নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল থেকে শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজ। লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। গত জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে খেলেছিলেন সাকিব-তামিমরা। আগামীকাল প্রথম ওয়ানডের আগে আজ কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত জানিয়ে তামিম বলেছেন, ‘গত বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত। দ্বিধাহীনভাবে এটা আমাদের প্রিয় সংস্করণ। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর এভাবে ছিল না। কালকের জন্য উন্মুখ হয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।’
আফগানিস্তানের বোলিং আক্রমণ সব সময় প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ। বিশেষ করে স্পিনাররা। রশিদ খান-মুজিব উর রহমানদের না ভেবে পুরো দলকে নিয়ে ভাবতে বলেছেন তামিম, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি বলতে চাই না। তাদের বোলিং অনেক ভালো, সম্ভবত সেরা স্পিন আক্রমণ তাদেরই। কিন্তু তাদের বিপক্ষে আমরা অতীতে অনেক ভালো করেছি, বিশেষ করে ওয়ানডে সংস্করণে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবতে হবে।’
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন জানিয়ে তামিম আরও বলেছেন, ‘শুধু তিনজনকে (তিন স্পিনার) নিয়ে চিন্তা করলেই হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বোলার আপনি খুব কমই পাবেন। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সব সময়ই থাকে। এক দল হয়তো স্পিনে ভালো, আরেক দল হয়তো পেসে ভালো। আমাদের মানিয়ে নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। ওই তিন স্পিনার নিয়েই আমরা শুধু ভাবছি, তা না। ওদের ১১ উইকেট তুলতে হবে, ওদের ব্যাটারদের নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের পাঁচ-ছয়জন বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে।’
আগামীকাল থেকে শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজ। লম্বা সময় পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। গত জুলাইয়ে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে খেলেছিলেন সাকিব-তামিমরা। আগামীকাল প্রথম ওয়ানডের আগে আজ কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত জানিয়ে তামিম বলেছেন, ‘গত বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। নতুন শুরু নিয়ে সবাই রোমাঞ্চিত। দ্বিধাহীনভাবে এটা আমাদের প্রিয় সংস্করণ। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর এভাবে ছিল না। কালকের জন্য উন্মুখ হয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।’
আফগানিস্তানের বোলিং আক্রমণ সব সময় প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ। বিশেষ করে স্পিনাররা। রশিদ খান-মুজিব উর রহমানদের না ভেবে পুরো দলকে নিয়ে ভাবতে বলেছেন তামিম, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি বলতে চাই না। তাদের বোলিং অনেক ভালো, সম্ভবত সেরা স্পিন আক্রমণ তাদেরই। কিন্তু তাদের বিপক্ষে আমরা অতীতে অনেক ভালো করেছি, বিশেষ করে ওয়ানডে সংস্করণে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়ে ভাবতে হবে।’
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন জানিয়ে তামিম আরও বলেছেন, ‘শুধু তিনজনকে (তিন স্পিনার) নিয়ে চিন্তা করলেই হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বোলার আপনি খুব কমই পাবেন। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সব সময়ই থাকে। এক দল হয়তো স্পিনে ভালো, আরেক দল হয়তো পেসে ভালো। আমাদের মানিয়ে নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। ওই তিন স্পিনার নিয়েই আমরা শুধু ভাবছি, তা না। ওদের ১১ উইকেট তুলতে হবে, ওদের ব্যাটারদের নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের পাঁচ-ছয়জন বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫