ঐতিহাসিক—ক্রিকেটে শব্দটির শব্দে বাংলাদেশের পরিচয় অনেকবার হয়েছে। তবে এবারেরটি একটু ভিন্নরকম। পাকিস্তান সফরে কী ইতিহাসই না গড়লেন নাজমুল হোসেন শান্তরা! বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়,২-০ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ—এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এমন কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত না হয়ে পারেন শান্তরা!
আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর উদ্যাপনে মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচ শেষে শান্তও উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ (এই জয়) অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং খুব আনন্দিত যে, সবাই তাদের কাজটা করেছে। খুবই ইম্প্রেসিভ (চিত্তাকর্ষক), আমাদের পেসাররা দুর্দান্ত করেছে এবং এই কারণে এই ফল পেলাম। সবাই নিজেদের কাছে আত্মবিশ্বাসী ছিল এবং তারা জিততে চেয়েছে। আশার করি, তারা এটা ধরে রাখবে। সাদমান যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছে তা সত্যি অসাধারণ। জাকির এই (দ্বিতীয়) টেস্টে ইতিবাচক ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’
পাকিস্তান সফর শেষ। এই মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আরেক প্রতিবেশী ভারত সফরে যাবেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক চান এই সিরিজেও তাঁর সতীর্থরা এমন পারফরম্যান্স ধরে রাখুক। তিনি বলেছেন, ‘পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মুশি (মুশফিকুর রহিম) ও সাকিবের (সাকিব আল হাসান) মতন অভিজ্ঞরা আছেন। তাঁরা ভারত সফরের জন্য দলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ যেভাবে বল করল এবং এই কন্ডিশনে ৫ উইকেট পেল তা খুবই ইম্প্রেসিভ। আশা করি, সে ভারতের বিপক্ষেও একই কাজ করবে। সবাই ভূমিকা রেখেছে। বিশেষ করে, যারা সুযোগ পায়নি তারাও। যে চারজন একাদশে ছিল না তারাও চমৎকার ফিল্ডিংয়ে দলে ভূমিকা রেখেছে। আমি আশা করি, এই সংস্কৃতি চলমান থাকবে। কোচ বললেই পার্টি হবে। আমাদের যেতেও হবে তবে যাবো ভালো ভাবে।’
ঐতিহাসিক—ক্রিকেটে শব্দটির শব্দে বাংলাদেশের পরিচয় অনেকবার হয়েছে। তবে এবারেরটি একটু ভিন্নরকম। পাকিস্তান সফরে কী ইতিহাসই না গড়লেন নাজমুল হোসেন শান্তরা! বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়,২-০ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ—এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এমন কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত না হয়ে পারেন শান্তরা!
আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর উদ্যাপনে মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচ শেষে শান্তও উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ (এই জয়) অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং খুব আনন্দিত যে, সবাই তাদের কাজটা করেছে। খুবই ইম্প্রেসিভ (চিত্তাকর্ষক), আমাদের পেসাররা দুর্দান্ত করেছে এবং এই কারণে এই ফল পেলাম। সবাই নিজেদের কাছে আত্মবিশ্বাসী ছিল এবং তারা জিততে চেয়েছে। আশার করি, তারা এটা ধরে রাখবে। সাদমান যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছে তা সত্যি অসাধারণ। জাকির এই (দ্বিতীয়) টেস্টে ইতিবাচক ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’
পাকিস্তান সফর শেষ। এই মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আরেক প্রতিবেশী ভারত সফরে যাবেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক চান এই সিরিজেও তাঁর সতীর্থরা এমন পারফরম্যান্স ধরে রাখুক। তিনি বলেছেন, ‘পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মুশি (মুশফিকুর রহিম) ও সাকিবের (সাকিব আল হাসান) মতন অভিজ্ঞরা আছেন। তাঁরা ভারত সফরের জন্য দলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ যেভাবে বল করল এবং এই কন্ডিশনে ৫ উইকেট পেল তা খুবই ইম্প্রেসিভ। আশা করি, সে ভারতের বিপক্ষেও একই কাজ করবে। সবাই ভূমিকা রেখেছে। বিশেষ করে, যারা সুযোগ পায়নি তারাও। যে চারজন একাদশে ছিল না তারাও চমৎকার ফিল্ডিংয়ে দলে ভূমিকা রেখেছে। আমি আশা করি, এই সংস্কৃতি চলমান থাকবে। কোচ বললেই পার্টি হবে। আমাদের যেতেও হবে তবে যাবো ভালো ভাবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে