু হওয়ার আগে আগে আরো অনুশীলন করতে। প্রধান কোচ বলেছিলেন, আরও কিছুদিন বাড়ানো যায় কিনা। আমরা আরও কিছুদিন যোগ করেছি। দ্রুত একটু পরিবেশ বোঝার জন্য।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫