শেষ বলের রোমাঞ্চে জয় যেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়ে গেছে ‘ডালভাত।’ গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমনই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম জয় পায় মুম্বাই। তবে ম্যাচ হারলেও দিল্লির বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
গতকাল টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সব উইকেট হারিয়ে দিল্লি করে ১৭২ রান। ১৭৩ রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারেই ৬৮ রান তোলে মুম্বাই। শুরুর এই বিধ্বংসী ব্যাটিংয়ে মনে হচ্ছিল, মুম্বাই কয়েক ওভার হাতে রেখে সহজেই জিতে যাবে। তবে শেষের দিকে দিল্লি বোলারদের দারুণ বোলিং মুম্বাইয়ের জয়কে বিলম্বিত করেছে। বিশেষ করে, ১৫তম ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন ২ রান আর ১৮ তম ওভারে এনরিখ নরকিয়া খরচ করেন ৬ রান। ম্যাচ শেষে সতীর্থ বোলারদের প্রশংসা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন, ‘ম্যাচ হারলেও দুর্দান্ত খেলেছে সবাই। নরকিয়া বিশ্বমানের বোলার এবং আমরা তার কাছ থেকে এমন কিছুই আশা করি। মোস্তাফিজও দারুণ বোলিং করেছে।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দিল্লি। চার ম্যাচের চারটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ওয়ার্নারের দল।
শেষ বলের রোমাঞ্চে জয় যেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়ে গেছে ‘ডালভাত।’ গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমনই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম জয় পায় মুম্বাই। তবে ম্যাচ হারলেও দিল্লির বোলারদের প্রশংসা করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
গতকাল টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সব উইকেট হারিয়ে দিল্লি করে ১৭২ রান। ১৭৩ রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারেই ৬৮ রান তোলে মুম্বাই। শুরুর এই বিধ্বংসী ব্যাটিংয়ে মনে হচ্ছিল, মুম্বাই কয়েক ওভার হাতে রেখে সহজেই জিতে যাবে। তবে শেষের দিকে দিল্লি বোলারদের দারুণ বোলিং মুম্বাইয়ের জয়কে বিলম্বিত করেছে। বিশেষ করে, ১৫তম ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন ২ রান আর ১৮ তম ওভারে এনরিখ নরকিয়া খরচ করেন ৬ রান। ম্যাচ শেষে সতীর্থ বোলারদের প্রশংসা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন, ‘ম্যাচ হারলেও দুর্দান্ত খেলেছে সবাই। নরকিয়া বিশ্বমানের বোলার এবং আমরা তার কাছ থেকে এমন কিছুই আশা করি। মোস্তাফিজও দারুণ বোলিং করেছে।’
এবারের আইপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি দিল্লি। চার ম্যাচের চারটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ওয়ার্নারের দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫