অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা সিরিজ জয় তো দূরে থাক, তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।
৯৫, ৯৭ ও ৮৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোরকার্ড এমনই। বাংলাদেশ এত রান করতে পেরেছে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের উদারতার কারণেই। তিন ম্যাচ মিলিয়ে অতিরিক্ত ৬৩ রান দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ ৪৪ রান করেছেন জ্যোতি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস বাংলাদেশের অধিনায়কেরই। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্বাগতিকদের বাঁহাতি স্পিনার নাহিদা আকতারের। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের কতটা ভরাডুবি হয়েছে।
মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে জেতে অজিরা। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’
২০২৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০২৩ সালের বছরের জুলাইতে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডেতে এবার অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে যায়। জ্যোতির মতে, মনস্তাত্বিক দিক থেকেই পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন,
‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজকে পাখির চোখ করে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাংলাদেশের মেয়েরা সিরিজ জয় তো দূরে থাক, তিন ম্যাচের তিনটিতে হেরে হয়েছে ধবলধোলাই। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবাক না হয়ে পারেননি।
৯৫, ৯৭ ও ৮৯—অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোরকার্ড এমনই। বাংলাদেশ এত রান করতে পেরেছে অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের উদারতার কারণেই। তিন ম্যাচ মিলিয়ে অতিরিক্ত ৬৩ রান দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ ৪৪ রান করেছেন জ্যোতি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রানের ইনিংস বাংলাদেশের অধিনায়কেরই। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান স্বাগতিকদের বাঁহাতি স্পিনার নাহিদা আকতারের। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যাটারদের কতটা ভরাডুবি হয়েছে।
মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ম্যাচ জিতেছে ১৮৯ বল হাতে রেখে। বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আয়োজিত দ্বিপক্ষীয় সিরিজে ৩-০ ব্যবধানে জেতে অজিরা। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে আসেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন জ্যোতি। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (ব্যাটাররা কতটুকু দিতে পেরেছেন সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরো বিস্মিত। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রেখেছে। সামর্থ্যের ১০ ভাগও মনে হয় খেলতে পারিনি।’
২০২৩ সালে ঘরের মাঠে বাংলাদেশের নারী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০২৩ সালের বছরের জুলাইতে ওয়ানডে সিরিজ ড্র করে বাংলাদেশ। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই বাংলাদেশের মেয়েরা প্রথম ওয়ানডেতে এবার অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে যায়। জ্যোতির মতে, মনস্তাত্বিক দিক থেকেই পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন,
‘মনে হয় মনস্ত্বাত্ত্বিক ব্যাপার। কারণ স্কিল অনুযায়ী তো সমস্যা আছে বলে মনে হয় না। যদি থাকত, তাহলে তো আগে ম্যাচ জিততে পারত না। আমি জানি না সবার মধ্যে কী কাজ করছে। আমি তো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু কেন জানি সবাই ব্যাকফুটে ছিল প্রথম ম্যাচ থেকেই। সেখান থেকে খেলোয়াড়রা আর ফিরতে পারেনি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫