সেঞ্চুরির পর চিৎকার করলেন। শূন্যে হাত ছুড়লেন। তারপর সিজদাহ করলেন পিচে। সেই ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি দিয়ে আজ ফুরোল তাঁর ১৬ মাসের অপেক্ষা। একটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। বাংলাদেশের প্রথম ইনিংসের ১১৬তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে ফাইন লেগে গ্ল্যান্স করে নিলেন ২ রান। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিকে শোনালেন তাঁর গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগ আউট থেকে সাকিব আল হাসানসহ পুরো দল মুহূর্মুহু করতালি দিতে থাকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে মুশফিককে অপেক্ষা করতে হয়েছে ১৬ মাস। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে একের পর এক রেকর্ড নামের পাশে যোগ করছেন মুশফিক। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ১৫১৯২ রান করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক তামিম। মুশফিক এখনো পর্যন্ত করেছেন ১৫০৬৯ রান। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। বিদেশের মাঠে ৫ টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক। তামিম ঘরের বাইরে টেস্টে করেছেন ৪ সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আজ শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু লিটন দাসের উইকেট। যে নাসিম শাহকে বেধড়ক পিটিয়ে ফিফটি করেন লিটন, তাঁর বলেই আত্মাহুতি দিয়েছেন তিনি (লিটন)। ১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান লিটন। আউটসাইড এজ হওয়া বল ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। ৬ উইকেটে ৩৮৯ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ। ২০৮ বলে ১০১ রান করে অপরাজিত মুশফিক। চার মেরেছেন ১২টি।
বিদেশের মাঠে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করতে মুশফিকের অপেক্ষা বাড়তেই পারত। ৯৮তম ওভারের চতুর্থ বলে তাঁর (মুশফিক) বিপক্ষে লেগবিফোরের আবেদন করেন মোহাম্মদ আলী। আম্পায়ার সাড়া দিলে এরপর রিভিউ করেন মুশফিক। রিভিউতে দেখা যায় বল স্টাম্প মিস করেছে। মুশফিকের তখন স্কোর ছিল ৫৯ রান।
আরও খবর পড়ুন:
সেঞ্চুরির পর চিৎকার করলেন। শূন্যে হাত ছুড়লেন। তারপর সিজদাহ করলেন পিচে। সেই ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি দিয়ে আজ ফুরোল তাঁর ১৬ মাসের অপেক্ষা। একটি রেকর্ডে ছাড়িয়ে গেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। বাংলাদেশের প্রথম ইনিংসের ১১৬তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে ফাইন লেগে গ্ল্যান্স করে নিলেন ২ রান। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিকে শোনালেন তাঁর গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগ আউট থেকে সাকিব আল হাসানসহ পুরো দল মুহূর্মুহু করতালি দিতে থাকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেঞ্চুরি পেতে মুশফিককে অপেক্ষা করতে হয়েছে ১৬ মাস। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে একের পর এক রেকর্ড নামের পাশে যোগ করছেন মুশফিক। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ১৫১৯২ রান করে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক তামিম। মুশফিক এখনো পর্যন্ত করেছেন ১৫০৬৯ রান। তবে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। বিদেশের মাঠে ৫ টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক। তামিম ঘরের বাইরে টেস্টে করেছেন ৪ সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আজ শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু লিটন দাসের উইকেট। যে নাসিম শাহকে বেধড়ক পিটিয়ে ফিফটি করেন লিটন, তাঁর বলেই আত্মাহুতি দিয়েছেন তিনি (লিটন)। ১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান লিটন। আউটসাইড এজ হওয়া বল ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। ৬ উইকেটে ৩৮৯ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল বাংলাদেশ। ২০৮ বলে ১০১ রান করে অপরাজিত মুশফিক। চার মেরেছেন ১২টি।
বিদেশের মাঠে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করতে মুশফিকের অপেক্ষা বাড়তেই পারত। ৯৮তম ওভারের চতুর্থ বলে তাঁর (মুশফিক) বিপক্ষে লেগবিফোরের আবেদন করেন মোহাম্মদ আলী। আম্পায়ার সাড়া দিলে এরপর রিভিউ করেন মুশফিক। রিভিউতে দেখা যায় বল স্টাম্প মিস করেছে। মুশফিকের তখন স্কোর ছিল ৫৯ রান।
আরও খবর পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে