চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে যেন এক অন্য তামিম ইকবালের দেখা মিলল। সিলেট সানরাইজার্সের বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করে তুলে নেন বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে গত কয়েক বছরে নিজের এমন আক্রমণাত্মক খেলা থেকে বেরিয়ে এসেছিলেন তামিম। হঠাৎ তামিমের এমন ভয়ংকর রূপে অভির্ভূত হওয়া একটু হলেও চমক জাগানিয়া। ম্যাচ শেষে সেই তামিমকে তাতিয়ে দেওয়ার রহস্যের কথা জানালেন মাশরাফি বিন মুর্তজা।
এবারের বিপিএলে দুজনেই মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন। নিজের খেলা এবং স্ট্রাইক রেট নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে আছেন তামিম। এর মধ্যে গত পরশু এক সংবাদ সম্মেলন ডেকে আরও ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতি নেন এই বাঁহাতি ওপেনার। পরদিনই করলেন ম্যাচজয়ী সেঞ্চুরি। ম্যাচ শেষে মাশরাফিই জানালেন তামিমের সেঞ্চুরি রহস্য, ‘গতকাল (পরশু) তামিমকে বলেছিলাম, তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই ১০০ মার, তোর ওই সামর্থ্য আছে, আগামীকাল (গতকাল) আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’
বিপিএলের প্রথম ঢাকা পর্বে চার ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা। তারকাসমৃদ্ধ দল নিয়েও টানা হারে একপ্রকার কোণঠাসা অবস্থায় চট্টগ্রাম যায় দলটি। গতকাল সিলেটের বিপক্ষে ম্যাচটা ছিল টিকে থাকার লড়াই। লড়াইটা ভালোভাবেই উতরে গেছেন মাশরাফি-তামিমরা। ম্যাচের আগের দিন দলের উদ্দেশে মাশরাফি বলেন, ‘এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরি।’
চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে মাশরাফির কথা রেখেছেন সতীর্থরা। গতকাল ম্যাচ শেষে সতীর্থদের উদ্দেশে মাশরাফি আরও বলেন, ‘তামিম আবার ভালো খেলতে পারে। না হয় অন্য কেউ ভালো খেলবে। বাইশ গজে নিশ্চিত করো, এটা তোমার দিন। যতক্ষণ ক্রিজে থাকব নিশ্চিত করব, আজকের দিনটা আমার।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে যেন এক অন্য তামিম ইকবালের দেখা মিলল। সিলেট সানরাইজার্সের বিপক্ষে রুদ্রমূর্তি ধারণ করে তুলে নেন বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তবে গত কয়েক বছরে নিজের এমন আক্রমণাত্মক খেলা থেকে বেরিয়ে এসেছিলেন তামিম। হঠাৎ তামিমের এমন ভয়ংকর রূপে অভির্ভূত হওয়া একটু হলেও চমক জাগানিয়া। ম্যাচ শেষে সেই তামিমকে তাতিয়ে দেওয়ার রহস্যের কথা জানালেন মাশরাফি বিন মুর্তজা।
এবারের বিপিএলে দুজনেই মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন। নিজের খেলা এবং স্ট্রাইক রেট নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে আছেন তামিম। এর মধ্যে গত পরশু এক সংবাদ সম্মেলন ডেকে আরও ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতি নেন এই বাঁহাতি ওপেনার। পরদিনই করলেন ম্যাচজয়ী সেঞ্চুরি। ম্যাচ শেষে মাশরাফিই জানালেন তামিমের সেঞ্চুরি রহস্য, ‘গতকাল (পরশু) তামিমকে বলেছিলাম, তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই ১০০ মার, তোর ওই সামর্থ্য আছে, আগামীকাল (গতকাল) আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’
বিপিএলের প্রথম ঢাকা পর্বে চার ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা। তারকাসমৃদ্ধ দল নিয়েও টানা হারে একপ্রকার কোণঠাসা অবস্থায় চট্টগ্রাম যায় দলটি। গতকাল সিলেটের বিপক্ষে ম্যাচটা ছিল টিকে থাকার লড়াই। লড়াইটা ভালোভাবেই উতরে গেছেন মাশরাফি-তামিমরা। ম্যাচের আগের দিন দলের উদ্দেশে মাশরাফি বলেন, ‘এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরি।’
চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে মাশরাফির কথা রেখেছেন সতীর্থরা। গতকাল ম্যাচ শেষে সতীর্থদের উদ্দেশে মাশরাফি আরও বলেন, ‘তামিম আবার ভালো খেলতে পারে। না হয় অন্য কেউ ভালো খেলবে। বাইশ গজে নিশ্চিত করো, এটা তোমার দিন। যতক্ষণ ক্রিজে থাকব নিশ্চিত করব, আজকের দিনটা আমার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫