অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির হয়েই। পার্থক্য শুধু দলের নাম বদলেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে এবার হয়েছে চিটাগং কিংস। নাম বদলানোর সঙ্গে তাঁর ব্যাটেও দেখা মিলেছে সেঞ্চুরির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ২০২৩ সালে বিপিএলে অভিষেক হয় উসমানের। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই সেঞ্চুরি করেছেন তিনি। মিরপুর শেরেবাংলায় সেবার খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। দুই বছর পর মিরপুরে আজ ছুঁয়েছেন তিন অঙ্ক। এবার তাঁর প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।
টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। দলীয় ১ রানেই ভেঙে যায় চিটাগং কিংসের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলে পারভেজ হোসেন ইমনের উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ইমন। চিটাগং কিংসও খেলতে থাকে রয়েসয়ে। প্রথম তিন ওভারে ১ উইকেটে ১৭ রান করে দলটি।
চতুর্থ ওভার থেকেই চিটাগংয়ের তাণ্ডব শুরু। এই ওভারে বোলিংয়ে আসা হাসান মুরাদকে পিটিয়ে একাই ১৯ রান নেন উসমান। এই ওভারে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন উসমান। উসমান ও গ্রাহাম ক্লার্কের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রাজশাহী। দ্বিতীয় উইকেটে উসমান ও ক্লার্ক ৬৩ বলে গড়েন ১২০ রানের জুটি। ১১ তম ওভারের পঞ্চম বলে ক্লার্ককে ফিরিয়ে জুটি ভাঙেন সোহাগ গাজী।
তৃতীয় উইকেটে এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৩১ বলে ৬৩ রানের জুটি গড়তে অবদান রাখেন উসমান। এই জুটি গড়ার পথেই বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উসমান তুলে নিয়েছেন। তিন অঙ্ক ছুঁতে পাকিস্তানি এই ক্রিকেটারের লেগেছে ৪৮ বল। তাতে রাজশাহীর পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। ওপেনিংয়ে নামা উসমান আউট হয়েছেন ১৯ তম ওভারের প্রথম বলে। পাকিস্তানি এই ক্রিকেটারকে ফিরিয়েছেন তাসকিন। ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রান করেন উসমান।
উসমানের সেঞ্চুরির পর চিটাগংয়ের দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ক্লার্ক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে দলটি। রাজশাহীর তাসকিন ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সোহাগ, শফিউল ইসলাম ও রায়ান বার্ল। ২২০ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী ৪ ওভারে ১ উইকেটে ৪১ রান করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলছেন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির হয়েই। পার্থক্য শুধু দলের নাম বদলেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকে এবার হয়েছে চিটাগং কিংস। নাম বদলানোর সঙ্গে তাঁর ব্যাটেও দেখা মিলেছে সেঞ্চুরির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ২০২৩ সালে বিপিএলে অভিষেক হয় উসমানের। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই সেঞ্চুরি করেছেন তিনি। মিরপুর শেরেবাংলায় সেবার খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। দুই বছর পর মিরপুরে আজ ছুঁয়েছেন তিন অঙ্ক। এবার তাঁর প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।
টস জিতে আজ ফিল্ডিং নিয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। দলীয় ১ রানেই ভেঙে যায় চিটাগং কিংসের উদ্বোধনী জুটি। ইনিংসের দ্বিতীয় বলে পারভেজ হোসেন ইমনের উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি ইমন। চিটাগং কিংসও খেলতে থাকে রয়েসয়ে। প্রথম তিন ওভারে ১ উইকেটে ১৭ রান করে দলটি।
চতুর্থ ওভার থেকেই চিটাগংয়ের তাণ্ডব শুরু। এই ওভারে বোলিংয়ে আসা হাসান মুরাদকে পিটিয়ে একাই ১৯ রান নেন উসমান। এই ওভারে ৩ চার ও ১ ছক্কা মেরেছেন উসমান। উসমান ও গ্রাহাম ক্লার্কের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রাজশাহী। দ্বিতীয় উইকেটে উসমান ও ক্লার্ক ৬৩ বলে গড়েন ১২০ রানের জুটি। ১১ তম ওভারের পঞ্চম বলে ক্লার্ককে ফিরিয়ে জুটি ভাঙেন সোহাগ গাজী।
তৃতীয় উইকেটে এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৩১ বলে ৬৩ রানের জুটি গড়তে অবদান রাখেন উসমান। এই জুটি গড়ার পথেই বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উসমান তুলে নিয়েছেন। তিন অঙ্ক ছুঁতে পাকিস্তানি এই ক্রিকেটারের লেগেছে ৪৮ বল। তাতে রাজশাহীর পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। ওপেনিংয়ে নামা উসমান আউট হয়েছেন ১৯ তম ওভারের প্রথম বলে। পাকিস্তানি এই ক্রিকেটারকে ফিরিয়েছেন তাসকিন। ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় ১২৩ রান করেন উসমান।
উসমানের সেঞ্চুরির পর চিটাগংয়ের দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ক্লার্ক। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে দলটি। রাজশাহীর তাসকিন ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সোহাগ, শফিউল ইসলাম ও রায়ান বার্ল। ২২০ রানের লক্ষ্যে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী ৪ ওভারে ১ উইকেটে ৪১ রান করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫