দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চার বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময় যত এগিয়ে আসছে, শোনা যাচ্ছে একের পর এক কথাবার্তা। নিরাপত্তাজনিত ব্যাপার নিয়েও আলোচনা উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখানে বল ঠেলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোর্টে।
পাকিস্তানে নিরাপত্তার ব্যাপার নিয়ে আলোচনাটা তুলেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সংবাদমাধ্যমকে পরশু তিনি জানিয়েছেন যে নিরাপত্তার ব্যাপারটা পাকিস্তানের ওপর নির্ভর করছে। সেক্ষেত্রে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ তাদের প্রয়োজন। কারণ রাজনৈতিক কারণে পাকিস্তানের পরিস্থিতি প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে। এই কথার পরিপ্রেক্ষিতে পিসিবির এক মুখপাত্র গতকাল সন্ধ্যায় ক্রিকবাজকে বলেছেন, ‘নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতাদের এখন খেলোয়াড়দের ভরসাযোগ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। মিডিয়া ম্যানেজার অথবা দলের চিকিৎসকের মতো ব্যাপারটা। এমনকি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অন্যান্য দ্বিপক্ষীয় সিরিজে খেলোয়াড়েরা নিরাপত্তা ম্যানেজার নিয়ে ভ্রমণ করেন। যদি বিসিবি তাদের সফরে টিম ম্যানেজমেন্টের অংশ হিসেব নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়ে আসতে চায়, তাদের নিজেদের নিয়ে আসতে হবে। তবে এখন পর্যন্ত যা বুঝলাম, বিসিবি নিরাপত্তার বিষয়ে কোনো রকম দুশ্চিন্তার কথা এখনো পিসিবির সঙ্গে আলোচনা করেনি।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩৬.৬৬ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান। আট নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ২৫ শতাংশ। জাতীয় দলের সিরিজের আগে বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজও শুরু হচ্ছে। ১০ আগস্ট শুরু হবে ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে তিনটি হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। ‘এ’ দলের সিরিজের পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
নিরাপত্তার শঙ্কা কাটিয়ে পাকিস্তানে গত কয়েক বছর ক্রিকেট আয়োজন হচ্ছে দারুণভাবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা প্রায়ই যাচ্ছে পাকিস্তান সফরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি তারকা ক্রিকেটারদেরও নিয়মিত দেখা যাচ্ছে। ভারতই একমাত্র দল যারা পাকিস্তান সফর নিয়ে অনীহা প্রকাশ করে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তার অজুহাত দেখানোয় গত বছর এশিয়া কাপ পাকিস্তানে পুরোটা আয়োজন করা সম্ভব হয়নি। পাকিস্তান-শ্রীলঙ্কা হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করা হয়েছে।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চার বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময় যত এগিয়ে আসছে, শোনা যাচ্ছে একের পর এক কথাবার্তা। নিরাপত্তাজনিত ব্যাপার নিয়েও আলোচনা উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখানে বল ঠেলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোর্টে।
পাকিস্তানে নিরাপত্তার ব্যাপার নিয়ে আলোচনাটা তুলেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। সংবাদমাধ্যমকে পরশু তিনি জানিয়েছেন যে নিরাপত্তার ব্যাপারটা পাকিস্তানের ওপর নির্ভর করছে। সেক্ষেত্রে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ তাদের প্রয়োজন। কারণ রাজনৈতিক কারণে পাকিস্তানের পরিস্থিতি প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে। এই কথার পরিপ্রেক্ষিতে পিসিবির এক মুখপাত্র গতকাল সন্ধ্যায় ক্রিকবাজকে বলেছেন, ‘নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতাদের এখন খেলোয়াড়দের ভরসাযোগ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। মিডিয়া ম্যানেজার অথবা দলের চিকিৎসকের মতো ব্যাপারটা। এমনকি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অন্যান্য দ্বিপক্ষীয় সিরিজে খেলোয়াড়েরা নিরাপত্তা ম্যানেজার নিয়ে ভ্রমণ করেন। যদি বিসিবি তাদের সফরে টিম ম্যানেজমেন্টের অংশ হিসেব নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়ে আসতে চায়, তাদের নিজেদের নিয়ে আসতে হবে। তবে এখন পর্যন্ত যা বুঝলাম, বিসিবি নিরাপত্তার বিষয়ে কোনো রকম দুশ্চিন্তার কথা এখনো পিসিবির সঙ্গে আলোচনা করেনি।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩৬.৬৬ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান। আট নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ২৫ শতাংশ। জাতীয় দলের সিরিজের আগে বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজও শুরু হচ্ছে। ১০ আগস্ট শুরু হবে ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে তিনটি হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। ‘এ’ দলের সিরিজের পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
নিরাপত্তার শঙ্কা কাটিয়ে পাকিস্তানে গত কয়েক বছর ক্রিকেট আয়োজন হচ্ছে দারুণভাবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা প্রায়ই যাচ্ছে পাকিস্তান সফরে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি তারকা ক্রিকেটারদেরও নিয়মিত দেখা যাচ্ছে। ভারতই একমাত্র দল যারা পাকিস্তান সফর নিয়ে অনীহা প্রকাশ করে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তার অজুহাত দেখানোয় গত বছর এশিয়া কাপ পাকিস্তানে পুরোটা আয়োজন করা সম্ভব হয়নি। পাকিস্তান-শ্রীলঙ্কা হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫