ক্রীড়া ডেস্ক
দুঃসময়কে পেছনে ফেলে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশকে কোন ছকে ফাঁদে ফেলতে চাইছে পাকিস্তান, সেটার ইঙ্গিত মিলছে সালমান আলী আগার কথায়।
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর পাকিস্তান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে। সেই সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজেও সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ দল খুবই দক্ষ।’
কদিন আগে শেষ হওয়া পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান, ফখর জামান, হাসান নাওয়াজরা জায়গা পেয়েছেন বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে ৩৯৯ রান করা নাওয়াজ হয়েছেন পিএসএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট। মার্চে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। চূড়ান্ত একাদশের কথা বলতে গিয়ে নাওয়াজের কথা উল্লেখ করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের আন্তর্জাতিক ও পিএসএল ফর্ম দেখে দল তৈরি করেছি। আমার পরামর্শ অনুযায়ী, চূড়ান্ত একাদশ নির্ধারিত হয়ে গেছে। হাসান নাওয়াজ পিএসএলে মিডল অর্ডারে ভালো করেছে। মনে করি না তার ওপেনিং করার প্রয়োজন আছে।’
২০২৫ পিএসএলে রান হয়েছে ৯.১২ রানরেটে, যা টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের পিএসএলের সর্বোচ্চ তিন রানসংগ্রাহক ফারহান, ফখর, নাওয়াজ—প্রত্যেকের স্ট্রাইকরেট ১৫০-এর বেশি। বলতে গেলে বাংলাদেশ সিরিজের আগে পিএসএলে নিজেদের অর্ধেক প্রস্তুতি সেরে রেখেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিস্ফোরক ব্যাটিংয়ের এই ধারা বজায় রাখতে গিয়ে যেন গুবলেট না পাকান সতীর্থরা, সে ব্যাপারে সতর্ক করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন রপ্ত করেছি, সেটা দীর্ঘ সময় ধরে রাখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট তো থাকবেই। সে ক্ষেত্রে ভয়ডরহীন থাকতে হবে। তবে উল্টাপাল্টা কিছু করা যাবে না।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিন ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
দুঃসময়কে পেছনে ফেলে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশকে কোন ছকে ফাঁদে ফেলতে চাইছে পাকিস্তান, সেটার ইঙ্গিত মিলছে সালমান আলী আগার কথায়।
পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর পাকিস্তান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে। সেই সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আট ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজেও সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। সিরিজের আগে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ দল খুবই দক্ষ।’
কদিন আগে শেষ হওয়া পিএসএল কাঁপানো সাহিবজাদা ফারহান, ফখর জামান, হাসান নাওয়াজরা জায়গা পেয়েছেন বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে ৩৯৯ রান করা নাওয়াজ হয়েছেন পিএসএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট। মার্চে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। চূড়ান্ত একাদশের কথা বলতে গিয়ে নাওয়াজের কথা উল্লেখ করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ক্রিকেটারদের আন্তর্জাতিক ও পিএসএল ফর্ম দেখে দল তৈরি করেছি। আমার পরামর্শ অনুযায়ী, চূড়ান্ত একাদশ নির্ধারিত হয়ে গেছে। হাসান নাওয়াজ পিএসএলে মিডল অর্ডারে ভালো করেছে। মনে করি না তার ওপেনিং করার প্রয়োজন আছে।’
২০২৫ পিএসএলে রান হয়েছে ৯.১২ রানরেটে, যা টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের পিএসএলের সর্বোচ্চ তিন রানসংগ্রাহক ফারহান, ফখর, নাওয়াজ—প্রত্যেকের স্ট্রাইকরেট ১৫০-এর বেশি। বলতে গেলে বাংলাদেশ সিরিজের আগে পিএসএলে নিজেদের অর্ধেক প্রস্তুতি সেরে রেখেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিস্ফোরক ব্যাটিংয়ের এই ধারা বজায় রাখতে গিয়ে যেন গুবলেট না পাকান সতীর্থরা, সে ব্যাপারে সতর্ক করেছেন সালমান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন রপ্ত করেছি, সেটা দীর্ঘ সময় ধরে রাখতে চাই। আক্রমণাত্মক ক্রিকেট তো থাকবেই। সে ক্ষেত্রে ভয়ডরহীন থাকতে হবে। তবে উল্টাপাল্টা কিছু করা যাবে না।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিন ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে