ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে যা সংশয় ছিল তাও কেটে গেছে গতকাল। আইসিসি সূচি পরিবর্তন করেছে ৯টি ম্যাচের। বিশ্বকাপের ভেন্যুগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে শোনা গেল এক দুঃসংবাদ। আগুন লেগেছে কলকাতার ইডেন গার্ডেনসে। এই ভেন্যুতে বিশ্বকাপে বাংলাদেশেরও ম্যাচ রয়েছে।
শর্ট সার্কিট থেকেই ইডেন গার্ডেনসে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ১১টা ৫০ মিনিটে আগুন লাগার বিষয়টি নজরে আসে। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ড্রেসিংরুমের যে ফলস সিলিং, সেখান থেকেই ধোঁয়া বের হচ্ছিল। পরিস্থিতি বুঝে তা ভেঙে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বড়সড় কোনো ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ইডেন গার্ডেনসে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। এ ছাড়া ভারত-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-পাকিস্তান এবং একটি সেমিফাইনাল হবে ইডেনে।
ইডেন গার্ডেনসে আগুন লাগার ঘটনা নিয়ে তদন্ত চলছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্নের চিন্তাভাবনা করা হচ্ছে। আইসিসি প্রতিনিধিরাও ইডেন গার্ডেনসের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। স্টেডিয়ামের কাজ কেমন চলছে, তা দেখতে সেপ্টেম্বরে আবার আসবেন আইসিসি প্রতিনিধিরাও।
ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে যা সংশয় ছিল তাও কেটে গেছে গতকাল। আইসিসি সূচি পরিবর্তন করেছে ৯টি ম্যাচের। বিশ্বকাপের ভেন্যুগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে শোনা গেল এক দুঃসংবাদ। আগুন লেগেছে কলকাতার ইডেন গার্ডেনসে। এই ভেন্যুতে বিশ্বকাপে বাংলাদেশেরও ম্যাচ রয়েছে।
শর্ট সার্কিট থেকেই ইডেন গার্ডেনসে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ১১টা ৫০ মিনিটে আগুন লাগার বিষয়টি নজরে আসে। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ড্রেসিংরুমের যে ফলস সিলিং, সেখান থেকেই ধোঁয়া বের হচ্ছিল। পরিস্থিতি বুঝে তা ভেঙে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বড়সড় কোনো ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ইডেন গার্ডেনসে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসানরা। এ ছাড়া ভারত-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-পাকিস্তান এবং একটি সেমিফাইনাল হবে ইডেনে।
ইডেন গার্ডেনসে আগুন লাগার ঘটনা নিয়ে তদন্ত চলছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্নের চিন্তাভাবনা করা হচ্ছে। আইসিসি প্রতিনিধিরাও ইডেন গার্ডেনসের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। স্টেডিয়ামের কাজ কেমন চলছে, তা দেখতে সেপ্টেম্বরে আবার আসবেন আইসিসি প্রতিনিধিরাও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫