রাওয়ালপিন্ডিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট এমন এক পর্যায়ে রয়েছে, যেখান থেকে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই জিততে পারে। পাকিস্তানি পেসার খুররম শেহজাদ এই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।
রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে গতকাল তৃতীয় দিনের সকালটা ছড়ি ঘোরায় পাকিস্তান। শেহজাদ-মীর হামজার বোলিং তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসতূপে দাঁড়িয়ে থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের স্কোরটা নিয়ে যান ২৬২ রানে। শেষ বিকেলে হাসান মাহমুদের জোড়া ধাক্কায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৯ রান। ২১ রানে এগিয়ে থাকা পাকিস্তান কীভাবে ম্যাচ জিততে পারে, সেটার টোটকা দিলেন শেহজাদ। পাকিস্তানি পেসার গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখুন আমরা ইতিবাচকভাবে ভাবছি। আমাদের ব্যাটারদের সামর্থ্য রয়েছে ভালো একটি স্কোর করার। তাদেরকে অলআউটও করতে পারব বলে মনে করি। আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি।’
ক্যারিয়ারে এটা নিয়ে তৃতীয় টেস্ট খেলছেন খুররম। টপ অর্ডার ধসিয়ে দেওয়া পাকিস্তানি এই পেসার টেস্টে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এবার বাংলাদেশের বিপক্ষেই। ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর পাকিস্তানি এই পেসার বলেন, ‘পাকিস্তানের হয়ে কত বেশি টেস্ট খেলতে পারব, এটা আমার স্বপ্ন ছিল। অনেক টেস্ট জেতার স্বপ্ন দেখছি।’
রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এই ম্যাচ ড্র করলেই সিরিজ হবে বাংলাদেশের। জিতলে তো ইতিহাসকে পূর্ণতা দেবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা দুই বা ততোধিক ম্যাচের হিসেব করেই। অন্যদিকে পাকিস্তানের জন্য দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই।
রাওয়ালপিন্ডিতে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টেস্ট এমন এক পর্যায়ে রয়েছে, যেখান থেকে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই জিততে পারে। পাকিস্তানি পেসার খুররম শেহজাদ এই ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।
রৌদ্রোজ্জ্বল রাওয়ালপিন্ডিতে গতকাল তৃতীয় দিনের সকালটা ছড়ি ঘোরায় পাকিস্তান। শেহজাদ-মীর হামজার বোলিং তোপে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসতূপে দাঁড়িয়ে থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশের স্কোরটা নিয়ে যান ২৬২ রানে। শেষ বিকেলে হাসান মাহমুদের জোড়া ধাক্কায় পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ৯ রান। ২১ রানে এগিয়ে থাকা পাকিস্তান কীভাবে ম্যাচ জিততে পারে, সেটার টোটকা দিলেন শেহজাদ। পাকিস্তানি পেসার গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখুন আমরা ইতিবাচকভাবে ভাবছি। আমাদের ব্যাটারদের সামর্থ্য রয়েছে ভালো একটি স্কোর করার। তাদেরকে অলআউটও করতে পারব বলে মনে করি। আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি।’
ক্যারিয়ারে এটা নিয়ে তৃতীয় টেস্ট খেলছেন খুররম। টপ অর্ডার ধসিয়ে দেওয়া পাকিস্তানি এই পেসার টেস্টে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এবার বাংলাদেশের বিপক্ষেই। ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর পাকিস্তানি এই পেসার বলেন, ‘পাকিস্তানের হয়ে কত বেশি টেস্ট খেলতে পারব, এটা আমার স্বপ্ন ছিল। অনেক টেস্ট জেতার স্বপ্ন দেখছি।’
রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এই ম্যাচ ড্র করলেই সিরিজ হবে বাংলাদেশের। জিতলে তো ইতিহাসকে পূর্ণতা দেবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। পঞ্চমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। সেটা দুই বা ততোধিক ম্যাচের হিসেব করেই। অন্যদিকে পাকিস্তানের জন্য দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫