স্কোরবোর্ডে পাকিস্তানের নামের পাশে যোগ হচ্ছে রানের পর রান, অথচ উইকেটের দেখাই যে পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। রাওয়ালপিন্ডিতে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চিত্রটা যে এমনই। যেভাবে রানের বন্যা চলছে, তাতে রেকর্ড গড়াও স্বাগতিকদের পক্ষে অসম্ভব হয় না।
রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে গতকাল প্রথমে হোঁচট খেয়ে শুরু করে পাকিস্তান। তবে সেটা যে সাময়িক, তা প্রমাণ হতে খুব একটা দেরি হয়নি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছে পাকিস্তান। টেস্টের দ্বিতীয় দিনে আজ চা পানের বিরতি পর্যন্ত পাকিস্তান করেছে ৫ উইকেটে ৩৬৭ রানে। যা পাকিস্তানের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ স্কোর। এই তালিকায় সর্বোচ্চ ৫৪৬ রান পাকিস্তান করেছিল ২০০১ সালে মুলতানে। বাংলাদেশের বিপক্ষে ২৩ বছর আগে যখন পাকিস্তান ইনিংস ঘোষণা করেছিল, তখন ৩ উইকেট গিয়েছিল স্বাগতিকদের।
৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনটা আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেছে ৪ উইকেটে ২৫৬ রানে। দ্বিতীয় সেশনের খেলা শুরুর পর রিজওয়ান, শাকিল দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুই পাকিস্তানি ব্যাটারেরই এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের পরও পাকিস্তান খেলেছে দিনের প্রথম সেশনের মতোই। শাকিল ও রিজওয়ানের পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ২৪০ রান। ৯৫তম ওভারের শেষ বলে শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৬১ বলে ৯ চারে ১৪১ রান করেন শাকিল।
বাংলাদেশের বোলারদের করুণ পরিস্থিতি বুঝতে নাহিদ রানার পরিসংখ্যানের দিকে তাকালেই চলবে। ১৮ ওভারে ১০১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। পাকিস্তানের রানরেট ৩.৭৪। রিজওয়ান ১৯৭ বলে ১৩৪ রানে এখনো অপরাজিত। ৯ চারের পাশাপাশি মেরেছেন ২ ছক্কা। সালমান আলী আগা ১০ বলে ৭ রানে ব্যাটিং করছেন।
স্কোরবোর্ডে পাকিস্তানের নামের পাশে যোগ হচ্ছে রানের পর রান, অথচ উইকেটের দেখাই যে পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। রাওয়ালপিন্ডিতে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চিত্রটা যে এমনই। যেভাবে রানের বন্যা চলছে, তাতে রেকর্ড গড়াও স্বাগতিকদের পক্ষে অসম্ভব হয় না।
রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে গতকাল প্রথমে হোঁচট খেয়ে শুরু করে পাকিস্তান। তবে সেটা যে সাময়িক, তা প্রমাণ হতে খুব একটা দেরি হয়নি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছে পাকিস্তান। টেস্টের দ্বিতীয় দিনে আজ চা পানের বিরতি পর্যন্ত পাকিস্তান করেছে ৫ উইকেটে ৩৬৭ রানে। যা পাকিস্তানের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ স্কোর। এই তালিকায় সর্বোচ্চ ৫৪৬ রান পাকিস্তান করেছিল ২০০১ সালে মুলতানে। বাংলাদেশের বিপক্ষে ২৩ বছর আগে যখন পাকিস্তান ইনিংস ঘোষণা করেছিল, তখন ৩ উইকেট গিয়েছিল স্বাগতিকদের।
৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনটা আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেছে ৪ উইকেটে ২৫৬ রানে। দ্বিতীয় সেশনের খেলা শুরুর পর রিজওয়ান, শাকিল দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুই পাকিস্তানি ব্যাটারেরই এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের পরও পাকিস্তান খেলেছে দিনের প্রথম সেশনের মতোই। শাকিল ও রিজওয়ানের পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ২৪০ রান। ৯৫তম ওভারের শেষ বলে শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৬১ বলে ৯ চারে ১৪১ রান করেন শাকিল।
বাংলাদেশের বোলারদের করুণ পরিস্থিতি বুঝতে নাহিদ রানার পরিসংখ্যানের দিকে তাকালেই চলবে। ১৮ ওভারে ১০১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। পাকিস্তানের রানরেট ৩.৭৪। রিজওয়ান ১৯৭ বলে ১৩৪ রানে এখনো অপরাজিত। ৯ চারের পাশাপাশি মেরেছেন ২ ছক্কা। সালমান আলী আগা ১০ বলে ৭ রানে ব্যাটিং করছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫