অ্যাডিলেডে গতকাল বৃষ্টি আইনে ৫ রানের হেরেছে বাংলাদেশ। শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে সাকিব আল হাসানদের। এমন রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের আক্ষেপটা আরও বেড়েছে ফেক ফিল্ডিংয়ের জন্য পেনাল্টি না পাওয়াতে।
এ ছাড়া মাঠ খেলার উপযুক্ত না হয়েও আম্পায়াররা খেলতে বাধ্য করেছেন এমনও অভিযোগ উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে। এ দুটি অভিযোগ নিয়ে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আইসিসির সভায় এ অভিযোগগুলো তুলে ধরা হবে।
জালাল ইউনুস বলেছেন, ‘কিছু হলেই যে বোর্ড দিয়ে আলাপ করা হবে, ব্যাপারটা এতো সহজ না। এটা স্কুল না, যে আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের বিষয় না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন সঠিক জায়গায় এটা নিয়ে কথা বলতে পারি। ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা করব। আপনারা জানেন সামনেই এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে। তবে যেটা মনে করি, দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই যেন আম্পায়ারিং বির্তক। যার শুরুটা হয়েছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। আর সর্বশেষটা হচ্ছে গতকালের অ্যাডিলেড ম্যাচে। ফেক থ্রোর বিষয়ে ইউনুস বলেছেন, ‘ফেক থ্রো নিয়ে একটা ইস্যু ছিল। আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে। তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সাথে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।’
আর মাঠ ভেজার বিষয়ে ইউনুস বলেছেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সাথে)। সাকিব বারবার বলছিল যে মাঠ অনেক ভেজা, আরেকটু শুকালে খেলা শুরু করতে। কিন্তু আম্পায়ার, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কি খেলবেন না।’
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
অ্যাডিলেডে গতকাল বৃষ্টি আইনে ৫ রানের হেরেছে বাংলাদেশ। শুরুতে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে সাকিব আল হাসানদের। এমন রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের আক্ষেপটা আরও বেড়েছে ফেক ফিল্ডিংয়ের জন্য পেনাল্টি না পাওয়াতে।
এ ছাড়া মাঠ খেলার উপযুক্ত না হয়েও আম্পায়াররা খেলতে বাধ্য করেছেন এমনও অভিযোগ উঠেছে বাংলাদেশের পক্ষ থেকে। এ দুটি অভিযোগ নিয়ে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আইসিসির সভায় এ অভিযোগগুলো তুলে ধরা হবে।
জালাল ইউনুস বলেছেন, ‘কিছু হলেই যে বোর্ড দিয়ে আলাপ করা হবে, ব্যাপারটা এতো সহজ না। এটা স্কুল না, যে আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। এই ধরনের বিষয় না। তারপরেও এটা আমাদের মাথায় আছে, আমরা যেন সঠিক জায়গায় এটা নিয়ে কথা বলতে পারি। ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠ, ফেক ফিল্ডিং ও আম্পায়ারিং নিয়ে আইসিসির পরবর্তী সভায় আলোচনা করব। আপনারা জানেন সামনেই এই অস্ট্রেলিয়াতেই মিটিং রয়েছে। তবে যেটা মনে করি, দিন শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ মানেই যেন আম্পায়ারিং বির্তক। যার শুরুটা হয়েছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। আর সর্বশেষটা হচ্ছে গতকালের অ্যাডিলেড ম্যাচে। ফেক থ্রোর বিষয়ে ইউনুস বলেছেন, ‘ফেক থ্রো নিয়ে একটা ইস্যু ছিল। আম্পায়ারকে এটা নিয়ে জানানো হয়েছে। তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করেননি। মাঝখানে সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে এরাসমাসের (আম্পায়ার) সাথে। খেলার পরও এটা নিয়ে আলাপ হয়েছে।’
আর মাঠ ভেজার বিষয়ে ইউনুস বলেছেন, ‘মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছিল (আম্পায়ারদের সাথে)। সাকিব বারবার বলছিল যে মাঠ অনেক ভেজা, আরেকটু শুকালে খেলা শুরু করতে। কিন্তু আম্পায়ার, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা নিয়ে তর্ক-বিতর্কের সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটাই, আপনি খেলবেন কি খেলবেন না।’
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে