ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ হাসান তামিমের অভিষেক হয়েছে ২০২৩ সালের আগস্টে। বাংলাদেশের জার্সিতে দেড় বছরের ক্যারিয়ারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্ট খেলেছেন। তাঁর হাতেই উঠেছে ২০২৫ বিপিএলের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
মিরপুরে গত রাতে শেষ হওয়া ১১তম বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তানজিদ তামিম। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। তবে তাঁর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়া নিয়েই সামাজিকমাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, তিনি বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত সদস্য। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলেও আছেন তিনি। দেড় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের এই তরুণ ব্যাটারের জন্য হতে যাচ্ছে তৃতীয় আইসিসি ইভেন্ট।
মাহিদুল ইসলাম অঙ্কন, আলিস আল ইসলামের মতো ক্রিকেটাররা পেতে পারতেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। কারণ, অঙ্কনের খুলনা টাইগার্স, আলিসের চিটাগং কিংস-দুটি দলই এবারের বিপিএলে প্লে-অফ খেলেছে। ১৩ ম্যাচে ৬.৩২ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন আলিস। কিপটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তাঁর অবদান রয়েছে। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁর ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস, আরও স্পষ্ট করে বললে শেষ বলে চার মেরে চিটাগংকে ফাইনালে তুলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আলিসের এখনো অভিষেক হয়নি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলছেন লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি। অন্যদিকে অঙ্কন বাংলাদেশের জার্সিতে একমাত্র টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে। এবারের বিপিএলে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় পাল্টে দিয়েছেন অনেকবার। গত বছরের ৩১ ডিসেম্বর চিটাগং কিংসের বিপক্ষে তাঁর ১৮ বলে ঝোড়ো ফিফটি করার কীর্তিও রয়েছে। আর তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে। টুর্নামেন্টে তিনি ৩৬ ছক্কা মারলেও সতীর্থদের থেকে সেভাবে সমর্থন পাননি। ঝোড়ো শুরু করে তাঁর ইনিংস ধীরগতির হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
চিটাগং কিংসের বিপক্ষে গত রাতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বিপিএলে। এই জয়ে তাওহিদ হৃদয়ের বিপিএল ফাইনালের ‘অভিশাপ’ কেটেছে। ২০২২, ২০২৩, ২০২৪—এই তিন বিপিএলে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেললেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। চতুর্থবারে এসে অচলায়তন ভাঙার পর হৃদয় গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘টানা ৩ বার ফাইনাল খেলেও এই সোনালী হরিণ অধরা ছিল। চতুর্থবার ধরেই ফেললাম। চ্যাম্পিয়ন দলের ভক্ত-সমর্থকদের অভিনন্দন। মনুরা কাপ কিন্তু আমাগো।’ এই ক্যাপশনের সঙ্গে বিপিএলের শিরোপা হাতে ছবি পোস্ট করেছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ হাসান তামিমের অভিষেক হয়েছে ২০২৩ সালের আগস্টে। বাংলাদেশের জার্সিতে দেড় বছরের ক্যারিয়ারে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—দুটি আইসিসি ইভেন্ট খেলেছেন। তাঁর হাতেই উঠেছে ২০২৫ বিপিএলের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
মিরপুরে গত রাতে শেষ হওয়া ১১তম বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তানজিদ তামিম। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। তবে তাঁর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়া নিয়েই সামাজিকমাধ্যমে চলছে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, তিনি বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত সদস্য। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলেও আছেন তিনি। দেড় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের এই তরুণ ব্যাটারের জন্য হতে যাচ্ছে তৃতীয় আইসিসি ইভেন্ট।
মাহিদুল ইসলাম অঙ্কন, আলিস আল ইসলামের মতো ক্রিকেটাররা পেতে পারতেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। কারণ, অঙ্কনের খুলনা টাইগার্স, আলিসের চিটাগং কিংস-দুটি দলই এবারের বিপিএলে প্লে-অফ খেলেছে। ১৩ ম্যাচে ৬.৩২ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন আলিস। কিপটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তাঁর অবদান রয়েছে। যেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁর ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস, আরও স্পষ্ট করে বললে শেষ বলে চার মেরে চিটাগংকে ফাইনালে তুলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আলিসের এখনো অভিষেক হয়নি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলছেন লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি। অন্যদিকে অঙ্কন বাংলাদেশের জার্সিতে একমাত্র টেস্ট খেলেছেন গত বছরের অক্টোবরে। এবারের বিপিএলে শেষের দিকে ঝড় তুলে ম্যাচের মোড় পাল্টে দিয়েছেন অনেকবার। গত বছরের ৩১ ডিসেম্বর চিটাগং কিংসের বিপক্ষে তাঁর ১৮ বলে ঝোড়ো ফিফটি করার কীর্তিও রয়েছে। আর তানজিদ তামিমের ঢাকা ক্যাপিটালস ছয় নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে। টুর্নামেন্টে তিনি ৩৬ ছক্কা মারলেও সতীর্থদের থেকে সেভাবে সমর্থন পাননি। ঝোড়ো শুরু করে তাঁর ইনিংস ধীরগতির হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
চিটাগং কিংসের বিপক্ষে গত রাতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বিপিএলে। এই জয়ে তাওহিদ হৃদয়ের বিপিএল ফাইনালের ‘অভিশাপ’ কেটেছে। ২০২২, ২০২৩, ২০২৪—এই তিন বিপিএলে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেললেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। চতুর্থবারে এসে অচলায়তন ভাঙার পর হৃদয় গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘টানা ৩ বার ফাইনাল খেলেও এই সোনালী হরিণ অধরা ছিল। চতুর্থবার ধরেই ফেললাম। চ্যাম্পিয়ন দলের ভক্ত-সমর্থকদের অভিনন্দন। মনুরা কাপ কিন্তু আমাগো।’ এই ক্যাপশনের সঙ্গে বিপিএলের শিরোপা হাতে ছবি পোস্ট করেছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে