নিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন জ্যাকব ওরাম। এর আগে শেন জার্গেনসেন ছিলেন কিউইদের বোলিং কোচ। ২০২৩ সালের নভেম্বরে এই দায়িত্ব ছেড়ে দেন বাংলাদেশের সাবেক এই কোচ।
৩৩ টেস্ট, ১৬০ ওয়ানডে ও ৩৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে ২২৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওরামের। সাবেক পেস বোলিং অলরাউন্ডার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তরুণদের সঙ্গে। আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের বোলিং কোচ নিযুক্ত হওয়ার পর ওরাম বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। যে দলটা আমার কাছে বিশেষ কিছু, তাদের সঙ্গে আবারও কাজ করতে পারা আমার জন্য সম্মানের। বোলিংয়ে নতুন প্রতিভা উঠে আসছে। আমার অভিজ্ঞতা ও জ্ঞান তরুণদের সঙ্গে শেয়ার করব যাতে করে তারা আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে।’ এ বছরের ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে কিউই এই অলরাউন্ডারের।
এর আগেও নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ওরাম। গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ, এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরাম ব্ল্যাকক্যাপসদের সঙ্গে কাজ করেছেন। যেখানে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে কিউইরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই।
২০১৪ সালে ওরামের কোচিং ক্যারিয়ার শুরু। সে বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ওরামের। সুপার স্ম্যাশে সেন্ট্রাল হাইন্ডস, টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের সহকারী কোচ ও এসএ টোয়েন্টিতে মুম্বাই কেপটাউনের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। খেলোয়াড় ও কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন ওরামকে নিয়ে উচ্ছ্বসিত কোচ গ্যারি স্টিডও। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘জ্যাক দারুণ এক অপারেটর। খেলোয়াড়ি ক্যারিয়ার ও কোচ হিসেবে তার অভিজ্ঞতা সেটাই বলছে। এটা তার জন্য দারুণ এক সম্ভাবনাও।’
নিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন জ্যাকব ওরাম। এর আগে শেন জার্গেনসেন ছিলেন কিউইদের বোলিং কোচ। ২০২৩ সালের নভেম্বরে এই দায়িত্ব ছেড়ে দেন বাংলাদেশের সাবেক এই কোচ।
৩৩ টেস্ট, ১৬০ ওয়ানডে ও ৩৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে ২২৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওরামের। সাবেক পেস বোলিং অলরাউন্ডার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তরুণদের সঙ্গে। আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের বোলিং কোচ নিযুক্ত হওয়ার পর ওরাম বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। যে দলটা আমার কাছে বিশেষ কিছু, তাদের সঙ্গে আবারও কাজ করতে পারা আমার জন্য সম্মানের। বোলিংয়ে নতুন প্রতিভা উঠে আসছে। আমার অভিজ্ঞতা ও জ্ঞান তরুণদের সঙ্গে শেয়ার করব যাতে করে তারা আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে।’ এ বছরের ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে কিউই এই অলরাউন্ডারের।
এর আগেও নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন ওরাম। গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ, এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরাম ব্ল্যাকক্যাপসদের সঙ্গে কাজ করেছেন। যেখানে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে কিউইরা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই।
২০১৪ সালে ওরামের কোচিং ক্যারিয়ার শুরু। সে বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ওরামের। সুপার স্ম্যাশে সেন্ট্রাল হাইন্ডস, টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের সহকারী কোচ ও এসএ টোয়েন্টিতে মুম্বাই কেপটাউনের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। খেলোয়াড় ও কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন ওরামকে নিয়ে উচ্ছ্বসিত কোচ গ্যারি স্টিডও। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘জ্যাক দারুণ এক অপারেটর। খেলোয়াড়ি ক্যারিয়ার ও কোচ হিসেবে তার অভিজ্ঞতা সেটাই বলছে। এটা তার জন্য দারুণ এক সম্ভাবনাও।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫