অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ও। এ জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
তবে শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫০ পেরোনোর আগেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্ক। ৯ রানে আউট হওয়ায় তানজিদের বিপরীতে ভালো শুরু করা লিটন এলবিডব্লিউ হয়েছেন ২৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারালেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
তৃতীয় উইকেট দুর্দান্ত এক জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ১৬৯ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথটা সহজ করে দেন তাঁরা। এটি এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতরানের জুটি। সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ জুটি ছিল মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের জুটি গড়েছিলেন তাঁরা। আর যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ বিশ্বকাপেই লিটন দাসকে নিয়ে অপরাজিত ১৮৯ রানের জুটি গড়েছিলেন সাকিব।
দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন সাকিব–শান্ত। এবারের বিশ্বকাপে শান্তর দ্বিতীয় ফিফটির বিপরীতে প্রথম পেয়েছেন সাকিব। প্রথম ফিফটি দিয়ে একটি কীর্তিও গড়েছেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে পঞ্চাশোর্ধ্ব ১৩ তম ইনিংস খেললেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। পঞ্চাশোর্ধ্ব ১৪ ইনিংস খেলা কোহলির বিপরীতে ২১ ইনিংস নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি শচীন।
ফিফটি করলেও সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন সাকিব–শান্ত। বাংলাদেশের অধিনায়কের চেয়ে আক্ষেপটা বেশি শান্তরই। ১০ রানের জন্য যে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি মিস করেছেন তিনি। তাঁর ১০১ বলে ৯০ রানের ইনিংসে ছক্কা না থাকলেও চার ছিল ১২ টি। অন্যদিকে ৮২ রানে আউট হয়েছেন সাকিব। ৬৫ বলের ইনিংসে ১২ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুজনকেই আউট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস। সাকিবকে তো আউট করার পর হাতে ঘড়ি দেখার ভঙ্গিতে বাংলাদেশি অধিনায়ককে ম্যাথুস যেন বললেন তোমারও সময় শেষ।
সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত ইনিংস খেলার পথে একটি মাইলফলক অর্জন করেছেন সাকিব। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাড়ে ৭ হাজার রান করেছেন। তাঁর আগেই এই কীর্তি গড়েছেন মুশফিক ও তামিম ইকবাল। বিশ্বকাপে সুযোগ না পাওয়া তামিম তো প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানও করেছেন। ৮৩৫৭ রানে বাংলাদেশি ওপেনার আছেন শীর্ষে। আর মুশফিক ৭৫৮৫ রানে আছেন দুইয়ে। ৭৫৭০ রানে সাকিব তিনে।
ম্যাথুসের জোড়া আঘাতে বাংলাদেশ কিছুটা চাপে পড়েছিল। কেননা সাকিব–শান্তর পর দ্রুত ফিরে গিয়েছিলেন দুই ভায়রা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। আউট হওয়ার আগে অবশ্য ৩৮ রানের জুটি গড়ে দলের জয়টা কার্যত শেষ করে দিয়েছিলেন দুজনে। মুশফিকের ১০ রানের বিপরীতে ২২ রানে আউট হন মাহমুদউল্লাহ। তাঁদের দেখানো পথে দ্রুত ৩ রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। তবে জয়ের বাকি কাজটা অভিষিক্ত তানজিদ হাসান সাকিবকে নিয়ে সাড়েন তাওহীদ হৃদয়। জয়ের শেষ চারটিও আসে ৯ রানে অপরাজিত থাকে তানজিদের ব্যাট থেকে। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থাকেন হৃদয়। ৬৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার মাদুশঙ্ক।
বিতর্কের ম্যাচেই বাংলাদেশ সেরাটা দিয়েছে আজ। ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয়টি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে প্রথম বাংলাদেশের। আগের তিনবারের দেখায় কোনোবারও জিততে পারেনি বাংলাদেশ। এ জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বেঁচে রইল বাংলাদেশের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকায় সাতে সাকিব–মুশফিকরা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানরা অলআউট হওয়ার আগে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম। ম্যাচের ষষ্ঠ বলেই কুশল পেরেরাকে ৪ রানে আউট করেন তিনি। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। সেই জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।
১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাকিব। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কাকে ৪১ রানে বোল্ড করেন। ৭২ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হাল ধরেন সেঞ্চুরিয়ান আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। ৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে এই জুটিও ভাঙেন সাকিব।
এরপরেই ক্রিকেটে বিরল ঘটনাটি ঘটে। প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছেন। নির্দিষ্ট সময়ে ম্যাথুস মাঠে নামলেও বলের মুখোমুখি হতে দেরি হওয়ায় আউট হয়েছেন তিনি। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেন। পরে আম্পায়ারও আউট দেন।
এমন ঘটনার পরেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও মহীশ তিকশানার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সেঞ্চুরিয়ান আসালঙ্কা। লোয়ার অর্ডারদের নিয়ে শ্রীলঙ্কাকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই সেঞ্চুরি বিশ্বকাপে তাঁর প্রথম। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অভিষিক্ত তানজিম।
অবশেষে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে টানা ৬ ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ও। এ জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
তবে শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫০ পেরোনোর আগেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্ক। ৯ রানে আউট হওয়ায় তানজিদের বিপরীতে ভালো শুরু করা লিটন এলবিডব্লিউ হয়েছেন ২৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারালেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
তৃতীয় উইকেট দুর্দান্ত এক জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। ১৬৯ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথটা সহজ করে দেন তাঁরা। এটি এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতরানের জুটি। সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ জুটি ছিল মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের জুটি গড়েছিলেন তাঁরা। আর যেকোনো উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ বিশ্বকাপেই লিটন দাসকে নিয়ে অপরাজিত ১৮৯ রানের জুটি গড়েছিলেন সাকিব।
দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন সাকিব–শান্ত। এবারের বিশ্বকাপে শান্তর দ্বিতীয় ফিফটির বিপরীতে প্রথম পেয়েছেন সাকিব। প্রথম ফিফটি দিয়ে একটি কীর্তিও গড়েছেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপের ইতিহাসে পঞ্চাশোর্ধ্ব ১৩ তম ইনিংস খেললেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। পঞ্চাশোর্ধ্ব ১৪ ইনিংস খেলা কোহলির বিপরীতে ২১ ইনিংস নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি শচীন।
ফিফটি করলেও সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন সাকিব–শান্ত। বাংলাদেশের অধিনায়কের চেয়ে আক্ষেপটা বেশি শান্তরই। ১০ রানের জন্য যে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি মিস করেছেন তিনি। তাঁর ১০১ বলে ৯০ রানের ইনিংসে ছক্কা না থাকলেও চার ছিল ১২ টি। অন্যদিকে ৮২ রানে আউট হয়েছেন সাকিব। ৬৫ বলের ইনিংসে ১২ চারের বিপরীতে ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি। দুজনকেই আউট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে আউট হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস। সাকিবকে তো আউট করার পর হাতে ঘড়ি দেখার ভঙ্গিতে বাংলাদেশি অধিনায়ককে ম্যাথুস যেন বললেন তোমারও সময় শেষ।
সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত ইনিংস খেলার পথে একটি মাইলফলক অর্জন করেছেন সাকিব। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাড়ে ৭ হাজার রান করেছেন। তাঁর আগেই এই কীর্তি গড়েছেন মুশফিক ও তামিম ইকবাল। বিশ্বকাপে সুযোগ না পাওয়া তামিম তো প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানও করেছেন। ৮৩৫৭ রানে বাংলাদেশি ওপেনার আছেন শীর্ষে। আর মুশফিক ৭৫৮৫ রানে আছেন দুইয়ে। ৭৫৭০ রানে সাকিব তিনে।
ম্যাথুসের জোড়া আঘাতে বাংলাদেশ কিছুটা চাপে পড়েছিল। কেননা সাকিব–শান্তর পর দ্রুত ফিরে গিয়েছিলেন দুই ভায়রা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। আউট হওয়ার আগে অবশ্য ৩৮ রানের জুটি গড়ে দলের জয়টা কার্যত শেষ করে দিয়েছিলেন দুজনে। মুশফিকের ১০ রানের বিপরীতে ২২ রানে আউট হন মাহমুদউল্লাহ। তাঁদের দেখানো পথে দ্রুত ৩ রানে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। তবে জয়ের বাকি কাজটা অভিষিক্ত তানজিদ হাসান সাকিবকে নিয়ে সাড়েন তাওহীদ হৃদয়। জয়ের শেষ চারটিও আসে ৯ রানে অপরাজিত থাকে তানজিদের ব্যাট থেকে। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থাকেন হৃদয়। ৬৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার মাদুশঙ্ক।
বিতর্কের ম্যাচেই বাংলাদেশ সেরাটা দিয়েছে আজ। ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয়টি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে প্রথম বাংলাদেশের। আগের তিনবারের দেখায় কোনোবারও জিততে পারেনি বাংলাদেশ। এ জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বেঁচে রইল বাংলাদেশের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকায় সাতে সাকিব–মুশফিকরা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানরা অলআউট হওয়ার আগে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম। ম্যাচের ষষ্ঠ বলেই কুশল পেরেরাকে ৪ রানে আউট করেন তিনি। তবে শুরুর ধাক্কা সামলিয়ে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। সেই জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।
১৯ রান করা মেন্ডিসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাকিব। ফিরতি ওভারেই শ্রীলঙ্কাকে আরেকটি ধাক্কা দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করা নিশাঙ্কাকে ৪১ রানে বোল্ড করেন। ৭২ রানে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হাল ধরেন সেঞ্চুরিয়ান আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে মিলে চতুর্থ উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। ৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে এই জুটিও ভাঙেন সাকিব।
এরপরেই ক্রিকেটে বিরল ঘটনাটি ঘটে। প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছেন। নির্দিষ্ট সময়ে ম্যাথুস মাঠে নামলেও বলের মুখোমুখি হতে দেরি হওয়ায় আউট হয়েছেন তিনি। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেন। পরে আম্পায়ারও আউট দেন।
এমন ঘটনার পরেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও মহীশ তিকশানার সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন সেঞ্চুরিয়ান আসালঙ্কা। লোয়ার অর্ডারদের নিয়ে শ্রীলঙ্কাকে ২৭৯ রানের সংগ্রহ এনে দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই সেঞ্চুরি বিশ্বকাপে তাঁর প্রথম। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়। বাংলাদেশের হয়ে ৮০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অভিষিক্ত তানজিম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫